
নেদারল্যান্ডসের ব্যাটার টিম প্রিঙ্গলকে শেষ বলে বোল্ড করে বাংলাদেশকে ২৫ রানের জয় এনে দিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের জয়ের আগে অবশ্য একটা সময় ম্যাচটা ডাচদের হাতেই ছিল। তবে রিশাদ হোসেন এক ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। যেমনটা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রিশাদ। ৩০ বলে ৫৬ রান প্রয়োজন ছিল ডাচদের। হাতে ছিল ৭ উইকেট। এমন সময় রিশাদের ওপর আস্থা রাখলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদানও দারুণ দিয়েছেন এই লেগ স্পিনার।
১৫তম ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে নেদারল্যান্ডসের দুই ব্যাটার সিব্রান্ড এঙ্গেলব্রেখট ও বাস ডি লিডকে তুলে নিলেন রিশাদ। আর তাতেই ম্যাচের চিত্র গেল পাল্টে। নিজের কাজটা যে তখনো শেষ করেননি উদীয়মান স্পিনার। ফিরতি ওভারে দলটির অধিনায়ক ও সেট ব্যাটার স্কট এডওয়ার্ডসকে আউট করে জয়ের পথটা মসৃণ করে দেন তিনি।
রিশাদের সেই ধাক্কা পরে আর সামলে উঠতে পারিনি নেদারল্যান্ডস। এ সময়েই আবার দুর্দান্ত স্লোয়ার ও কাটারে প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সব মিলিয়ে বাংলাদেশের ২৫ রানের জয়ের ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রিশাদ।
দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ শেষে সতীর্থদের কাছ থেকে প্রশংসায় ভেসেছেন রিশাদ। ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা সাকিব আল হাসান তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নির্দ্বিধায় বলেছেন, ‘রিশাদ ওই ওভারে যেভাবে বোলিং করেছে, দুটি উইকেট নিয়েছে, সেটাই আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’
ম্যাচ শেষে মিক্সড জোন রিশাদ জানিয়েছেন, অধিনায়ক শান্ত তাঁকে বিশ্বাস জুগিয়েছেন। তিনি বলেছেন, ‘শান্ত ভাই আমাকে অনেক আশ্বাস দিয়েছেন যে, তুই পারবি, ইনশা আল্লাহ চেষ্টা কর, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশা আল্লাহ আমরা আরও ভালো কিছু করব।’
নিজেদের পারফরম্যান্স নিয়ে আনন্দের কথাও জানিয়েছেন রিশাদ। তিনি বলেছেন, ‘সব জয়ের মধ্যেই ভালো লাগা কাজ করে। আমারও ভালো লাগা কাজ করছে। অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে। সবার শরীরী ভাষা এবং প্রচেষ্টা ছিল, সেটা অনেক ভালো লেগেছে। ইনশা আল্লাহ চেষ্টা করব আরও কীভাবে উন্নতি করা যায়। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। চিন্তা করেছি, এখান থেকে একটা-দুইটা উইকেট নিলে খেলাটা আবার আমাদের দিকে চলে আসবে। আমি শুধু এটা করার চেষ্টা করেছি।’

নেদারল্যান্ডসের ব্যাটার টিম প্রিঙ্গলকে শেষ বলে বোল্ড করে বাংলাদেশকে ২৫ রানের জয় এনে দিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের জয়ের আগে অবশ্য একটা সময় ম্যাচটা ডাচদের হাতেই ছিল। তবে রিশাদ হোসেন এক ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। যেমনটা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রিশাদ। ৩০ বলে ৫৬ রান প্রয়োজন ছিল ডাচদের। হাতে ছিল ৭ উইকেট। এমন সময় রিশাদের ওপর আস্থা রাখলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদানও দারুণ দিয়েছেন এই লেগ স্পিনার।
১৫তম ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে নেদারল্যান্ডসের দুই ব্যাটার সিব্রান্ড এঙ্গেলব্রেখট ও বাস ডি লিডকে তুলে নিলেন রিশাদ। আর তাতেই ম্যাচের চিত্র গেল পাল্টে। নিজের কাজটা যে তখনো শেষ করেননি উদীয়মান স্পিনার। ফিরতি ওভারে দলটির অধিনায়ক ও সেট ব্যাটার স্কট এডওয়ার্ডসকে আউট করে জয়ের পথটা মসৃণ করে দেন তিনি।
রিশাদের সেই ধাক্কা পরে আর সামলে উঠতে পারিনি নেদারল্যান্ডস। এ সময়েই আবার দুর্দান্ত স্লোয়ার ও কাটারে প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সব মিলিয়ে বাংলাদেশের ২৫ রানের জয়ের ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রিশাদ।
দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ শেষে সতীর্থদের কাছ থেকে প্রশংসায় ভেসেছেন রিশাদ। ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা সাকিব আল হাসান তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নির্দ্বিধায় বলেছেন, ‘রিশাদ ওই ওভারে যেভাবে বোলিং করেছে, দুটি উইকেট নিয়েছে, সেটাই আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’
ম্যাচ শেষে মিক্সড জোন রিশাদ জানিয়েছেন, অধিনায়ক শান্ত তাঁকে বিশ্বাস জুগিয়েছেন। তিনি বলেছেন, ‘শান্ত ভাই আমাকে অনেক আশ্বাস দিয়েছেন যে, তুই পারবি, ইনশা আল্লাহ চেষ্টা কর, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশা আল্লাহ আমরা আরও ভালো কিছু করব।’
নিজেদের পারফরম্যান্স নিয়ে আনন্দের কথাও জানিয়েছেন রিশাদ। তিনি বলেছেন, ‘সব জয়ের মধ্যেই ভালো লাগা কাজ করে। আমারও ভালো লাগা কাজ করছে। অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে। সবার শরীরী ভাষা এবং প্রচেষ্টা ছিল, সেটা অনেক ভালো লেগেছে। ইনশা আল্লাহ চেষ্টা করব আরও কীভাবে উন্নতি করা যায়। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। চিন্তা করেছি, এখান থেকে একটা-দুইটা উইকেট নিলে খেলাটা আবার আমাদের দিকে চলে আসবে। আমি শুধু এটা করার চেষ্টা করেছি।’

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
৩৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ৩ সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের দু
১ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
২ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৩ ঘণ্টা আগে