
মাউন্ট মঙ্গানুইতে ২০২২-এর জানুয়ারিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডকে টেস্টে হারায় বাংলাদেশ। রাচিন রবীন্দ্রর টেস্ট ক্যারিয়ারেও সর্বশেষ ম্যাচ এটি। সবকিছু ঠিকঠাক থাকলে দুই বছর পর টেস্ট দলে দেখা যেতে পারে রাচিনকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ১৩ সদস্যের দলটির নেতৃত্বে থাকছেন টিম সাউদি। দলে ডাক পেয়েছেন রাচিন। ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। কদিন আগে আইসিসির ২০২৩ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। টেস্ট ক্যারিয়ারে সব মিলে খেলেছেন ৩ ম্যাচ। বাংলাদেশে গত বছরের নভেম্বরে দুই টেস্টের দলে ডাক পেয়েছিলেন রাচীন। তবে কোনো ম্যাচের একাদশেই তাঁর জায়গা হয়নি।
টেস্ট সিরিজে ফিরছেন কেইন উইলিয়ামসনও। হাঁটুর চোট নিয়ে সংগ্রাম করতে থাকা উইলিয়ামসন পাকিস্তান সিরিজে পাঁচ টি-টোয়েন্টির দুই ম্যাচ খেলতে পেরেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর (উইলিয়ামসন) থাকার ইঙ্গিতও কদিন আগে দেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন উইল ও’রুর্কি। টেস্ট ক্রিকেটেও তাঁর অভিষেক হয়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য তিনি ডাক পেয়েছেন।
বাংলাদেশের বিপক্ষেই গত বছরের নভেম্বর-ডিসেম্বরে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ড। সেই সিরিজের দলে থাকা গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, কাইল জেমিসন, ডেভন কনওয়ে, টম লাথামরা আছেন এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলেও। দল ঘোষণা প্রসঙ্গে স্টিড বলেন, ‘যেকোনো টেস্ট ম্যাচের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারা সম্মানের ব্যাপার। আমি জানি খেলোয়াড়েরাও মুখিয়ে আছে টেস্ট ক্রিকেটের নতুন গ্রীষ্ম সামনে রেখে। ঘরের মাঠে ও বাইরে অনেক টেস্ট ম্যাচ খেলতে হবে। দক্ষিণ আফ্রিকা সব সংস্করণেই শক্তিশালী দল। তাদের (দক্ষিণ আফ্রিকা) বিপক্ষে ঘরের মাঠে অথবা তাদের মাঠে কখনোই টেস্ট সিরিজ জেতা হয়নি আমাদের। আমরা দুটি কঠিন চ্যালেঞ্জ মোকাবিল করতে যাচ্ছি।’
সর্বশেষ বাংলাদেশ সিরিজের টেস্ট দল থেকে বাদ পড়েছেন ইশ সোধি, এজাজ প্যাটেল ও হেনরি। তাঁদের বাদ দেওয়া প্রসঙ্গে নিউজিল্যান্ড কোচ স্টিড বলেন, ‘গত ১৪ মাসে টেস্টে ম্যাচ জেতাতে এই তিন ক্রিকেটার দারুণ অবদান রেখেছে। তবে আমরা বিশ্বাস করি যে অভিজ্ঞতা ও তারুণ্যের একটা ভারসাম্য রাখা দরকার। নতুন খেলোয়াড়দের জন্য সুযোগ করে দিতে চাই।’
৪ ফেব্রুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট হ্যামিলটনের সেডন পার্কে শুরু হবে ১৩ ফেব্রুয়ারি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), কেইন উইলিয়ামসন, টম লাথাম, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, টম ব্লান্ডেল, নিল ওয়াগনার, উইল ও’রুর্কি (দ্বিতীয় টেস্টের জন্য)

