নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের সময় ঘনিয়ে আসছে। ঠিক এই সময় মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে শুরু হয়েছে আলাপ আলোচনা। হঠাৎ দুই মাসের ছুটি নিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে পাকিস্তানে যেতে পারেন তাসকিন আহমেদ।
প্রায় দুই বছর পর লাল বলের ক্রিকেটে খেলার কথা ছিল সাইফউদ্দিনের। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে ছিলেন তিনি। শেষ মুহূর্তে ছুটি নেওয়ায় তাঁর পরিবর্তে তাসকিনের পাকিস্তান সফরে যাওয়ার কথা শোনা যাচ্ছে। বিসিবি সূত্র থেকে জানা গেছে, সাইফউদ্দিনর বদলি হিসেবে পাঠানো হচ্ছে তাসকিনকে। ১৫ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে তাসকিন রওনা দেবেন।
সাইফউদ্দিনের ছুটির ব্যাপারে জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজকের পত্রিকাকে দেবাশীষ বলেন, ‘আমি ফিজিওর কাছে জেনেছি সাইফউদ্দিন দুই মাসের ছুটি নিয়েছে। সাইফউদ্দিনের কোনো মেডিকেল সমস্যা নেই। সে শারিরীকভাবে সুস্থ। সম্ভবত সাইফউদ্দিন নির্বাচক আর বিসিবির সংশ্লিষ্ট দপ্তরে ছুটির জন্য যোগাযোগ করেছে।’ আকস্মিক ছুটির ব্যাপারে স্বয়ং সাইফউদ্দিন ও নির্বাচক হান্নান সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি।
বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট। তবে সেটা আর হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হক বিজয়দের বাংলাদেশ ‘এ’ দল ইসলামাবাদেই পৌঁছাবে ১০ আগস্ট। ১৩ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট। পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের সময় ঘনিয়ে আসছে। ঠিক এই সময় মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে শুরু হয়েছে আলাপ আলোচনা। হঠাৎ দুই মাসের ছুটি নিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে পাকিস্তানে যেতে পারেন তাসকিন আহমেদ।
প্রায় দুই বছর পর লাল বলের ক্রিকেটে খেলার কথা ছিল সাইফউদ্দিনের। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে ছিলেন তিনি। শেষ মুহূর্তে ছুটি নেওয়ায় তাঁর পরিবর্তে তাসকিনের পাকিস্তান সফরে যাওয়ার কথা শোনা যাচ্ছে। বিসিবি সূত্র থেকে জানা গেছে, সাইফউদ্দিনর বদলি হিসেবে পাঠানো হচ্ছে তাসকিনকে। ১৫ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে তাসকিন রওনা দেবেন।
সাইফউদ্দিনের ছুটির ব্যাপারে জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজকের পত্রিকাকে দেবাশীষ বলেন, ‘আমি ফিজিওর কাছে জেনেছি সাইফউদ্দিন দুই মাসের ছুটি নিয়েছে। সাইফউদ্দিনের কোনো মেডিকেল সমস্যা নেই। সে শারিরীকভাবে সুস্থ। সম্ভবত সাইফউদ্দিন নির্বাচক আর বিসিবির সংশ্লিষ্ট দপ্তরে ছুটির জন্য যোগাযোগ করেছে।’ আকস্মিক ছুটির ব্যাপারে স্বয়ং সাইফউদ্দিন ও নির্বাচক হান্নান সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি।
বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট। তবে সেটা আর হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হক বিজয়দের বাংলাদেশ ‘এ’ দল ইসলামাবাদেই পৌঁছাবে ১০ আগস্ট। ১৩ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট। পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।

সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
৩৭ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
৪ ঘণ্টা আগে
করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
৪ ঘণ্টা আগে