নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় চার দিনের ম্যাচেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারছে না বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান। অনেকটা একাই লড়ছেন সাইফ হাসান। তিনে নামা এই ব্যাটার ২১৭ বল খেলে ৬৩ রানে অপরাজিত আছেন।
২৩ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন সাইফ। গতকাল দ্বিতীয় দিনে ফিফটি করেন তিনি। দ্বিতীয় দিনে বাংলাদেশ ৪ উইকেট হারিয়েছে। এক প্রান্তে অবিচল ছিলেন সাইফ। প্রায় পাঁচ ঘণ্টা ওয়েস্ট এ দলের বোলারদের পরীক্ষা নিয়েছেন তিনি। ৬টি চার আর ১টি ছয়ে সাইফ ইনিংসটি সাজিয়েছেন।
প্রথম দিনের মতো বৃষ্টির বাধা ছিল গতকাল দ্বিতীয় দিনেও। খেলা শুরু হয় মধ্যাহ্নভোজের পরে। দ্বিতীয় সেশনের শুরুতেই আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম। উইকেটকিপার জাকের আলী ১৬ বলে ০ রানে অপরাজিত। এর আগে ৩৪ ওভারে ১ উইকেটে ৬৯ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ ‘এ’ দল। কাল সারা দিনে ৫০ ওভারের খেলা হয়েছে। এ সময় ৪ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে মোহাম্মদ মিঠুনের দল।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের আগে খেলা শুরু হয়নি। তবে খেলা শুরুর পর বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। ১১৮ বলে তাঁর লড়াকু ২৫ রানের সমাপ্তি ঘটান পেসার অ্যান্ডারসন ফিলিপে। সাইফ ও সাদমান জুটি করেন ৪৫ রান। ৭৪ রানে ২ উইকেট হারানো দলকে শক্ত অবস্থানে নিতে পারেননি ফজলে মাহমুদ-মোহাম্মদ মিঠুনরা। ফজলে মাহমুদ ৪৭ বলে ১৪ রানে আউট হন। এরপর দলীয় ১২৮ রানে ফিরে যান অধিনায়ক মিঠুন। ১৪ বলে ১৪ রান করেন তিনি।
দলীয় ১৪৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন জাকির হাসান। ৫৬ বলে ১৫ রান করেন তিনি। দিনের শেষ অংশটায় সাইফকে সঙ্গ দেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৪১ বলে ৯ রান। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাঁহাতি পেসার কলিন আর্চিবল্ড দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রানে ৩ উইকেট নেন।

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় চার দিনের ম্যাচেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারছে না বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান। অনেকটা একাই লড়ছেন সাইফ হাসান। তিনে নামা এই ব্যাটার ২১৭ বল খেলে ৬৩ রানে অপরাজিত আছেন।
২৩ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন সাইফ। গতকাল দ্বিতীয় দিনে ফিফটি করেন তিনি। দ্বিতীয় দিনে বাংলাদেশ ৪ উইকেট হারিয়েছে। এক প্রান্তে অবিচল ছিলেন সাইফ। প্রায় পাঁচ ঘণ্টা ওয়েস্ট এ দলের বোলারদের পরীক্ষা নিয়েছেন তিনি। ৬টি চার আর ১টি ছয়ে সাইফ ইনিংসটি সাজিয়েছেন।
প্রথম দিনের মতো বৃষ্টির বাধা ছিল গতকাল দ্বিতীয় দিনেও। খেলা শুরু হয় মধ্যাহ্নভোজের পরে। দ্বিতীয় সেশনের শুরুতেই আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম। উইকেটকিপার জাকের আলী ১৬ বলে ০ রানে অপরাজিত। এর আগে ৩৪ ওভারে ১ উইকেটে ৬৯ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ ‘এ’ দল। কাল সারা দিনে ৫০ ওভারের খেলা হয়েছে। এ সময় ৪ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে মোহাম্মদ মিঠুনের দল।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের আগে খেলা শুরু হয়নি। তবে খেলা শুরুর পর বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। ১১৮ বলে তাঁর লড়াকু ২৫ রানের সমাপ্তি ঘটান পেসার অ্যান্ডারসন ফিলিপে। সাইফ ও সাদমান জুটি করেন ৪৫ রান। ৭৪ রানে ২ উইকেট হারানো দলকে শক্ত অবস্থানে নিতে পারেননি ফজলে মাহমুদ-মোহাম্মদ মিঠুনরা। ফজলে মাহমুদ ৪৭ বলে ১৪ রানে আউট হন। এরপর দলীয় ১২৮ রানে ফিরে যান অধিনায়ক মিঠুন। ১৪ বলে ১৪ রান করেন তিনি।
দলীয় ১৪৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন জাকির হাসান। ৫৬ বলে ১৫ রান করেন তিনি। দিনের শেষ অংশটায় সাইফকে সঙ্গ দেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৪১ বলে ৯ রান। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাঁহাতি পেসার কলিন আর্চিবল্ড দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রানে ৩ উইকেট নেন।

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৩ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে