নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্কোরটা সমৃদ্ধ করতে পারেননি ব্যাটাররা। ৯৮ রানের লক্ষ্য দিয়ে ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে আটকানোর কথা চিন্তা করাও কঠিন। তবু বোলিং আর দারুণ ফিল্ডিংয়ে কিছুটা লড়াই করে বাংলাদেশের মেয়েরা। ৯৭ রানের স্কোরে নির্ভর করার সুযোগ ছিল না অ্যালিসা-এলিসে পেরিদের মতো বিশ্বসেরা ব্যাটারদের সামনে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।
৬০ রানের ৪ উইকেট হারালেও এলেসি পেরি-অ্যাশলে গার্ডনারের সাবধানী ব্যাটিংয়ে ১৫৭ বল হাতে রেখেই লক্ষ্য তাড়া করে সফরকারী অস্ট্রেলিয়া। পেরি ৩৫ রান ও গার্ডনার ২০ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে অজিরা।
অস্ট্রেলিয়ার শুরুটা ছিল একটু নড়বড়ে। ২৪ রানের মধ্যে দুই ওপেনার হিলি ও ফোবি লিচফিল্ডের উইকেট হারায় তারা। পঞ্চম ওভারে রাবেয়া খানের বলে নাহিদা আক্তারকে ক্যাচ দিয়ে ফেরেন হিলি। এই ম্যাচেও সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক, ফিরেছেন ১৫ রানে।
ফাহিমা খাতুনের দারুণ এক থ্রোয়ে লিচফিল্ড ফেরেন ৫ রানে। ১৩তম ওভারে সুলতানা খাতুনের বলে নিগার সুলতানা জ্যোতির স্টাম্পিংয়ে ৮ রানে আউট হন বেথ মুনি। ৩৯ রানে টপ গুরুত্বপূর্ণ ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়ে যায় অতিথিরা।
চতুর্থ উইকেটে টাহলিয়া ম্যাকগ্রাকে সঙ্গে নিয়ে ২১ রানের জুটিতে দলীয় স্কোরটা ৬০ রানে নিয়ে যান ৩ নম্বরে ব্যাটিংয়ে নামা পেরি। ১০ রান করে ম্যাকগ্রা রানআউট হলে ভাঙে জুটি। পঞ্চম উইকেটে পেরি-গার্ডনারের ৩৫ বলে ৩৮ রানে জুটি অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে ২৩.৫ ওভারে। পেরি ৩৫ ও ম্যাকগ্রা ২০ রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বাংলাদেশের মেয়েদের হতাশার ব্যাটিং। নিজেদের স্পিন ফাঁদে পড়ে ৯৭ রানেই অলআউট হয়ে যায় জ্যোতির দল। রাতে হয়েছিল বৃষ্টি, আউটফিল্ড ছিল কিছুটা ভেজা। তাই স্পিন সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। তবে বোলিংয়ের সময় উইকেট কিংবা গ্রিপে তেমন কোনো সমস্যায় ফেলতে পারেনি অজি বোলারদের। বিপরীতে সোফি মোলিনাক্স-জর্জিয়া ওয়ারহ্যামদের ঘূর্ণি জাদুতে নাকাল হয় স্বাগতিকদের ব্যাটিং অর্ডার।
দারুণ ছন্দে থাকা মোলিনাক্স প্রথম ম্যাচে ছিলেন না অস্ট্রেলিয়ার একাদশে। আজ সুযোগ পেয়ে ১০ ওভারে ১০ রান খরচে নিয়েছেন ৩টি উইকেট। ১.০০ ইকোনমির সঙ্গে ৫ ওভার মেডেন। অসাধারণ বোলিং করেছেন অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং ও ওয়ারেহ্যাম। তিনজনই নিয়েছেন ২টি করে উইকেট।
এই ম্যাচেও বাংলাদেশের ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ২২ রান এসেছে টেলএন্ডার নাহিদা আক্তারের ব্যাট থেকে। মিডল অর্ডারে ফাহিমা খাতুন ১১ ও রিতু মনি করেছেন ১০ রান। বাংলাদেশের স্কোরটা ১০০ ছুঁই ছুঁই হতে অস্ট্রেলিয়ার বোলার আর ফিল্ডারদের অবদানও ছিল বেশ—অতিরিক্ত দিয়েছেন তাঁরা ২০ রান। এর মধ্যে ছিল ১৫টি ওয়াইড।
শুরুতে উইকেট পেতে অজি বোলারদের একটু দেরি-ই হয়েছিল। ওপেনিং জুটিতে ফারজানা হক পিংকি ও সোবহানা মোস্তারি তোলেন ১৭ রান। ৯ম ওভারে সোবহানাকে ফিরিয়ে অজিদের প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার মেগান শুট। ২০ বলে ৩ রান করেছেন সোবহানা। ১৬তম ওভারে মোলিনাক্স ফেরান আরেক ওপেনার ফারজানাকে। লম্বা সময় উইকেটে থেকেও ফেরেন ৭ রান। এর জন্য খেলেছেন ৫২টি বল।
তারপর মুর্শিদা খাতুনকে ৫ রানে গার্ডনার আর জ্যোতিকে ১ রানে ফেরান মোলিনাক্স। পঞ্চম উইকেটে রিতু ও ফাহিমা ২৫ রানের একটি জুটি গড়েন। এরপর আবার ধস। ১০ম উইকেটে মারুফা আক্তারকে সঙ্গে নিয়ে নাহিদার ২০ রানের আরেকটি জুটিতে স্কোরটা ৪৪.১ ওভারে ৯৭ রানে থামে।

স্কোরটা সমৃদ্ধ করতে পারেননি ব্যাটাররা। ৯৮ রানের লক্ষ্য দিয়ে ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে আটকানোর কথা চিন্তা করাও কঠিন। তবু বোলিং আর দারুণ ফিল্ডিংয়ে কিছুটা লড়াই করে বাংলাদেশের মেয়েরা। ৯৭ রানের স্কোরে নির্ভর করার সুযোগ ছিল না অ্যালিসা-এলিসে পেরিদের মতো বিশ্বসেরা ব্যাটারদের সামনে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।
৬০ রানের ৪ উইকেট হারালেও এলেসি পেরি-অ্যাশলে গার্ডনারের সাবধানী ব্যাটিংয়ে ১৫৭ বল হাতে রেখেই লক্ষ্য তাড়া করে সফরকারী অস্ট্রেলিয়া। পেরি ৩৫ রান ও গার্ডনার ২০ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে অজিরা।
অস্ট্রেলিয়ার শুরুটা ছিল একটু নড়বড়ে। ২৪ রানের মধ্যে দুই ওপেনার হিলি ও ফোবি লিচফিল্ডের উইকেট হারায় তারা। পঞ্চম ওভারে রাবেয়া খানের বলে নাহিদা আক্তারকে ক্যাচ দিয়ে ফেরেন হিলি। এই ম্যাচেও সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক, ফিরেছেন ১৫ রানে।
ফাহিমা খাতুনের দারুণ এক থ্রোয়ে লিচফিল্ড ফেরেন ৫ রানে। ১৩তম ওভারে সুলতানা খাতুনের বলে নিগার সুলতানা জ্যোতির স্টাম্পিংয়ে ৮ রানে আউট হন বেথ মুনি। ৩৯ রানে টপ গুরুত্বপূর্ণ ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়ে যায় অতিথিরা।
চতুর্থ উইকেটে টাহলিয়া ম্যাকগ্রাকে সঙ্গে নিয়ে ২১ রানের জুটিতে দলীয় স্কোরটা ৬০ রানে নিয়ে যান ৩ নম্বরে ব্যাটিংয়ে নামা পেরি। ১০ রান করে ম্যাকগ্রা রানআউট হলে ভাঙে জুটি। পঞ্চম উইকেটে পেরি-গার্ডনারের ৩৫ বলে ৩৮ রানে জুটি অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে ২৩.৫ ওভারে। পেরি ৩৫ ও ম্যাকগ্রা ২০ রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বাংলাদেশের মেয়েদের হতাশার ব্যাটিং। নিজেদের স্পিন ফাঁদে পড়ে ৯৭ রানেই অলআউট হয়ে যায় জ্যোতির দল। রাতে হয়েছিল বৃষ্টি, আউটফিল্ড ছিল কিছুটা ভেজা। তাই স্পিন সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। তবে বোলিংয়ের সময় উইকেট কিংবা গ্রিপে তেমন কোনো সমস্যায় ফেলতে পারেনি অজি বোলারদের। বিপরীতে সোফি মোলিনাক্স-জর্জিয়া ওয়ারহ্যামদের ঘূর্ণি জাদুতে নাকাল হয় স্বাগতিকদের ব্যাটিং অর্ডার।
দারুণ ছন্দে থাকা মোলিনাক্স প্রথম ম্যাচে ছিলেন না অস্ট্রেলিয়ার একাদশে। আজ সুযোগ পেয়ে ১০ ওভারে ১০ রান খরচে নিয়েছেন ৩টি উইকেট। ১.০০ ইকোনমির সঙ্গে ৫ ওভার মেডেন। অসাধারণ বোলিং করেছেন অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং ও ওয়ারেহ্যাম। তিনজনই নিয়েছেন ২টি করে উইকেট।
এই ম্যাচেও বাংলাদেশের ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ২২ রান এসেছে টেলএন্ডার নাহিদা আক্তারের ব্যাট থেকে। মিডল অর্ডারে ফাহিমা খাতুন ১১ ও রিতু মনি করেছেন ১০ রান। বাংলাদেশের স্কোরটা ১০০ ছুঁই ছুঁই হতে অস্ট্রেলিয়ার বোলার আর ফিল্ডারদের অবদানও ছিল বেশ—অতিরিক্ত দিয়েছেন তাঁরা ২০ রান। এর মধ্যে ছিল ১৫টি ওয়াইড।
শুরুতে উইকেট পেতে অজি বোলারদের একটু দেরি-ই হয়েছিল। ওপেনিং জুটিতে ফারজানা হক পিংকি ও সোবহানা মোস্তারি তোলেন ১৭ রান। ৯ম ওভারে সোবহানাকে ফিরিয়ে অজিদের প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার মেগান শুট। ২০ বলে ৩ রান করেছেন সোবহানা। ১৬তম ওভারে মোলিনাক্স ফেরান আরেক ওপেনার ফারজানাকে। লম্বা সময় উইকেটে থেকেও ফেরেন ৭ রান। এর জন্য খেলেছেন ৫২টি বল।
তারপর মুর্শিদা খাতুনকে ৫ রানে গার্ডনার আর জ্যোতিকে ১ রানে ফেরান মোলিনাক্স। পঞ্চম উইকেটে রিতু ও ফাহিমা ২৫ রানের একটি জুটি গড়েন। এরপর আবার ধস। ১০ম উইকেটে মারুফা আক্তারকে সঙ্গে নিয়ে নাহিদার ২০ রানের আরেকটি জুটিতে স্কোরটা ৪৪.১ ওভারে ৯৭ রানে থামে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন। তাঁর এই বক্তব্যের পর দুঃখপ্রকাশ করেছে বিসিবি। এমনকি সেই পরিচালকের বিরুদ্ধে ব্য
১০ মিনিট আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৩ ঘণ্টা আগে