
বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত সুযোগ পাওয়ার পর থেকেই চলছে তুমুল আলোচনা। সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রলিংও হচ্ছিল তাঁকে নিয়ে। আজ শান্তকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি এও বলেছেন, তাঁদের পাইপলাইনে সমস্যা নেই।
শান্তকে দলে নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের বহুল প্রচলিত ‘ডানহাতি-বাঁহাতি তত্ত্বের’ কথা বলেছেন পাপন। উদাহরণ হিসেবে সৌম্য সরকারের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। আজ সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘এখন সৌম্য ও শান্তর কথা বললে একটা সাধারণ ব্যাপার আমাদের দেশে যেটা হয় যে ডানহাতি-বাঁহাতি অপশন। তামিম যেহেতু খেলছে না, তাহলে এই দুটি বিকল্পই আছে। এখন যদি লেফট-রাইট অপশনে খেলাতে হয়, তাহলে অভিজ্ঞতার বিচারে সৌম্য এগিয়ে। কিন্তু সে তো এত দিন আমাদের জাতীয় দলের সঙ্গেই নেই। হঠাৎ করে কীভাবে খেলবে। এ দিকে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে শান্তর। এখন অস্ট্রেলিয়ায় যদি অভিজ্ঞতার দরকার হয় তাহলে এই অপশন (শান্ত) রইল।’
বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ নয়—এ আলোচনা নতুন নয়। একজন খেলোয়াড় ব্যর্থ হলে তাঁর জায়গায় সুযোগ পান এমন খেলোয়াড়, যিনি আগেও বাদ পড়েছিলেন ভালো না করায়। বর্তমান দলে সাব্বির রহমান-শান্তই এর বড় উদাহরণ। পাইপলাইন সমৃদ্ধ না থাকার কারণেই নির্বাচক, টিম ম্যানেজমেন্টকে ফের একজন ব্যর্থ খেলোয়াড়কেই সুযোগ দিতে হচ্ছে। এ প্রসঙ্গে পাইপলাইনে কোনো সমস্যা দেখছেন না পাপন, ‘এত দিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই। এবার তো সাকিবও খেলল না। নতুন কোচ এসে দেখতে চাচ্ছে। সবাইকে দিয়েই চেষ্টা চালাচ্ছে। ওই সময় লিটন-রাব্বি-সোহানদের চোট ছিল, উপায় ছিল না। অন্যরা খেলেছে। ওদের দেখে মনে হয়েছে ওদের সম্ভাবনা আছে।’

বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত সুযোগ পাওয়ার পর থেকেই চলছে তুমুল আলোচনা। সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রলিংও হচ্ছিল তাঁকে নিয়ে। আজ শান্তকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি এও বলেছেন, তাঁদের পাইপলাইনে সমস্যা নেই।
শান্তকে দলে নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের বহুল প্রচলিত ‘ডানহাতি-বাঁহাতি তত্ত্বের’ কথা বলেছেন পাপন। উদাহরণ হিসেবে সৌম্য সরকারের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। আজ সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘এখন সৌম্য ও শান্তর কথা বললে একটা সাধারণ ব্যাপার আমাদের দেশে যেটা হয় যে ডানহাতি-বাঁহাতি অপশন। তামিম যেহেতু খেলছে না, তাহলে এই দুটি বিকল্পই আছে। এখন যদি লেফট-রাইট অপশনে খেলাতে হয়, তাহলে অভিজ্ঞতার বিচারে সৌম্য এগিয়ে। কিন্তু সে তো এত দিন আমাদের জাতীয় দলের সঙ্গেই নেই। হঠাৎ করে কীভাবে খেলবে। এ দিকে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে শান্তর। এখন অস্ট্রেলিয়ায় যদি অভিজ্ঞতার দরকার হয় তাহলে এই অপশন (শান্ত) রইল।’
বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ নয়—এ আলোচনা নতুন নয়। একজন খেলোয়াড় ব্যর্থ হলে তাঁর জায়গায় সুযোগ পান এমন খেলোয়াড়, যিনি আগেও বাদ পড়েছিলেন ভালো না করায়। বর্তমান দলে সাব্বির রহমান-শান্তই এর বড় উদাহরণ। পাইপলাইন সমৃদ্ধ না থাকার কারণেই নির্বাচক, টিম ম্যানেজমেন্টকে ফের একজন ব্যর্থ খেলোয়াড়কেই সুযোগ দিতে হচ্ছে। এ প্রসঙ্গে পাইপলাইনে কোনো সমস্যা দেখছেন না পাপন, ‘এত দিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই। এবার তো সাকিবও খেলল না। নতুন কোচ এসে দেখতে চাচ্ছে। সবাইকে দিয়েই চেষ্টা চালাচ্ছে। ওই সময় লিটন-রাব্বি-সোহানদের চোট ছিল, উপায় ছিল না। অন্যরা খেলেছে। ওদের দেখে মনে হয়েছে ওদের সম্ভাবনা আছে।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৪ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৮ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৮ ঘণ্টা আগে