মাউন্ট মঙ্গানুইতে ২০২২-এর জানুয়ারিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডকে টেস্টে হারায় বাংলাদেশ। রাচিন রবীন্দ্রর টেস্ট ক্যারিয়ারেও সর্বশেষ ম্যাচ এটি। সবকিছু ঠিকঠাক থাকলে দুই বছর পর টেস্ট দলে দেখা যেতে পারে রাচিনকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ১৩ সদস্যের দলটির নেতৃত্বে থাকছেন টিম সাউদি। দলে ডাক পেয়েছেন রাচিন। ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। কদিন আগে আইসিসির ২০২৩ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। টেস্ট ক্যারিয়ারে সব মিলে খেলেছেন ৩ ম্যাচ। বাংলাদেশে গত বছরের নভেম্বরে দুই টেস্টের দলে ডাক পেয়েছিলেন রাচীন। তবে কোনো ম্যাচের একাদশেই তাঁর জায়গা হয়নি।
টেস্ট সিরিজে ফিরছেন কেইন উইলিয়ামসনও। হাঁটুর চোট নিয়ে সংগ্রাম করতে থাকা উইলিয়ামসন পাকিস্তান সিরিজে পাঁচ টি-টোয়েন্টির দুই ম্যাচ খেলতে পেরেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর (উইলিয়ামসন) থাকার ইঙ্গিতও কদিন আগে দেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন উইল ও’রুর্কি। টেস্ট ক্রিকেটেও তাঁর অভিষেক হয়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য তিনি ডাক পেয়েছেন।
বাংলাদেশের বিপক্ষেই গত বছরের নভেম্বর-ডিসেম্বরে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ড। সেই সিরিজের দলে থাকা গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, কাইল জেমিসন, ডেভন কনওয়ে, টম লাথামরা আছেন এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলেও। দল ঘোষণা প্রসঙ্গে স্টিড বলেন, ‘যেকোনো টেস্ট ম্যাচের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারা সম্মানের ব্যাপার। আমি জানি খেলোয়াড়েরাও মুখিয়ে আছে টেস্ট ক্রিকেটের নতুন গ্রীষ্ম সামনে রেখে। ঘরের মাঠে ও বাইরে অনেক টেস্ট ম্যাচ খেলতে হবে। দক্ষিণ আফ্রিকা সব সংস্করণেই শক্তিশালী দল। তাদের (দক্ষিণ আফ্রিকা) বিপক্ষে ঘরের মাঠে অথবা তাদের মাঠে কখনোই টেস্ট সিরিজ জেতা হয়নি আমাদের। আমরা দুটি কঠিন চ্যালেঞ্জ মোকাবিল করতে যাচ্ছি।’
সর্বশেষ বাংলাদেশ সিরিজের টেস্ট দল থেকে বাদ পড়েছেন ইশ সোধি, এজাজ প্যাটেল ও হেনরি। তাঁদের বাদ দেওয়া প্রসঙ্গে নিউজিল্যান্ড কোচ স্টিড বলেন, ‘গত ১৪ মাসে টেস্টে ম্যাচ জেতাতে এই তিন ক্রিকেটার দারুণ অবদান রেখেছে। তবে আমরা বিশ্বাস করি যে অভিজ্ঞতা ও তারুণ্যের একটা ভারসাম্য রাখা দরকার। নতুন খেলোয়াড়দের জন্য সুযোগ করে দিতে চাই।’
৪ ফেব্রুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট হ্যামিলটনের সেডন পার্কে শুরু হবে ১৩ ফেব্রুয়ারি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), কেইন উইলিয়ামসন, টম লাথাম, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, টম ব্লান্ডেল, নিল ওয়াগনার, উইল ও’রুর্কি (দ্বিতীয় টেস্টের জন্য)

২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৭ মিনিট আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ নাকি বৃষ্টিকাপ—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যেভাবে বৃষ্টি বাগড়া দিচ্ছে, তাতে এমন প্রশ্ন দর্শকেরা করতেই পারেন। বুলাওয়েতে আজ আবহাওয়ার পূর্বাভাস সত্যি করেই বাংলাদেশ-নিউজিল্যান্ড যুব বিশ্বকাপের ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে শেষ পর্যন্ত জিতে গেছে বৃষ্টি।
২ ঘণ্টা আগে