
বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মা দিবস। এই বিশেষ দিনে তারকা খেলোয়াড়েরা মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। মাকে নিয়ে আবেগঘন পোস্টও সামাজিকমাধ্যমে দিয়েছেন খেলোয়াড়েরা। মাকে নিয়ে তাওহীদ হৃদয়ের পোস্ট চোখে জল এনে দেওয়ার মতো।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বিকাল ৫টা ৫৮ মিনিটে মায়ের সঙ্গে ছবি দেন হৃদয়। মমতাময়ী মাকে নিয়ে আবেগঘন এক পোস্ট করেন তিনি। মায়েদের পরিশ্রম, আত্মত্যাগ ফুটে উঠেছে হৃদয়ের লেখায়। বাংলাদেশের তরুণ ক্রিকেটার লেখেন, ‘তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতোটা ত্যাগ করতে হয়, একজন মায়ের কতোটা পরিশ্রম করতে হয়, একজন মেয়ের কতোটা সৎ হতে হয়। তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান!! পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও, এ দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি। তুমি হাসি-খুশি থাক, সুস্থ থাক, প্রতিটি মোনাজাতে এটাই আমার সবথেকে বড় চাওয়া।’
কোনো এক জন্মদিনের দিন মায়ের ক্যানসারের খবর পান হৃদয়। মমতাময়ী মায়ের এমন অসুখের খবর শুনে কেমন অবস্থা হয়েছিল, সেটা দিয়েই পোস্টের শুরু করেন তিনি। হৃদয় বলেন, ‘আমার মা। আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যান্সার। সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকেই দরকার। এরপর তোমার সেই কষ্টের পুরো ঘটনা ছিল আমার চোখের সামনে। তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কত চোখের পানি ফেলেছি তার হিসাব নেই। তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি। ক্যানসারের সঙ্গে লড়াই করেছ, প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সঙ্গে লড়াই করেছি। কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা।’
শেষটা হৃদয় করেছেন এভাবে, ‘মা দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছি, ভালোবাসি মা, যেমনটা আর কখনো কাউকে বাসতে পারবো না। তোমার দোয়া ছাড়া আমি অসহায়, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। ইতি তোমার বাবা।’

বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মা দিবস। এই বিশেষ দিনে তারকা খেলোয়াড়েরা মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। মাকে নিয়ে আবেগঘন পোস্টও সামাজিকমাধ্যমে দিয়েছেন খেলোয়াড়েরা। মাকে নিয়ে তাওহীদ হৃদয়ের পোস্ট চোখে জল এনে দেওয়ার মতো।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বিকাল ৫টা ৫৮ মিনিটে মায়ের সঙ্গে ছবি দেন হৃদয়। মমতাময়ী মাকে নিয়ে আবেগঘন এক পোস্ট করেন তিনি। মায়েদের পরিশ্রম, আত্মত্যাগ ফুটে উঠেছে হৃদয়ের লেখায়। বাংলাদেশের তরুণ ক্রিকেটার লেখেন, ‘তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতোটা ত্যাগ করতে হয়, একজন মায়ের কতোটা পরিশ্রম করতে হয়, একজন মেয়ের কতোটা সৎ হতে হয়। তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান!! পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও, এ দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি। তুমি হাসি-খুশি থাক, সুস্থ থাক, প্রতিটি মোনাজাতে এটাই আমার সবথেকে বড় চাওয়া।’
কোনো এক জন্মদিনের দিন মায়ের ক্যানসারের খবর পান হৃদয়। মমতাময়ী মায়ের এমন অসুখের খবর শুনে কেমন অবস্থা হয়েছিল, সেটা দিয়েই পোস্টের শুরু করেন তিনি। হৃদয় বলেন, ‘আমার মা। আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যান্সার। সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকেই দরকার। এরপর তোমার সেই কষ্টের পুরো ঘটনা ছিল আমার চোখের সামনে। তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কত চোখের পানি ফেলেছি তার হিসাব নেই। তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি। ক্যানসারের সঙ্গে লড়াই করেছ, প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সঙ্গে লড়াই করেছি। কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা।’
শেষটা হৃদয় করেছেন এভাবে, ‘মা দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছি, ভালোবাসি মা, যেমনটা আর কখনো কাউকে বাসতে পারবো না। তোমার দোয়া ছাড়া আমি অসহায়, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। ইতি তোমার বাবা।’

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে