Ajker Patrika

জিম্বাবুয়ের স্বপ্ন ভেঙে সিরিজ জিতল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    
৪৩ বলে হার না মানা ৭৩ রানের ইনিংসের পথে কামিল মিশারা। ছবি: এক্স
৪৩ বলে হার না মানা ৭৩ রানের ইনিংসের পথে কামিল মিশারা। ছবি: এক্স

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্নে বিভোর ছিল জিম্বাবুয়ে। কিন্তু জিম্বাবুইয়ানদের সে স্বপ্ন মাটি করে দিল চারিত আসালঙ্কার দল। শেষ টি–টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লঙ্কানরা।

জয় দিয়ে সিরিজ শুরু করেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরায় জিম্বাবুয়ে। তাই শেষ ম্যাচটি রূপ নেয় অলিখিত ফাইনালের। হারারের স্পোর্টস ক্লাব মাঠে হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের পুঁজি ১৯১ রান। এই রানকেও মামুলি বানিয়ে ফেলেন শ্রীলঙ্কার ব্যাটাররা। ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় তারা।

শ্রীলঙ্কার হয়ে ৬ চার ও ৩ ছয়ে ৪৩ বলে অপরাজিত ৭৩ রান করেন কামিল মিশারা। তাঁর সঙ্গী কুশাল পেরেরা অপরাজিত থাকেন ৪৬ রানে। ২৬ বলে ৬ চারের পাশাপাশি দুটি ছয় মারেন তিনি। এ ছাড়া পাথুম নিশাঙ্কা ৩৩ ও কুশাল মেন্ডিস করেন ৩০ রান। সফরকারীদের পতন হওয়া উইকেট দুটি নেন ব্র্যাড ইভান্স ও সিকান্দার রাজা।

এর আগে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন তাদিওনাশে মারুমানি। ২৮ রান আসে রাজার ব্যাট থেকে। রায়ান বালের অবদান ২৬ রান। শন উইলিয়ামস এনে দেন ২৩ রান। শ্রীলঙ্কার হয়ে ৩৮ রানে ৩ উইকেট নেন দুশান হেমন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত