ক্রীড়া ডেস্ক

১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আজ এক বিবৃতিতে প্রকাশ করেছে সিরিজের সূচি। ১৭ জুন গলে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) ২৫ জুন সিরিজের শেষ টেস্ট শুরু হবে।
টেস্ট সিরিজ শেষে দুই দল সীমিত ওভারের ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে। কলম্বোর প্রেমাদাসায় ২ ও ৫ জুলাই হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। পাল্লেকেলেতে সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে ৮ জুলাই। একই মাঠে ১০ জুলাই শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও প্রেমাদাসায় হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ সবশেষ হয়েছে ২০২৪-এর মার্চে। বাংলাদেশে হওয়া সেই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুই টি-টোয়েন্টি হয়েছে। ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আর টি-টোয়েন্টি, টেস্ট-এই দুই সিরিজ জিতেছে লঙ্কানরা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি
টেস্ট সিরিজ
তারিখ ভেন্যু
প্রথম টেস্ট ১৭ জুন গল
দ্বিতীয় টেস্ট ২৫ জুন কলম্বো (এসএসসি)
ওয়ানডে সিরিজ
তারিখ ভেন্যু
প্রথম ওয়ানডে ২ জুলাই কলম্বো (প্রেমাদাসা)
দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই কলম্বো (প্রেমাদাসা)
তৃতীয় ওয়ানডে ৮ জুলাই পাল্লেকেলে
টি-টোয়েন্টি সিরিজ
তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ১০ জুলাই পাল্লেকেলে
দ্বিতীয় টি-টোয়েন্টি ১৩ জুলাই ডাম্বুলা
তৃতীয় টি-টোয়েন্টি ১৬ জুলাই কলম্বো (প্রেমাদাসা)

১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আজ এক বিবৃতিতে প্রকাশ করেছে সিরিজের সূচি। ১৭ জুন গলে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) ২৫ জুন সিরিজের শেষ টেস্ট শুরু হবে।
টেস্ট সিরিজ শেষে দুই দল সীমিত ওভারের ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে। কলম্বোর প্রেমাদাসায় ২ ও ৫ জুলাই হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। পাল্লেকেলেতে সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে ৮ জুলাই। একই মাঠে ১০ জুলাই শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও প্রেমাদাসায় হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ সবশেষ হয়েছে ২০২৪-এর মার্চে। বাংলাদেশে হওয়া সেই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুই টি-টোয়েন্টি হয়েছে। ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আর টি-টোয়েন্টি, টেস্ট-এই দুই সিরিজ জিতেছে লঙ্কানরা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি
টেস্ট সিরিজ
তারিখ ভেন্যু
প্রথম টেস্ট ১৭ জুন গল
দ্বিতীয় টেস্ট ২৫ জুন কলম্বো (এসএসসি)
ওয়ানডে সিরিজ
তারিখ ভেন্যু
প্রথম ওয়ানডে ২ জুলাই কলম্বো (প্রেমাদাসা)
দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই কলম্বো (প্রেমাদাসা)
তৃতীয় ওয়ানডে ৮ জুলাই পাল্লেকেলে
টি-টোয়েন্টি সিরিজ
তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ১০ জুলাই পাল্লেকেলে
দ্বিতীয় টি-টোয়েন্টি ১৩ জুলাই ডাম্বুলা
তৃতীয় টি-টোয়েন্টি ১৬ জুলাই কলম্বো (প্রেমাদাসা)

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৪ ঘণ্টা আগে