
এবারের আইপিএলে কঠিন এক সময়ই পার করছে দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গতকালের জয়ের আগে টানা পাঁচ ম্যাচ হেরে বসে তারা। এমন দুঃস্বপ্নের সময় আবার দলের বেশ কয়েকজন ক্রিকেটারের ব্যাট-প্যাড ও অন্যান্য ক্রিকেট সরঞ্জামাদি চুরি হয়।
গতকাল নিজেদের ষষ্ঠ ম্যাচের আগে ঘটনাটি ঘটে। তবে পরে ম্যাচে তার প্রভাব পড়তে দেয়নি ডেভিড ওয়ার্নার-মিচেল মার্শরা। কলকাতাকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে তাঁরা। আর আজ জয়ের মতোই সুসংবাদ দিলেন অধিনায়ক ওয়ার্নার। হারানো ব্যাট-বলসহ অধিকাংশ সরঞ্জামাদি ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার।
নিজের ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্নার। তিনি ব্যাট, প্যাড ও গ্লাভসের ছবি দিয়ে লিখেছেন, ‘তারা অপরাধীদের খুঁজে পেয়েছে। কিছু জিনিস এখনো পাওয়া যায়নি। ধন্যবাদ আপনাদের।’
বেঙ্গালুরুতে গত শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৩ রানে হেরে পরদিন দিল্লিতে ফেরার পর ১৬টি ব্যাট, প্যাড, জুতা, থাই প্যাড ও গ্লাভস চুরি হয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন মোস্তাফিজ-ওয়ার্নারেরা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাঁচটি চুরি হয়েছে ভারতীয় তরুণ ব্যাটার ইয়াশ ধুলের। ওয়ার্নার ও ফিল সল্টের তিনটি করে এবং মিচেল মার্শ দুটি ব্যাট হারিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৭ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
১১ ঘণ্টা আগে