Ajker Patrika

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ মে ২০২৫, ১৭: ৫৪
বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ
এ বছরের জুন-জুলাইয়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ছবি: ক্রিকইনফো

১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আজ এক বিবৃতিতে প্রকাশ করেছে সিরিজের সূচি। ১৭ জুন গলে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) ২৫ জুন সিরিজের শেষ টেস্ট শুরু হবে।

টেস্ট সিরিজ শেষে দুই দল সীমিত ওভারের ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে। কলম্বোর প্রেমাদাসায় ২ ও ৫ জুলাই হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। পাল্লেকেলেতে সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে ৮ জুলাই। একই মাঠে ১০ জুলাই শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও প্রেমাদাসায় হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ সবশেষ হয়েছে ২০২৪-এর মার্চে। বাংলাদেশে হওয়া সেই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুই টি-টোয়েন্টি হয়েছে। ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আর টি-টোয়েন্টি, টেস্ট-এই দুই সিরিজ জিতেছে লঙ্কানরা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি

টেস্ট সিরিজ

তারিখ ভেন্যু

প্রথম টেস্ট ১৭ জুন গল

দ্বিতীয় টেস্ট ২৫ জুন কলম্বো (এসএসসি)

ওয়ানডে সিরিজ

তারিখ ভেন্যু

প্রথম ওয়ানডে ২ জুলাই কলম্বো (প্রেমাদাসা)

দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই কলম্বো (প্রেমাদাসা)

তৃতীয় ওয়ানডে ৮ জুলাই পাল্লেকেলে

টি-টোয়েন্টি সিরিজ

তারিখ ভেন্যু

প্রথম টি-টোয়েন্টি ১০ জুলাই পাল্লেকেলে

দ্বিতীয় টি-টোয়েন্টি ১৩ জুলাই ডাম্বুলা

তৃতীয় টি-টোয়েন্টি ১৬ জুলাই কলম্বো (প্রেমাদাসা)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত