নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গত রাতে চট্টগ্রামে এসেছে বাংলাদেশ দল। বিশ্রাম শেষে আজ সকালে অনুশীলনে নেমে পড়েছে মুমিনুল হকের দল। ১০টায় অনুশীলন সূচি থাকলেও তার বেশ আগেই মাঠে চলে আসেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
যুক্তরাষ্ট্রে থাকায় এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। এদিকে, বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দলে থাকায় চট্টগ্রাম আসেননি পরে অন্তর্ভুক্ত হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত।
বৃষ্টি বাগড়ায় অবশ্য প্রথম দিন এক ঘণ্টার বেশি নিজেদের ঝালিয়ে নিতে পারেনি বাংলাদেশ। যদিও ঘাটতি মিটিয়ে নিতে দুপুরের পর আবার অনুশীলনে নামার কথা।
ঘণ্টাখানেকের প্রস্তুতি শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাঈম হাসান। ১৫ মাস বিরতির পর আবার টেস্ট দলে ফিরেছেন নাঈম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘অদৃশ্য’ হয়ে যাওয়া সময়টা বেশ কঠিনই ছিল এ স্পিনারের।
আবার দলে ফিরতে পেরে দারুণ খুশি চট্টগ্রামের ছেলে নাঈম। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘আবার সুযোগ পেয়ে অবশ্যই খুব ভালো লাগছে। বড় ভাইদের (সিনিয়র ক্রিকেটারদের) সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে সব সময় ভালো লাগে। অনেক কিছু শেখা যায়।’
সাত টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এখনো শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ হয়নি নাঈমের। লঙ্কান ব্যাটারদের দুর্বলতা খুঁজতে ভিডিও ফুটেজ অন্যতম ভরসা তাঁর। সেই সঙ্গে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ তো আছেনই। স্বদেশি খেলোয়াড়দের শক্তিমত্তা-দুর্বলতা তাঁর চেয়ে ভালো আর কে জানেন!
বোলিং-প্রস্তুতি নিয়ে নাঈম বললেন, ‘টেস্ট ম্যাচে লম্বা সময় একটা জায়গায় বোলিং করতে হয়। তিনি (হেরাথ) দেখিয়ে দিচ্ছেন, কোথায় বল করতে হবে-না করতে হবে। ধৈর্য ধরে বোলিং করার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি সোহেল স্যারের (স্থানীয় স্পিন কোচ সোহেল ইসলাম) সঙ্গে কাজ করেছি। এটা নিয়েও তাঁর সঙ্গে কথা হয়েছে। ওদের (লঙ্কান ব্যাটারদের) ভিডিও দেখেছি। ওই হিসেবে পরিকল্পনা করছি। দলে সুযোগ পেলে অবদান রাখতে চাই।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গত রাতে চট্টগ্রামে এসেছে বাংলাদেশ দল। বিশ্রাম শেষে আজ সকালে অনুশীলনে নেমে পড়েছে মুমিনুল হকের দল। ১০টায় অনুশীলন সূচি থাকলেও তার বেশ আগেই মাঠে চলে আসেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
যুক্তরাষ্ট্রে থাকায় এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। এদিকে, বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দলে থাকায় চট্টগ্রাম আসেননি পরে অন্তর্ভুক্ত হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত।
বৃষ্টি বাগড়ায় অবশ্য প্রথম দিন এক ঘণ্টার বেশি নিজেদের ঝালিয়ে নিতে পারেনি বাংলাদেশ। যদিও ঘাটতি মিটিয়ে নিতে দুপুরের পর আবার অনুশীলনে নামার কথা।
ঘণ্টাখানেকের প্রস্তুতি শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাঈম হাসান। ১৫ মাস বিরতির পর আবার টেস্ট দলে ফিরেছেন নাঈম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘অদৃশ্য’ হয়ে যাওয়া সময়টা বেশ কঠিনই ছিল এ স্পিনারের।
আবার দলে ফিরতে পেরে দারুণ খুশি চট্টগ্রামের ছেলে নাঈম। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘আবার সুযোগ পেয়ে অবশ্যই খুব ভালো লাগছে। বড় ভাইদের (সিনিয়র ক্রিকেটারদের) সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে সব সময় ভালো লাগে। অনেক কিছু শেখা যায়।’
সাত টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এখনো শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ হয়নি নাঈমের। লঙ্কান ব্যাটারদের দুর্বলতা খুঁজতে ভিডিও ফুটেজ অন্যতম ভরসা তাঁর। সেই সঙ্গে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ তো আছেনই। স্বদেশি খেলোয়াড়দের শক্তিমত্তা-দুর্বলতা তাঁর চেয়ে ভালো আর কে জানেন!
বোলিং-প্রস্তুতি নিয়ে নাঈম বললেন, ‘টেস্ট ম্যাচে লম্বা সময় একটা জায়গায় বোলিং করতে হয়। তিনি (হেরাথ) দেখিয়ে দিচ্ছেন, কোথায় বল করতে হবে-না করতে হবে। ধৈর্য ধরে বোলিং করার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি সোহেল স্যারের (স্থানীয় স্পিন কোচ সোহেল ইসলাম) সঙ্গে কাজ করেছি। এটা নিয়েও তাঁর সঙ্গে কথা হয়েছে। ওদের (লঙ্কান ব্যাটারদের) ভিডিও দেখেছি। ওই হিসেবে পরিকল্পনা করছি। দলে সুযোগ পেলে অবদান রাখতে চাই।’

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে