
পয়েন্ট কাটাকাটির মারপ্যাঁচে জুভেন্টাসের পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শেষ হয়ে যায় আগেই। তবু ইউরোপা লিগে খেলার সম্ভাবনা ছিল জুভেন্টাসের। গতকাল ম্যাচ জিতলেও শেষ সুযোগটুকু হাতছাড়া হয়ে যায় তুরিনের বুড়িদের।
গতকাল ছিল ২০২২-২৩ মৌসুমের সিরি আ এর শেষ দিন। শেষ দিনের ম্যাচের আগে ৫৯ পয়েন্ট নিয়ে সাতে ছিল জুভেন্টাস। ৬১ ও ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে ছিল আতালান্তা ও রোমা। পাঁচ ও ছয়ে থাকা দল দুটি খেলতে পারবে পরের মৌসুমের ইউরোপা লিগ। ফেডেরিকো চিয়েসার গোলে জুভেন্টাস ১-০ গোলের জয় পায় উদিনেসের বিপক্ষে। তুরিনের বুড়িদের তখন পয়েন্ট হয়েছে ৬২। আতালান্তা, রোমা-দুটো দল পয়েন্ট হারালেই জুভেন্টাস খেলতে পারত ইউরোপা লিগ। শেষ পর্যন্ত ইউরোপা লিগেও জায়গা হয়নি তুরিনের বুড়িদের। গিউইস স্টেডিয়ামে মোনজাকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে আতালান্তা। আর অলিম্পিকো স্টেডিয়ামে স্পেজিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পায় রোমা। ৬৪ ও ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ ও ছয়ে থেকে মৌসুম শেষ করে আতালান্তা ও রোমা। ৬২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা জুভেন্টাসের খেলতে হবে ইউরোপা কনফারেন্স লিগ।
আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়েছে নাপোলি, লাৎসিও এবং দুই মিলানের। ৩৩ বছর পর এবার সিরি আ চ্যাম্পিয়ন হয়েছে নেপলস। ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও, তিনে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭২ ও ৭০ পয়েন্ট নিয়ে চারে আছে এসি মিলান। এই চার দলই শেষ ম্যাচ জিতে মৌসুম শেষ করেছে।
২০২২-২৩ সিরি আ এর সেরা সাত দল:
নাপোলি: ৯০
লাৎসিও: ৭৪
ইন্টার মিলান: ৭২
এসি মিলান: ৭০
আতালান্তা: ৬৪
রোমা: ৬৩
জুভেন্টাস: ৬২

পয়েন্ট কাটাকাটির মারপ্যাঁচে জুভেন্টাসের পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শেষ হয়ে যায় আগেই। তবু ইউরোপা লিগে খেলার সম্ভাবনা ছিল জুভেন্টাসের। গতকাল ম্যাচ জিতলেও শেষ সুযোগটুকু হাতছাড়া হয়ে যায় তুরিনের বুড়িদের।
গতকাল ছিল ২০২২-২৩ মৌসুমের সিরি আ এর শেষ দিন। শেষ দিনের ম্যাচের আগে ৫৯ পয়েন্ট নিয়ে সাতে ছিল জুভেন্টাস। ৬১ ও ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে ছিল আতালান্তা ও রোমা। পাঁচ ও ছয়ে থাকা দল দুটি খেলতে পারবে পরের মৌসুমের ইউরোপা লিগ। ফেডেরিকো চিয়েসার গোলে জুভেন্টাস ১-০ গোলের জয় পায় উদিনেসের বিপক্ষে। তুরিনের বুড়িদের তখন পয়েন্ট হয়েছে ৬২। আতালান্তা, রোমা-দুটো দল পয়েন্ট হারালেই জুভেন্টাস খেলতে পারত ইউরোপা লিগ। শেষ পর্যন্ত ইউরোপা লিগেও জায়গা হয়নি তুরিনের বুড়িদের। গিউইস স্টেডিয়ামে মোনজাকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে আতালান্তা। আর অলিম্পিকো স্টেডিয়ামে স্পেজিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পায় রোমা। ৬৪ ও ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ ও ছয়ে থেকে মৌসুম শেষ করে আতালান্তা ও রোমা। ৬২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা জুভেন্টাসের খেলতে হবে ইউরোপা কনফারেন্স লিগ।
আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়েছে নাপোলি, লাৎসিও এবং দুই মিলানের। ৩৩ বছর পর এবার সিরি আ চ্যাম্পিয়ন হয়েছে নেপলস। ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও, তিনে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭২ ও ৭০ পয়েন্ট নিয়ে চারে আছে এসি মিলান। এই চার দলই শেষ ম্যাচ জিতে মৌসুম শেষ করেছে।
২০২২-২৩ সিরি আ এর সেরা সাত দল:
নাপোলি: ৯০
লাৎসিও: ৭৪
ইন্টার মিলান: ৭২
এসি মিলান: ৭০
আতালান্তা: ৬৪
রোমা: ৬৩
জুভেন্টাস: ৬২

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে