
বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমিরের মতো তারকাদের। এবার তাঁদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাইফউদ্দিন।
প্রথমবারের মতো আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফউদ্দিন। সামনে বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে জাতীয় দলের তারকা খেলোয়াড়দের স্কোয়াডে রাখা সম্ভব হয়নি বলে আগেই জানিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল টি-টেন লিগের পঞ্চম পর্বের জন্য সাইফউদ্দিনের সঙ্গে আফ্রিদি আর আমিরকেও নিয়েছে বাংলা টাইগার্স।
আগে থেকেই বাংলা টাইগার্সের ‘আইকন’ হিসেবে আছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বেও থাকছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া এই অভিজ্ঞ ব্যাটার। এ ছাড়া বাংলা টাইগার্স স্কোয়াডে আছেন আফগান ব্যাটার হযরতউল্লাহ জাজাই, অস্ট্রেলিয়ান পেসার জেমস ফকনার, ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল, অভিজ্ঞ ব্যাটার অ্যাডাম লিথ, লঙ্কান তরুণ পেসার মাথিসা পাথিরানা।
গত মৌসুমে স্কোয়াডে থাকা ইসুরু উদানা, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, কায়েস আহমেদ ও চিরাগ সুরিকে ‘রিটেইন’ খেলোয়াড় হিসেবে দলে রেখেছে বাংলা টাইগার্স। টি-টেনের এবারের পর্ব শুরু হবে আগামী ১৯ নভেম্বর। আর পর্দা নামবে ৪ ডিসেম্বর।
বাংলা টাইগার্স দল:
ফাফ ডু প্লেসিস (আইকন, অধিনায়ক), শহীদ আফ্রিদি, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ আমির, বেনি হাওয়েল, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, ইসুরু উদানা, কায়েস আহমেদ, চিরাগ সুরি, জেমস ফকনার, অ্যাডাম লিথ, উইল জ্যাকস, উইল স্মেড, হাসান খালিদ ও সাবির রাও।

বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমিরের মতো তারকাদের। এবার তাঁদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাইফউদ্দিন।
প্রথমবারের মতো আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফউদ্দিন। সামনে বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে জাতীয় দলের তারকা খেলোয়াড়দের স্কোয়াডে রাখা সম্ভব হয়নি বলে আগেই জানিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল টি-টেন লিগের পঞ্চম পর্বের জন্য সাইফউদ্দিনের সঙ্গে আফ্রিদি আর আমিরকেও নিয়েছে বাংলা টাইগার্স।
আগে থেকেই বাংলা টাইগার্সের ‘আইকন’ হিসেবে আছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বেও থাকছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া এই অভিজ্ঞ ব্যাটার। এ ছাড়া বাংলা টাইগার্স স্কোয়াডে আছেন আফগান ব্যাটার হযরতউল্লাহ জাজাই, অস্ট্রেলিয়ান পেসার জেমস ফকনার, ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল, অভিজ্ঞ ব্যাটার অ্যাডাম লিথ, লঙ্কান তরুণ পেসার মাথিসা পাথিরানা।
গত মৌসুমে স্কোয়াডে থাকা ইসুরু উদানা, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, কায়েস আহমেদ ও চিরাগ সুরিকে ‘রিটেইন’ খেলোয়াড় হিসেবে দলে রেখেছে বাংলা টাইগার্স। টি-টেনের এবারের পর্ব শুরু হবে আগামী ১৯ নভেম্বর। আর পর্দা নামবে ৪ ডিসেম্বর।
বাংলা টাইগার্স দল:
ফাফ ডু প্লেসিস (আইকন, অধিনায়ক), শহীদ আফ্রিদি, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ আমির, বেনি হাওয়েল, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, ইসুরু উদানা, কায়েস আহমেদ, চিরাগ সুরি, জেমস ফকনার, অ্যাডাম লিথ, উইল জ্যাকস, উইল স্মেড, হাসান খালিদ ও সাবির রাও।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৯ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে