Ajker Patrika

লর্ডসে ইফতার করে উচ্ছ্বসিত মরগানরা 

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২০: ১০
লর্ডসে ইফতার করে উচ্ছ্বসিত মরগানরা 

পূর্ব ঘোষণা অনুযায়ী মুসলিম ক্রিকেটারদের সঙ্গ ভ্রাতৃত্ববোধ আরও মজবুত করতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইফতারের আয়োজন করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গতকাল ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে এই ইফতারের আয়োজন করেছিল ইসিবি।

ব্রিটিশ–পাকিস্তানি বংশোদ্ভূত কমেডিয়ান, অভিনেতা ও লেখক আতিফ নওয়াজ এই ইফতার অনুষ্ঠানে উপস্থাপনা করেন। নিজের একটি ছবি পোস্ট করে  টুইটে নওয়াজ লিখেছেন, ‘লর্ডসের লং রুমে ইসিবির প্রথম ইফতার অনুষ্ঠানে এই লোকটা উপস্থাপনা করবে। কী দারুণ সম্মান!’

ইংলিশ বোর্ডের এই আয়োজন বিশ্ব ক্রিকেট বেশ প্রশংসা আদায় করে নিয়েছে। ইসিবি এমন আয়োজনের অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ইংল্যান্ডের রঙিন পোশাকের অধিনায়ক এউইন মরগান। আজ এক টুইট বার্তায় ইংলিশ অধিনায়ক লিখেছেন ‘সত্যিই কালকের সন্ধ্যাটা ছিল বেশ উপভোগ্য, প্রথমবারের মতো ইফতার আয়োজন করা হল এখানে। রামাদান কারিম।’

ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন আজিম রফিক, ইয়র্কশায়ারে খেলার সময় যাকে বর্ণবাদের শিকার হতে হয়েছিল।  আজিম রফিক বর্ণবাদের ভয়াবহ অভিযোগ তোলার পর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ইসিবি। লর্ডসে ইফতার অনুষ্ঠান তারই অংশ বলেই মনে করছেন অনেকে। তবে এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে রফিক।

এই আয়োজন নিয়ে তিনি  টুইটারে লিখেছেন, ‘বিগত বছরগুলোতে অনেক ইফতারে আমি অংশ নিয়েছি। কিন্তু গতকাল লর্ডসের লং রুমের এই ইফতার আমার আজীবন মনে থাকবে। আমাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ। সম্মানিত বোধ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত