Ajker Patrika

অবনমন ঠেকাল ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পারটেক্সকে হারিয়ে ব্রাদার্সের স্বস্তি। ছবি: সৌজন্য
পারটেক্সকে হারিয়ে ব্রাদার্সের স্বস্তি। ছবি: সৌজন্য

অলিখিত ফাইনালে পারটেক্সকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টিকে গেল ব্রাদার্স ইউনিয়ন। ডিপিএলের আগামী মৌসুমের টিকিট নিশ্চিত করেছে তারা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রেলিগেশন লিগের শেষ ম্যাচে ব্রাদার্স জয় পায় ১১৩ রানের বড় ব্যবধানে।

মাহফিজুল ইসলামের ৯৮ ও মাইশুকুর রহমানের ৫০ রানের ইনিংসের সৌজন্যে প্রথমে ব্যাট করে ২৯৪ তোলে ব্রাদার্স। জবাবে পারটেক্স গুটিয়ে যায় ১৮১ রানে। এই জয়ে ১৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে থেকে গেল ব্রাদার্স। পারটেক্স (৮ পয়েন্ট) ও শাইনপুকুর (২ পয়েন্ট) নেমে গেছে প্রথম বিভাগে। মাহফিজুল ৫ ছক্কা ও ১০ চারে ৯৮, মিজানুর ৪২ ও আইচ মোল্লা করেন ৪৮ রান। বল হাতে ৩টি করে উইকেট নেন রকিবুল আতিক ও অলক কাপালি।

পারটেক্সের পক্ষে লড়াই করেছেন কেবল ওপেনার আদিল। ৭৪ বলে ৮৫ এসেছে তাঁর ব্যাট থেকে। দুই অঙ্কে যেতে পারেন আর কেবল দুই ব্যাটার। প্রথম বিভাগ থেকে এবার প্রিমিয়ারে উঠেছে ঢাকা লেপার্ডস ও সিটি ক্লাব। শাইনপুকুর ও পারটেক্সকে দেখা যাবে না ডিপিএলের আগামী মৌসুমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত