
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন তামিম ইকবাল। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারেও তামিমের ছিল এটা সর্বশেষ ম্যাচ। সেই মিরপুরেই প্রায় চার মাস পর মাঠের ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। ফেরার ম্যাচেই জয় পেয়েছেন তিনি।
তামিম এবার ফিরেছেন অধিনায়ক হয়েই। ২০২৪ বিপিএলে তিনি নেতৃত্ব দিচ্ছেন ফরচুন বরিশালকে। বিকেলের ম্যাচে বরিশালের প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স। রংপুরে খেলছেন সাকিব আল হাসান। সাকিবের রংপুরের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বরিশাল। সেই জয়টাও এসেছে বেশ সহজে। তামিমের নেতৃত্বাধীন বরিশালের দারুণ বোলিংয়ে রংপুর করেছে ১৩৪ রান। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় বরিশাল। ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৫ রান করেন তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলে তাঁর (তামিম) কাছে এসেছে অধিনায়কত্বের প্রসঙ্গ। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার তখন বলেন, ‘এগুলো খুব বেশি উপভোগ করি না। ওয়ার্ম আপ শেষ হবে, আরামসে বসে থাকব। ব্যাটিং হয়েছে, ফিল্ডিং হয়েছে, যেয়ে খেলব। অধিনায়ক থাকলে কাগজে সই করো, টস করো। টসে কী হবে, জিতব, হারব। বহু ঝামেলা।’
বরিশালের আগে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭ ওয়ানডে ও ১ টেস্ট নেতৃত্ব দিয়েছেন তিনি। তামিমকে নেতৃত্বের যে দায়িত্ব বরিশাল দিয়েছেন, তা সঠিকভাবে পালন করার ইচ্ছে প্রকাশ করেছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমি আগে যা বলেছিলাম, এখনো তা-ই আছে। আমার কাছে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছ থেকে। আমি চেষ্টা করব সে দায়িত্বটা ভালোভাবে পালন করতে। হ্যাঁ, একটু অন্য রকম অবশ্যই মনে হয়েছে টস করতে গিয়ে।’

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন তামিম ইকবাল। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারেও তামিমের ছিল এটা সর্বশেষ ম্যাচ। সেই মিরপুরেই প্রায় চার মাস পর মাঠের ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। ফেরার ম্যাচেই জয় পেয়েছেন তিনি।
তামিম এবার ফিরেছেন অধিনায়ক হয়েই। ২০২৪ বিপিএলে তিনি নেতৃত্ব দিচ্ছেন ফরচুন বরিশালকে। বিকেলের ম্যাচে বরিশালের প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স। রংপুরে খেলছেন সাকিব আল হাসান। সাকিবের রংপুরের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বরিশাল। সেই জয়টাও এসেছে বেশ সহজে। তামিমের নেতৃত্বাধীন বরিশালের দারুণ বোলিংয়ে রংপুর করেছে ১৩৪ রান। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় বরিশাল। ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৫ রান করেন তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলে তাঁর (তামিম) কাছে এসেছে অধিনায়কত্বের প্রসঙ্গ। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার তখন বলেন, ‘এগুলো খুব বেশি উপভোগ করি না। ওয়ার্ম আপ শেষ হবে, আরামসে বসে থাকব। ব্যাটিং হয়েছে, ফিল্ডিং হয়েছে, যেয়ে খেলব। অধিনায়ক থাকলে কাগজে সই করো, টস করো। টসে কী হবে, জিতব, হারব। বহু ঝামেলা।’
বরিশালের আগে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭ ওয়ানডে ও ১ টেস্ট নেতৃত্ব দিয়েছেন তিনি। তামিমকে নেতৃত্বের যে দায়িত্ব বরিশাল দিয়েছেন, তা সঠিকভাবে পালন করার ইচ্ছে প্রকাশ করেছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমি আগে যা বলেছিলাম, এখনো তা-ই আছে। আমার কাছে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছ থেকে। আমি চেষ্টা করব সে দায়িত্বটা ভালোভাবে পালন করতে। হ্যাঁ, একটু অন্য রকম অবশ্যই মনে হয়েছে টস করতে গিয়ে।’

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৪ ঘণ্টা আগে