
পাকিস্তানের কাছে হেরে ২০২৩ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে সবার আগে। এরপর বিশ্বকাপ শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেলের একাংশের চুক্তিও ফুরোচ্ছে। বিশ্বকাপ শেষে তাঁদের আর দেখা যাবে না বাংলাদেশ দলের সঙ্গে, যার মধ্যে রয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগে আজ বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে সাত ক্রিকেটার এসেছেন। গতকাল ঢাকা থেকে পুনেতে ফেরা লিটন দাস আছেন অনুশীলনে। পেসারদের মধ্যে দেখা গেছে শুধু হাসান মাহমুদকে। তবে দেখা যায়নি ডোনাল্ডকে। পেসারদের মতো তিনিও বিশ্রামে ছিলেন। অথচ গত দেড় বছরে একজন পেসার অনুশীলনে এলেও ডোনাল্ডকে মাঠে দেখা যেত। এখন সময় যত এগোচ্ছে, দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ফাস্ট বোলারের বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সময়ও ফুরিয়ে আসছে। গতকাল পুনেতে টিম মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড জানিয়ে দিয়েছেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই তাঁর বাংলাদেশের সঙ্গে শেষ। রাতে আজকের পত্রিকাকেও তা নিশ্চিত করেছেন সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার। পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে যাওয়ার ব্যাপারে উন্মুখ হয়ে আছেন বলে জানিয়েছেন তিনি।
ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং কোচ হয়েছিলেন গত বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। তাঁর অধীনে বাংলাদেশ দলের পেস আক্রমণের উন্নতি ছিল প্রশংসনীয়। তাসকিন, ইবাদত, মোস্তাফিজ, হাসানদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর অসাধারণ। সে কথা বলতে গিয়ে একটু আবেগতাড়িতই হয়ে পড়লেন ডোনাল্ড, ‘আজ ওদের (তাসকিনদের) বললাম, আমি তোমাদের ভুলতে পারব না। আমাদের যে হোয়াটসআপ গ্রুপটা ছিল, সেখানে আমরা কত ধরনের আলোচনা করেছি, মজা করেছি, আমি সত্যি ভুলতে পারব না এই ছেলেদের। এটা অসাধারণ এক যাত্রা ছিল আমার। বাংলাদেশকে ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ায় এবং পার্থক্য তৈরি করতে পারায়। তাদের প্রতি শুভকামনা। ভবিষ্যতে তাদের আরও উন্নতি দেখার অপেক্ষায় থাকব।’

পাকিস্তানের কাছে হেরে ২০২৩ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে সবার আগে। এরপর বিশ্বকাপ শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেলের একাংশের চুক্তিও ফুরোচ্ছে। বিশ্বকাপ শেষে তাঁদের আর দেখা যাবে না বাংলাদেশ দলের সঙ্গে, যার মধ্যে রয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগে আজ বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে সাত ক্রিকেটার এসেছেন। গতকাল ঢাকা থেকে পুনেতে ফেরা লিটন দাস আছেন অনুশীলনে। পেসারদের মধ্যে দেখা গেছে শুধু হাসান মাহমুদকে। তবে দেখা যায়নি ডোনাল্ডকে। পেসারদের মতো তিনিও বিশ্রামে ছিলেন। অথচ গত দেড় বছরে একজন পেসার অনুশীলনে এলেও ডোনাল্ডকে মাঠে দেখা যেত। এখন সময় যত এগোচ্ছে, দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ফাস্ট বোলারের বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সময়ও ফুরিয়ে আসছে। গতকাল পুনেতে টিম মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড জানিয়ে দিয়েছেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই তাঁর বাংলাদেশের সঙ্গে শেষ। রাতে আজকের পত্রিকাকেও তা নিশ্চিত করেছেন সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার। পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে যাওয়ার ব্যাপারে উন্মুখ হয়ে আছেন বলে জানিয়েছেন তিনি।
ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং কোচ হয়েছিলেন গত বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। তাঁর অধীনে বাংলাদেশ দলের পেস আক্রমণের উন্নতি ছিল প্রশংসনীয়। তাসকিন, ইবাদত, মোস্তাফিজ, হাসানদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর অসাধারণ। সে কথা বলতে গিয়ে একটু আবেগতাড়িতই হয়ে পড়লেন ডোনাল্ড, ‘আজ ওদের (তাসকিনদের) বললাম, আমি তোমাদের ভুলতে পারব না। আমাদের যে হোয়াটসআপ গ্রুপটা ছিল, সেখানে আমরা কত ধরনের আলোচনা করেছি, মজা করেছি, আমি সত্যি ভুলতে পারব না এই ছেলেদের। এটা অসাধারণ এক যাত্রা ছিল আমার। বাংলাদেশকে ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ায় এবং পার্থক্য তৈরি করতে পারায়। তাদের প্রতি শুভকামনা। ভবিষ্যতে তাদের আরও উন্নতি দেখার অপেক্ষায় থাকব।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১০ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১০ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১১ ঘণ্টা আগে