নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এত বাজে ব্যাটিং! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের খাঁ-খাঁ করা গ্যালারিতে যে অল্পসংখ্যক দর্শক এসেছেন, বাংলাদেশের বাজে ব্যাটিংয়ে তাঁরা চরম হতাশ। ভারত সফরের ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ৪০.১ ওভারে অলআউট হয়েছে ১০৬ রানে।
আর এতে নিজেদের মাঠে বিব্রতকর এক রেকর্ড সঙ্গী হলো বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে এটিই সর্বনিম্ন রান। এই মাঠ প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন রানও বাংলাদেশের—গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ১৭২ রানে।
মিরপুর টেস্টে সর্বনিম্ন রানের ইনিংসটি বাংলাদেশের, ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ১০৬ রান এ মাঠ দ্বিতীয় সর্বনিম্ন। মিরপুরে ঘূর্ণি উইকেট বানিয়ে এশিয়ার বাইরের দলগুলোর বিপক্ষে টেস্ট জেতার কৌশল বাংলাদেশের পুরোনো। আজ নিজেদের ফাঁদেই হাঁসফাঁস অবস্থা তাদের। যদিও প্রোটিয়া পেসাররাই বেশি সফল হয়েছে এ পিচে। আজ বাংলাদেশের ৬ উইকেটই দক্ষিণ আফ্রিকার দুই পেসারের দখলে, বাকি ৪ উইকেট নিয়েছেন তাদের দুই স্পিনার।
অবশ্য বাংলাদেশ বলতে পারে, টস জিতে আগে ব্যাটিং করতে নেমে এ রকম বাজে ব্যাটিংয়ের উদাহরণ এ বছরেই একাধিকবার ঘটেছে। এই তো কদিন আগে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে অলআউট ভারত। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টে অলআউট ৫৫ রানে। ঘরের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দলের যতই বাজে ব্যাটিং-প্রদর্শনী থাক, তাদের দ্রুত ঘরে দাঁড়ানোর অভ্যাসও আছে। বাংলাদেশ যে এখানেই যোজন যোজন পিছিয়ে।

এত বাজে ব্যাটিং! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের খাঁ-খাঁ করা গ্যালারিতে যে অল্পসংখ্যক দর্শক এসেছেন, বাংলাদেশের বাজে ব্যাটিংয়ে তাঁরা চরম হতাশ। ভারত সফরের ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ৪০.১ ওভারে অলআউট হয়েছে ১০৬ রানে।
আর এতে নিজেদের মাঠে বিব্রতকর এক রেকর্ড সঙ্গী হলো বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে এটিই সর্বনিম্ন রান। এই মাঠ প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন রানও বাংলাদেশের—গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ১৭২ রানে।
মিরপুর টেস্টে সর্বনিম্ন রানের ইনিংসটি বাংলাদেশের, ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ১০৬ রান এ মাঠ দ্বিতীয় সর্বনিম্ন। মিরপুরে ঘূর্ণি উইকেট বানিয়ে এশিয়ার বাইরের দলগুলোর বিপক্ষে টেস্ট জেতার কৌশল বাংলাদেশের পুরোনো। আজ নিজেদের ফাঁদেই হাঁসফাঁস অবস্থা তাদের। যদিও প্রোটিয়া পেসাররাই বেশি সফল হয়েছে এ পিচে। আজ বাংলাদেশের ৬ উইকেটই দক্ষিণ আফ্রিকার দুই পেসারের দখলে, বাকি ৪ উইকেট নিয়েছেন তাদের দুই স্পিনার।
অবশ্য বাংলাদেশ বলতে পারে, টস জিতে আগে ব্যাটিং করতে নেমে এ রকম বাজে ব্যাটিংয়ের উদাহরণ এ বছরেই একাধিকবার ঘটেছে। এই তো কদিন আগে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে অলআউট ভারত। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টে অলআউট ৫৫ রানে। ঘরের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দলের যতই বাজে ব্যাটিং-প্রদর্শনী থাক, তাদের দ্রুত ঘরে দাঁড়ানোর অভ্যাসও আছে। বাংলাদেশ যে এখানেই যোজন যোজন পিছিয়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১০ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে