
প্রথম ম্যাচ হেরে এশিয়া কাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। লাহোরে গতকাল আফগানিস্তানকে শুধু হারালেই হতো না, বাংলাদেশকে মাথায় রাখতে হতো নেট রানরেটের ব্যাপারটাও। নেট রানরেটের দুশ্চিন্তা হটিয়ে সাকিব আল হাসানের দল নিশ্চিত করে ফেলেছে সুপার ফোরও।
এশিয়া কাপে এবার ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ গতকাল আফগানিস্তানের বিপক্ষে জিতেছে ৮৯ রানের বিশাল ব্যবধানে। ২ ম্যাচে এক হার ও এক জয়ে বাংলাদেশের এখন ২ পয়েন্ট। +০.৩৭৩ নেট রানরেটে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে আছেন সাকিবরা। আর এখন এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +০.৯৫১ নেট রানেরেটে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। আফগানরা বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন শ্রীলঙ্কা চলে যাবে তিনে, শীর্ষ দুই দল হিসেবে বাংলাদেশ, আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে অবস্থান যা-ই হোক না কেন, বাংলাদেশ ‘বি২’ ও শ্রীলঙ্কা ‘বি১ ’। যদি আফগানিস্তান ওঠে, তাহলে ‘বি১’ হিসেবে উঠবে। কেননা, বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে।
একই কথা গ্রুপ ‘এ’র ক্ষেত্রেও। পাকিস্তান ‘এ১’ আর ভারতকে ‘এ২’ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই গ্রুপের আরেক সদস্য নেপাল উঠলে ‘এ২’ হিসেবেই উঠবে। যেখানে ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। পরশু লাহোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়েই শুরু হবে সুপার ফোর। ৯ সেপ্টেম্বর কলম্বোয় বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা (বি১)। ১৫ সেপ্টেম্বর একই মাঠে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার সম্ভাবনা সাকিবদের। পাল্লেকেলেতে এখন খেলছে ভারত-নেপাল।
বাংলাদেশের সুপার ফোরের সম্ভাব্য সূচি:
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৬ সেপ্টেম্বর পাকিস্তান লাহোর
৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা কলম্বো
১৫ সেপ্টেম্বর ভারত কলম্বো

প্রথম ম্যাচ হেরে এশিয়া কাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। লাহোরে গতকাল আফগানিস্তানকে শুধু হারালেই হতো না, বাংলাদেশকে মাথায় রাখতে হতো নেট রানরেটের ব্যাপারটাও। নেট রানরেটের দুশ্চিন্তা হটিয়ে সাকিব আল হাসানের দল নিশ্চিত করে ফেলেছে সুপার ফোরও।
এশিয়া কাপে এবার ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ গতকাল আফগানিস্তানের বিপক্ষে জিতেছে ৮৯ রানের বিশাল ব্যবধানে। ২ ম্যাচে এক হার ও এক জয়ে বাংলাদেশের এখন ২ পয়েন্ট। +০.৩৭৩ নেট রানরেটে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে আছেন সাকিবরা। আর এখন এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +০.৯৫১ নেট রানেরেটে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। আফগানরা বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন শ্রীলঙ্কা চলে যাবে তিনে, শীর্ষ দুই দল হিসেবে বাংলাদেশ, আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে অবস্থান যা-ই হোক না কেন, বাংলাদেশ ‘বি২’ ও শ্রীলঙ্কা ‘বি১ ’। যদি আফগানিস্তান ওঠে, তাহলে ‘বি১’ হিসেবে উঠবে। কেননা, বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে।
একই কথা গ্রুপ ‘এ’র ক্ষেত্রেও। পাকিস্তান ‘এ১’ আর ভারতকে ‘এ২’ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই গ্রুপের আরেক সদস্য নেপাল উঠলে ‘এ২’ হিসেবেই উঠবে। যেখানে ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। পরশু লাহোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়েই শুরু হবে সুপার ফোর। ৯ সেপ্টেম্বর কলম্বোয় বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা (বি১)। ১৫ সেপ্টেম্বর একই মাঠে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার সম্ভাবনা সাকিবদের। পাল্লেকেলেতে এখন খেলছে ভারত-নেপাল।
বাংলাদেশের সুপার ফোরের সম্ভাব্য সূচি:
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৬ সেপ্টেম্বর পাকিস্তান লাহোর
৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা কলম্বো
১৫ সেপ্টেম্বর ভারত কলম্বো

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১০ ঘণ্টা আগে