নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় চার দিনের ম্যাচেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারছে না বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান। অনেকটা একাই লড়ছেন সাইফ হাসান। তিনে নামা এই ব্যাটার ২১৭ বল খেলে ৬৩ রানে অপরাজিত আছেন।
২৩ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন সাইফ। গতকাল দ্বিতীয় দিনে ফিফটি করেন তিনি। দ্বিতীয় দিনে বাংলাদেশ ৪ উইকেট হারিয়েছে। এক প্রান্তে অবিচল ছিলেন সাইফ। প্রায় পাঁচ ঘণ্টা ওয়েস্ট এ দলের বোলারদের পরীক্ষা নিয়েছেন তিনি। ৬টি চার আর ১টি ছয়ে সাইফ ইনিংসটি সাজিয়েছেন।
প্রথম দিনের মতো বৃষ্টির বাধা ছিল গতকাল দ্বিতীয় দিনেও। খেলা শুরু হয় মধ্যাহ্নভোজের পরে। দ্বিতীয় সেশনের শুরুতেই আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম। উইকেটকিপার জাকের আলী ১৬ বলে ০ রানে অপরাজিত। এর আগে ৩৪ ওভারে ১ উইকেটে ৬৯ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ ‘এ’ দল। কাল সারা দিনে ৫০ ওভারের খেলা হয়েছে। এ সময় ৪ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে মোহাম্মদ মিঠুনের দল।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের আগে খেলা শুরু হয়নি। তবে খেলা শুরুর পর বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। ১১৮ বলে তাঁর লড়াকু ২৫ রানের সমাপ্তি ঘটান পেসার অ্যান্ডারসন ফিলিপে। সাইফ ও সাদমান জুটি করেন ৪৫ রান। ৭৪ রানে ২ উইকেট হারানো দলকে শক্ত অবস্থানে নিতে পারেননি ফজলে মাহমুদ-মোহাম্মদ মিঠুনরা। ফজলে মাহমুদ ৪৭ বলে ১৪ রানে আউট হন। এরপর দলীয় ১২৮ রানে ফিরে যান অধিনায়ক মিঠুন। ১৪ বলে ১৪ রান করেন তিনি।
দলীয় ১৪৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন জাকির হাসান। ৫৬ বলে ১৫ রান করেন তিনি। দিনের শেষ অংশটায় সাইফকে সঙ্গ দেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৪১ বলে ৯ রান। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাঁহাতি পেসার কলিন আর্চিবল্ড দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রানে ৩ উইকেট নেন।

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় চার দিনের ম্যাচেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারছে না বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান। অনেকটা একাই লড়ছেন সাইফ হাসান। তিনে নামা এই ব্যাটার ২১৭ বল খেলে ৬৩ রানে অপরাজিত আছেন।
২৩ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন সাইফ। গতকাল দ্বিতীয় দিনে ফিফটি করেন তিনি। দ্বিতীয় দিনে বাংলাদেশ ৪ উইকেট হারিয়েছে। এক প্রান্তে অবিচল ছিলেন সাইফ। প্রায় পাঁচ ঘণ্টা ওয়েস্ট এ দলের বোলারদের পরীক্ষা নিয়েছেন তিনি। ৬টি চার আর ১টি ছয়ে সাইফ ইনিংসটি সাজিয়েছেন।
প্রথম দিনের মতো বৃষ্টির বাধা ছিল গতকাল দ্বিতীয় দিনেও। খেলা শুরু হয় মধ্যাহ্নভোজের পরে। দ্বিতীয় সেশনের শুরুতেই আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম। উইকেটকিপার জাকের আলী ১৬ বলে ০ রানে অপরাজিত। এর আগে ৩৪ ওভারে ১ উইকেটে ৬৯ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ ‘এ’ দল। কাল সারা দিনে ৫০ ওভারের খেলা হয়েছে। এ সময় ৪ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে মোহাম্মদ মিঠুনের দল।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের আগে খেলা শুরু হয়নি। তবে খেলা শুরুর পর বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। ১১৮ বলে তাঁর লড়াকু ২৫ রানের সমাপ্তি ঘটান পেসার অ্যান্ডারসন ফিলিপে। সাইফ ও সাদমান জুটি করেন ৪৫ রান। ৭৪ রানে ২ উইকেট হারানো দলকে শক্ত অবস্থানে নিতে পারেননি ফজলে মাহমুদ-মোহাম্মদ মিঠুনরা। ফজলে মাহমুদ ৪৭ বলে ১৪ রানে আউট হন। এরপর দলীয় ১২৮ রানে ফিরে যান অধিনায়ক মিঠুন। ১৪ বলে ১৪ রান করেন তিনি।
দলীয় ১৪৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন জাকির হাসান। ৫৬ বলে ১৫ রান করেন তিনি। দিনের শেষ অংশটায় সাইফকে সঙ্গ দেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৪১ বলে ৯ রান। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাঁহাতি পেসার কলিন আর্চিবল্ড দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রানে ৩ উইকেট নেন।

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
১৯ মিনিট আগে
ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
২ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
৩ ঘণ্টা আগে