
ধর্ষণের অভিযোগে আটক দানুস্কা গুনাথিলাকার জামিন না মঞ্জুর করেছেন অস্ট্রেলিয়ার সিডনি আদালত। আদালত থেকে খালি হাতে ফেরার পর বড় দুঃসংবাদ শুনলেন লঙ্কান ক্রিকেটার। সব ধরনের ক্রিকেট থেকে তাঁকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
গুনাথিলাকা গ্রেপ্তার হওয়ার পর তাঁকে সমর্থন দেবেন বলে জানিয়েছিলেন এসএলসির সভাপতি শাম্মি সিলভা। তিনি বলেছিলেন, ‘আমরা সম্পূর্ণরূপে তাকে সমর্থন করব।’ আর আজ নতুন বিবৃতিতে লঙ্কান ব্যাটারকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বোর্ড। বিবৃতিতে বলা হয়েছে, ‘অবিলম্বে সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে। গুনাথিলাকাকে অস্ট্রেলিয়ায় একজন মহিলার যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’
ধর্ষণের অভিযোগে গত শনিবার সিডনিতে গ্রেপ্তার হয়েছেন গুনাথিলাকা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই অলরাউন্ডারের ওপর সম্মতি ছাড়াই যৌন সংসর্গের চারটি অভিযোগ এনেছে অস্ট্রেলিয়ান পুলিশ।
২৯ বছর বয়সী এক নারীর দায়ের করা যৌন নিপীড়নের অভিযোগে সিডনির এক হোটেল থেকে গ্রেপ্তার করা হয় গুনাথিলাকাকে। অভিযোগে জানানো হয়, গুনাথিলাকা কয়েক দিন আগে এক অনলাইন ডেটিং অ্যাপ্লিকেশনে ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন। আর ২ নভেম্বর সন্ধ্যায় যৌন নিপীড়ন করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা স্কোয়াডের সঙ্গে অস্ট্রেলিয়ায় যান গুনাথিলাকা। চোটে পড়ার পরও তাঁকে দেশে ফেরত না পাঠিয়ে স্কোয়াডের সঙ্গেই রেখে দেয় টিম ম্যানেজমেন্ট। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় রোববার সকালে গুনাথিলাকাকে রেখেই অস্ট্রেলিয়া ছাড়ে শ্রীলঙ্কা।
গুনাথিলাকা শ্রীলঙ্কার হয়ে ৮টি টেস্ট, ৪৭টি ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর।

ধর্ষণের অভিযোগে আটক দানুস্কা গুনাথিলাকার জামিন না মঞ্জুর করেছেন অস্ট্রেলিয়ার সিডনি আদালত। আদালত থেকে খালি হাতে ফেরার পর বড় দুঃসংবাদ শুনলেন লঙ্কান ক্রিকেটার। সব ধরনের ক্রিকেট থেকে তাঁকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
গুনাথিলাকা গ্রেপ্তার হওয়ার পর তাঁকে সমর্থন দেবেন বলে জানিয়েছিলেন এসএলসির সভাপতি শাম্মি সিলভা। তিনি বলেছিলেন, ‘আমরা সম্পূর্ণরূপে তাকে সমর্থন করব।’ আর আজ নতুন বিবৃতিতে লঙ্কান ব্যাটারকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বোর্ড। বিবৃতিতে বলা হয়েছে, ‘অবিলম্বে সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে। গুনাথিলাকাকে অস্ট্রেলিয়ায় একজন মহিলার যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’
ধর্ষণের অভিযোগে গত শনিবার সিডনিতে গ্রেপ্তার হয়েছেন গুনাথিলাকা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই অলরাউন্ডারের ওপর সম্মতি ছাড়াই যৌন সংসর্গের চারটি অভিযোগ এনেছে অস্ট্রেলিয়ান পুলিশ।
২৯ বছর বয়সী এক নারীর দায়ের করা যৌন নিপীড়নের অভিযোগে সিডনির এক হোটেল থেকে গ্রেপ্তার করা হয় গুনাথিলাকাকে। অভিযোগে জানানো হয়, গুনাথিলাকা কয়েক দিন আগে এক অনলাইন ডেটিং অ্যাপ্লিকেশনে ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন। আর ২ নভেম্বর সন্ধ্যায় যৌন নিপীড়ন করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা স্কোয়াডের সঙ্গে অস্ট্রেলিয়ায় যান গুনাথিলাকা। চোটে পড়ার পরও তাঁকে দেশে ফেরত না পাঠিয়ে স্কোয়াডের সঙ্গেই রেখে দেয় টিম ম্যানেজমেন্ট। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় রোববার সকালে গুনাথিলাকাকে রেখেই অস্ট্রেলিয়া ছাড়ে শ্রীলঙ্কা।
গুনাথিলাকা শ্রীলঙ্কার হয়ে ৮টি টেস্ট, ৪৭টি ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৪ ঘণ্টা আগে