নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একবুক আশা নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগের ছয় আসরে নিজেদের ব্যর্থতার গল্পগুলো এবার মোছার আত্মবিশ্বাসের কথাও শুনিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বাংলাদেশ অধিনায়কের সেই আশা প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে। স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে মাহমুদউল্লাহর দল।
ম্যাচ শেষে গতরাতে সংবাদ সম্মেলনে এ নিয়ে চূড়ান্ত হতাশা দেখা গেছে মাহমুদউল্লাহর চোখেমুখে। আইসিসির সহযোগী দেশটির কাছে এই হার মানতে পারছেন না নাজমুল হাসান পাপনও। আজ কোচ রাসেল ডমিঙ্গো, অধিনায়ক মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের সঙ্গে এক ভার্চুয়াল সভা করেন বিসিবিপ্রধান। পরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।
নিজের হতাশার কথা বলতে গিয়ে পাপন বলেছেন, ‘আমরা শ্রীলঙ্কার সঙ্গে অনুশীলন ম্যাচ হেরেছি, আয়ারল্যান্ডের সঙ্গেও হেরেছি। তখন নিয়মিত চার ক্রিকেটার ছিল না। তামিম তো আগে থেকেই নেই। সাকিব, রিয়াদ, মোস্তাফিজও ছিল না। একটা দলের নিয়মিত তিন-চারজন খেলোয়াড় না খেললে এটা হতেই পারে। কিন্তু কাল তো আমাদের আসল দলটা খেলেছে। সত্যি কথা বলতে, কখনো চিন্তাও করিনি যে স্কটল্যান্ডের সঙ্গে আমরা হারতে পারি।’
বিশ্বকাপে তামিমের না খেলা নিয়েও কথা বলেছেন পাপন। এ ব্যাপারটা আগে থেকেই জানতেন তিনি। তবে তামিম ছাড়া আরও একজনের না খেলার কথা ছিল বলে জানালেন বিসিবিপ্রধান। সাংবাদিকদের তিনি বলেন, ‘তামিমের না খেলার ব্যাপারটা আপনারা (সাংবাদিকেরা) জানার অনেক আগে থেকেই আমি জানি। আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এ রকম তথ্য আমার কাছে ছিল। কিন্তু সে খেলছে। আমার কথা হচ্ছে, এগুলো মনের মধ্যে রাখার তো কিছু নাই। খেললে খেলবে না খেললে নেই। সোজা বলে দেবে।’
বিশ্বকাপ থেকে তামিমের সরে দাঁড়ানোকে অনেকেই অভিমান হিসেবে দেখছেন। তবে খেলোয়াড়দের এই ব্যাপারটাকে অগ্রহণযোগ্য বলছেন পাপন, ‘খেলোয়াড়েরা অভিমান করে বলে দেবে আমি খেলব না, এটা আমার কাছে গ্রহণযোগ্য না।’ বিসিবি সভাপতির প্রশ্ন, অভিমানটা কার সঙ্গে, ‘অভিমান, দেশের সঙ্গে? এ দেশেই তো থাকে সে। আমার কাছে এ ধরনের আবেগের কোনো জায়গা নেই। আমার কথা হচ্ছে, কেউ খেলতে চাইলে খেলবে, না চাইলে খেলবে না।’

একবুক আশা নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগের ছয় আসরে নিজেদের ব্যর্থতার গল্পগুলো এবার মোছার আত্মবিশ্বাসের কথাও শুনিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বাংলাদেশ অধিনায়কের সেই আশা প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে। স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে মাহমুদউল্লাহর দল।
ম্যাচ শেষে গতরাতে সংবাদ সম্মেলনে এ নিয়ে চূড়ান্ত হতাশা দেখা গেছে মাহমুদউল্লাহর চোখেমুখে। আইসিসির সহযোগী দেশটির কাছে এই হার মানতে পারছেন না নাজমুল হাসান পাপনও। আজ কোচ রাসেল ডমিঙ্গো, অধিনায়ক মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের সঙ্গে এক ভার্চুয়াল সভা করেন বিসিবিপ্রধান। পরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।
নিজের হতাশার কথা বলতে গিয়ে পাপন বলেছেন, ‘আমরা শ্রীলঙ্কার সঙ্গে অনুশীলন ম্যাচ হেরেছি, আয়ারল্যান্ডের সঙ্গেও হেরেছি। তখন নিয়মিত চার ক্রিকেটার ছিল না। তামিম তো আগে থেকেই নেই। সাকিব, রিয়াদ, মোস্তাফিজও ছিল না। একটা দলের নিয়মিত তিন-চারজন খেলোয়াড় না খেললে এটা হতেই পারে। কিন্তু কাল তো আমাদের আসল দলটা খেলেছে। সত্যি কথা বলতে, কখনো চিন্তাও করিনি যে স্কটল্যান্ডের সঙ্গে আমরা হারতে পারি।’
বিশ্বকাপে তামিমের না খেলা নিয়েও কথা বলেছেন পাপন। এ ব্যাপারটা আগে থেকেই জানতেন তিনি। তবে তামিম ছাড়া আরও একজনের না খেলার কথা ছিল বলে জানালেন বিসিবিপ্রধান। সাংবাদিকদের তিনি বলেন, ‘তামিমের না খেলার ব্যাপারটা আপনারা (সাংবাদিকেরা) জানার অনেক আগে থেকেই আমি জানি। আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এ রকম তথ্য আমার কাছে ছিল। কিন্তু সে খেলছে। আমার কথা হচ্ছে, এগুলো মনের মধ্যে রাখার তো কিছু নাই। খেললে খেলবে না খেললে নেই। সোজা বলে দেবে।’
বিশ্বকাপ থেকে তামিমের সরে দাঁড়ানোকে অনেকেই অভিমান হিসেবে দেখছেন। তবে খেলোয়াড়দের এই ব্যাপারটাকে অগ্রহণযোগ্য বলছেন পাপন, ‘খেলোয়াড়েরা অভিমান করে বলে দেবে আমি খেলব না, এটা আমার কাছে গ্রহণযোগ্য না।’ বিসিবি সভাপতির প্রশ্ন, অভিমানটা কার সঙ্গে, ‘অভিমান, দেশের সঙ্গে? এ দেশেই তো থাকে সে। আমার কাছে এ ধরনের আবেগের কোনো জায়গা নেই। আমার কথা হচ্ছে, কেউ খেলতে চাইলে খেলবে, না চাইলে খেলবে না।’

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে