
যুব ওয়ানডে বিশ্বকাপের আসল লড়াই থেকে আগেই ছিটকে গেছে পাকিস্তান-শ্রীলঙ্কা। গত রাতে দুই দল মুখোমুখি হয়েছিল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। সেখানে শ্রীলঙ্কা যুবাদের ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে পাকিস্তান যুবারা। তবে এই ম্যাচে দুই দলের জয়-পরাজয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রে পাকিস্তান অধিনায়ক কাসিম আকরাম। অনন্য এক রেকর্ডে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার।
ব্যাটিংয়ে অপরাজিত ১৩৫ রানের ইনিংসের সঙ্গে বোলিংয়েও স্পিন ঘূর্ণিতে শ্রীলঙ্কান ব্যাটারদের কাবু করে ৫ উইকেট শিকার করেন কাসিম। ৪৫ বছরের যুব ওয়ানডে ইতিহাসে ব্যাটে-বলে কাসিমের এমন কীর্তি গড়তে পারেননি আর কেউ। গত রাতে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কাসিমের অলরাউন্ড পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে একপ্রকার উড়িয়ে দেয় পাকিস্তান যুবারা। প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ৩ উইকেটে ৩৬৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
তিনে নেমে শ্রীলঙ্কান বোলারদের ওপর স্টিমরোলার চালিয়ে ৮০ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১৩৫ রানে অপরাজিত থাকেন কাসিম। এবারের যুব বিশ্বকাপে ব্যাটিংয়ে রান পাননি তিনি। দলও ভালো করতে পারেনি প্রত্যাশা অনুযায়ী। গতকালের ইনিংসের আগের পাঁচ ম্যাচে মোটে ৬৮ রান আসে পাকিস্তান অধিনায়কের ব্যাট থেকে। শ্রীলঙ্কান যুবাদের উড়িয়ে দিতে দ্বিতীয় উইকেটে ওপেনার হাসেবুল্লাহ খানের সঙ্গে ২২৯ রানের জুটি গড়েন কাসিম। ১৫১ বলে ৯ চার ও ২ ছক্কায় ১৩৬ রান করেন হাসেবুল্লাহ।
দিনটাই যেন ছিল কাসিমের, না হলে শ্রীলঙ্কান যুবাদের প্রথম পাঁচ ব্যাটারের পাঁচজনই কীভাবে কাসিমের শিকারে পরিণত হন? আর তাতে ৩৬৬ রানের পাহাড়সম লক্ষ্যটা শ্রীলঙ্কার জন্য ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৭ রান খরচে ৫ উইকেট নেন কাসিম। শেষ পর্যন্ত ৩৪.২ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে ২৩৮ রানে ম্যাচ হারে শ্রীলঙ্কা।

যুব ওয়ানডে বিশ্বকাপের আসল লড়াই থেকে আগেই ছিটকে গেছে পাকিস্তান-শ্রীলঙ্কা। গত রাতে দুই দল মুখোমুখি হয়েছিল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। সেখানে শ্রীলঙ্কা যুবাদের ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে পাকিস্তান যুবারা। তবে এই ম্যাচে দুই দলের জয়-পরাজয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রে পাকিস্তান অধিনায়ক কাসিম আকরাম। অনন্য এক রেকর্ডে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার।
ব্যাটিংয়ে অপরাজিত ১৩৫ রানের ইনিংসের সঙ্গে বোলিংয়েও স্পিন ঘূর্ণিতে শ্রীলঙ্কান ব্যাটারদের কাবু করে ৫ উইকেট শিকার করেন কাসিম। ৪৫ বছরের যুব ওয়ানডে ইতিহাসে ব্যাটে-বলে কাসিমের এমন কীর্তি গড়তে পারেননি আর কেউ। গত রাতে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কাসিমের অলরাউন্ড পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে একপ্রকার উড়িয়ে দেয় পাকিস্তান যুবারা। প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ৩ উইকেটে ৩৬৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
তিনে নেমে শ্রীলঙ্কান বোলারদের ওপর স্টিমরোলার চালিয়ে ৮০ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১৩৫ রানে অপরাজিত থাকেন কাসিম। এবারের যুব বিশ্বকাপে ব্যাটিংয়ে রান পাননি তিনি। দলও ভালো করতে পারেনি প্রত্যাশা অনুযায়ী। গতকালের ইনিংসের আগের পাঁচ ম্যাচে মোটে ৬৮ রান আসে পাকিস্তান অধিনায়কের ব্যাট থেকে। শ্রীলঙ্কান যুবাদের উড়িয়ে দিতে দ্বিতীয় উইকেটে ওপেনার হাসেবুল্লাহ খানের সঙ্গে ২২৯ রানের জুটি গড়েন কাসিম। ১৫১ বলে ৯ চার ও ২ ছক্কায় ১৩৬ রান করেন হাসেবুল্লাহ।
দিনটাই যেন ছিল কাসিমের, না হলে শ্রীলঙ্কান যুবাদের প্রথম পাঁচ ব্যাটারের পাঁচজনই কীভাবে কাসিমের শিকারে পরিণত হন? আর তাতে ৩৬৬ রানের পাহাড়সম লক্ষ্যটা শ্রীলঙ্কার জন্য ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৭ রান খরচে ৫ উইকেট নেন কাসিম। শেষ পর্যন্ত ৩৪.২ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে ২৩৮ রানে ম্যাচ হারে শ্রীলঙ্কা।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে