
২০২৩ বিশ্বকাপকে যেন রূপকথার গল্প লেখার জন্য বেছে নিয়েছে আফগানিস্তান। ইংল্যান্ডকে হারানোর পর গতকাল চেন্নাইতে পাকিস্তানকে হেসেখেলে হারিয়ে দিয়েছে আফগানরা। তাতে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে এখন হাশমাতুল্লাহ শাহিদির আফগানিস্তান। আর পাকিস্তানকে হারানোর দিনে মোহাম্মদ নবী স্মরণ করেছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের কথা।
৭ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হয় আফগানিস্তানের। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করা আফগানদের একটা পর্যায়ে স্কোর ছিল ২ উইকেটে ১১২ রান। সেখান থেকে হঠাৎ ধসে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা। রান তাড়া করতে নামা বাংলাদেশ ৯২ বল হাতে রেখে ৬ উইকেটের বিশাল জয় পায়। টুর্নামেন্টের শুরুতে বড় ব্যবধানে পরাজয়ে নেট রানরেটে বিশাল ধাক্কা খায় আফগানিস্তান। নবীর মতে, সেই ম্যাচ আফগানদের জেতা উচিত ছিল। বাংলাদেশকে হারালে ৬ পয়েন্ট নিয়ে আফগানিস্তান এখন পয়েন্ট তালিকার সেরা চারে থাকত। গতকাল ম্যাচ শেষে সম্প্রচারকদের আফগান অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ হারা উচিত ছিল না। তবে এখন তো অর্ধেক পেরিয়ে গেছে। আমাদের এখন ৪ পয়েন্ট।’
ওয়ানডেতে পাকিস্তান ধাঁধার সমাধান যেন কিছুতেই করতে পারছিল না আফগানিস্তান। ২০১৮ এশিয়া কাপ, ২০১৯ বিশ্বকাপ, এ বছরের দ্বিপাক্ষিক সিরিজ—সব জায়গাতেই রয়েছে আফগানদের তীরে এসে তরি ডোবার গল্প। অবশেষে গতকাল ওয়ানডেতে মুখোমুখি হওয়া অষ্টম ম্যাচে আফগানরা পেয়েছে ৮ উইকেটের বিশাল জয়। পাকিস্তানকে হারানো আফগানদের জন্য স্মরণীয় এক মুহূর্ত বলে মনে করেন নবী। আফগান অলরাউন্ডার বলেন, ‘পুরো আফগানিস্তানের জন্য এটা বড় এক মুহূর্ত। ১০-১২ বছর ধরে এমন এক মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। পাকিস্তানের বিপক্ষে বড় ইভেন্টে জয়ের চেষ্টা করছিলাম। গত তিন মাসে আমরা কঠোর পরিশ্রম করেছি। এটা অনেক স্মরণীয় এক মুহূর্ত। দীর্ঘদিন ধরে এই জয়ের ব্যাপারে আশা ছিল। ২০১২ সালে আমরা প্রথমবার মুখোমুখি হই। এরপর এশিয়া কাপ ও ২০১৯ বিশ্বকাপ। পাকিস্তানের বিপক্ষে অনেক ম্যাচে দারুণ প্রতিযোগিতা হয়েছে।’
পাকিস্তান মিশনের পর আফগানিস্তানের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৩০ অক্টোবর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে লঙ্কানদের মুখোমুখি হবে আফগানরা। যেখানে ওয়ানডেতে শ্রীলঙ্কা-আফগানিস্তান মুখোমুখি হয়েছে ১১ ম্যাচে। আফগানদের জয় ৩ ম্যাচে, শ্রীলঙ্কা জিতেছে ৭ ম্যাচে আর ১ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। আর ২০১৮ এশিয়া কাপে লঙ্কানদের ৯১ রানে হারিয়েছিল আফগানরা। এরপর ২০১৯ বিশ্বকাপ, ২০২৩ এশিয়া কাপ—দুটো ম্যাচে আফগানরা হারলেও লঙ্কানদের সঙ্গে দারুণ লড়াই হয়েছে। এ সবই যেন আশাবাদী করছে নবীকে। আফগান অলরাউন্ডার বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে এখন কঠিন লড়াই করব। যে সমর্থন আমরা আজ পেয়েছি, তাতে আমরা মুগ্ধ। আশা করি পুনেতেও আমরা সেটা পাব।’

২০২৩ বিশ্বকাপকে যেন রূপকথার গল্প লেখার জন্য বেছে নিয়েছে আফগানিস্তান। ইংল্যান্ডকে হারানোর পর গতকাল চেন্নাইতে পাকিস্তানকে হেসেখেলে হারিয়ে দিয়েছে আফগানরা। তাতে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে এখন হাশমাতুল্লাহ শাহিদির আফগানিস্তান। আর পাকিস্তানকে হারানোর দিনে মোহাম্মদ নবী স্মরণ করেছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের কথা।
৭ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হয় আফগানিস্তানের। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করা আফগানদের একটা পর্যায়ে স্কোর ছিল ২ উইকেটে ১১২ রান। সেখান থেকে হঠাৎ ধসে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা। রান তাড়া করতে নামা বাংলাদেশ ৯২ বল হাতে রেখে ৬ উইকেটের বিশাল জয় পায়। টুর্নামেন্টের শুরুতে বড় ব্যবধানে পরাজয়ে নেট রানরেটে বিশাল ধাক্কা খায় আফগানিস্তান। নবীর মতে, সেই ম্যাচ আফগানদের জেতা উচিত ছিল। বাংলাদেশকে হারালে ৬ পয়েন্ট নিয়ে আফগানিস্তান এখন পয়েন্ট তালিকার সেরা চারে থাকত। গতকাল ম্যাচ শেষে সম্প্রচারকদের আফগান অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ হারা উচিত ছিল না। তবে এখন তো অর্ধেক পেরিয়ে গেছে। আমাদের এখন ৪ পয়েন্ট।’
ওয়ানডেতে পাকিস্তান ধাঁধার সমাধান যেন কিছুতেই করতে পারছিল না আফগানিস্তান। ২০১৮ এশিয়া কাপ, ২০১৯ বিশ্বকাপ, এ বছরের দ্বিপাক্ষিক সিরিজ—সব জায়গাতেই রয়েছে আফগানদের তীরে এসে তরি ডোবার গল্প। অবশেষে গতকাল ওয়ানডেতে মুখোমুখি হওয়া অষ্টম ম্যাচে আফগানরা পেয়েছে ৮ উইকেটের বিশাল জয়। পাকিস্তানকে হারানো আফগানদের জন্য স্মরণীয় এক মুহূর্ত বলে মনে করেন নবী। আফগান অলরাউন্ডার বলেন, ‘পুরো আফগানিস্তানের জন্য এটা বড় এক মুহূর্ত। ১০-১২ বছর ধরে এমন এক মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। পাকিস্তানের বিপক্ষে বড় ইভেন্টে জয়ের চেষ্টা করছিলাম। গত তিন মাসে আমরা কঠোর পরিশ্রম করেছি। এটা অনেক স্মরণীয় এক মুহূর্ত। দীর্ঘদিন ধরে এই জয়ের ব্যাপারে আশা ছিল। ২০১২ সালে আমরা প্রথমবার মুখোমুখি হই। এরপর এশিয়া কাপ ও ২০১৯ বিশ্বকাপ। পাকিস্তানের বিপক্ষে অনেক ম্যাচে দারুণ প্রতিযোগিতা হয়েছে।’
পাকিস্তান মিশনের পর আফগানিস্তানের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৩০ অক্টোবর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে লঙ্কানদের মুখোমুখি হবে আফগানরা। যেখানে ওয়ানডেতে শ্রীলঙ্কা-আফগানিস্তান মুখোমুখি হয়েছে ১১ ম্যাচে। আফগানদের জয় ৩ ম্যাচে, শ্রীলঙ্কা জিতেছে ৭ ম্যাচে আর ১ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। আর ২০১৮ এশিয়া কাপে লঙ্কানদের ৯১ রানে হারিয়েছিল আফগানরা। এরপর ২০১৯ বিশ্বকাপ, ২০২৩ এশিয়া কাপ—দুটো ম্যাচে আফগানরা হারলেও লঙ্কানদের সঙ্গে দারুণ লড়াই হয়েছে। এ সবই যেন আশাবাদী করছে নবীকে। আফগান অলরাউন্ডার বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে এখন কঠিন লড়াই করব। যে সমর্থন আমরা আজ পেয়েছি, তাতে আমরা মুগ্ধ। আশা করি পুনেতেও আমরা সেটা পাব।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
১ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে