
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন আজাজ প্যাটেল। ভারতের বিপক্ষে তাদের মাটিতে কদিন আগে ইনিংসে ১০ উইকেট নেওয়া আজাজ দল ঘোষণার পরই নিজের হতাশার কথা জানিয়েছেন। এবার তিনি প্রশ্ন ছুড়ে দিলেন—নিউজিল্যান্ডে শুধু সবুজ উইকেট কেন?
একজন স্পিনার হিসেবে আজাজ তাই দেখিয়ে দিতে চান নিউজিল্যান্ডের উইকেটেও ভালো করা সম্ভব। আর সেটি করে তিনি গ্রাউন্ডসম্যানদের বাধ্য করাবেন টার্ন থাকে এমন উইকেট তৈরি করতে। আজাজ মনে করেন, কাজটা ঠিকঠাক করতে পারলে গ্রাউন্ডসম্যানরা উইকেট বানানোর সময় স্পিনারদের কথাও বিবেচনায় নেবে, ‘একজন স্পিনার হিসেবে আমার কাজ গ্রাউন্ডসম্যানদের দেখিয়ে দেওয়া যে আমরাও কিছু করতে পারি। আর সেটি দেখেই গ্রাউন্ডসম্যানরা যাতে উইকেটে টার্ন থাকে এমন উইকেট তৈরি করতে পারেন। নিউজিল্যান্ডের উইকেটেই স্পিন বোলিং করে দেখাতে চাই।’
আজাজ জানেন কাজটা কঠিন, তবু তিনি এই চ্যালেঞ্জটা নিতে চান। সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে বাঁহাতি স্পিনার বলেছেন, ‘নিউজিল্যান্ডে একজন স্পিনার হিসেবে আমার লক্ষ্য পরের প্রজন্মকে অনুপ্রাণিত করা। নিউজিল্যান্ড ক্রিকেটে স্পিন বোলিংকে বড় একটা অংশে রূপ দিতে আমি লড়াই করে যাচ্ছি।’
ঘরের মাঠে টেস্ট সিরিজের উইকেট ও কন্ডিশন স্পিন সহায়ক নয়—এই যুক্তিতেই দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখেনি নিউজিল্যান্ড। স্পিন অলরাউন্ডার হিসেবে একমাত্র রাচিন রবীন্দ্রকে দলে নেওয়া হয়েছে। তাদের বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ জনের স্কোয়াডে কোনো বিশেষজ্ঞ স্পিনারের জায়গা হয়নি। ভারতের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পরেও তাই সুযোগ পাননি বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন আজাজ প্যাটেল। ভারতের বিপক্ষে তাদের মাটিতে কদিন আগে ইনিংসে ১০ উইকেট নেওয়া আজাজ দল ঘোষণার পরই নিজের হতাশার কথা জানিয়েছেন। এবার তিনি প্রশ্ন ছুড়ে দিলেন—নিউজিল্যান্ডে শুধু সবুজ উইকেট কেন?
একজন স্পিনার হিসেবে আজাজ তাই দেখিয়ে দিতে চান নিউজিল্যান্ডের উইকেটেও ভালো করা সম্ভব। আর সেটি করে তিনি গ্রাউন্ডসম্যানদের বাধ্য করাবেন টার্ন থাকে এমন উইকেট তৈরি করতে। আজাজ মনে করেন, কাজটা ঠিকঠাক করতে পারলে গ্রাউন্ডসম্যানরা উইকেট বানানোর সময় স্পিনারদের কথাও বিবেচনায় নেবে, ‘একজন স্পিনার হিসেবে আমার কাজ গ্রাউন্ডসম্যানদের দেখিয়ে দেওয়া যে আমরাও কিছু করতে পারি। আর সেটি দেখেই গ্রাউন্ডসম্যানরা যাতে উইকেটে টার্ন থাকে এমন উইকেট তৈরি করতে পারেন। নিউজিল্যান্ডের উইকেটেই স্পিন বোলিং করে দেখাতে চাই।’
আজাজ জানেন কাজটা কঠিন, তবু তিনি এই চ্যালেঞ্জটা নিতে চান। সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে বাঁহাতি স্পিনার বলেছেন, ‘নিউজিল্যান্ডে একজন স্পিনার হিসেবে আমার লক্ষ্য পরের প্রজন্মকে অনুপ্রাণিত করা। নিউজিল্যান্ড ক্রিকেটে স্পিন বোলিংকে বড় একটা অংশে রূপ দিতে আমি লড়াই করে যাচ্ছি।’
ঘরের মাঠে টেস্ট সিরিজের উইকেট ও কন্ডিশন স্পিন সহায়ক নয়—এই যুক্তিতেই দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখেনি নিউজিল্যান্ড। স্পিন অলরাউন্ডার হিসেবে একমাত্র রাচিন রবীন্দ্রকে দলে নেওয়া হয়েছে। তাদের বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ জনের স্কোয়াডে কোনো বিশেষজ্ঞ স্পিনারের জায়গা হয়নি। ভারতের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পরেও তাই সুযোগ পাননি বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১০ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১১ ঘণ্টা আগে