
অবশেষে বহু প্রতীক্ষিত সেঞ্চুরিটা পেয়েছেন বিরাট কোহলি। ১০২০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে গতকাল আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করার পর ভারতীয় ব্যাটার দর্শকদের মাথা নিচু করে একবার অভিবাদনও দিয়েছেন। এরপর চুমু খেয়েছেন গলার চেইনে থাকা বিয়ের আংটিতে। আংটিতে চুমু খাওয়ার একটা বিশেষ কারণ ছিল তাঁর।
২০১৯ সালের নভেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন কোহলি। টি-টোয়েন্টি সংস্করণে এটি আবার প্রথম সেঞ্চুরি তাঁর। সেঞ্চুরিটি করেছেন আবার রাজকীয় ঢঙে। ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি। সেঞ্চুরি করার সময় মুখে ছিল তাঁর তৃপ্তির হাসি। সেঞ্চুরি করার পর গলার চেইনে থাকা বিয়ের আংটিতে চুমু খেয়েছেন তিনি। নিজেদের ইনিংস শেষে চুমু খাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক। তিনি বলেছেন, ‘গত আড়াই বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে। এক মাসের মধ্যে ৩৪ বছর পূর্ণ হবে আমার। বুনো যে উদ্যাপন (সেঞ্চুরির পর), সেগুলো এখন অতীত। আসলে আমি অবাকই হয়েছি। এই সংস্করণে সেঞ্চুরি পাব, কল্পনায়ও আসেনি। সেঞ্চুরির পর লকেটে চুমু খেয়েছি। কারণ, সবাই আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছে শুধু একজনের জন্য। সে আমাকে অনেক কিছুই অন্যভাবে দেখতে শিখিয়েছে। সে আনুশকা। আমার এই সেঞ্চুরি ওর জন্য, আমাদের ছোট্ট মেয়ে ভামিকার জন্যও। খারাপ খেললে মানুষ নানা রকম মন্তব্য করবে। কিন্তু আপনার মনের ভাষা কেউ বুঝতে চেষ্টা করবে না। ছয় সপ্তাহের বিরতি আমাকে আবার খেলাটা উপভোগ করাতে শেখাচ্ছে।’
৬১ বলে অপরাজিত ১২২ রানের বিধ্বংসী ইনিংসে অনেক রেকর্ড গড়েছেন কোহলি। টি-টোয়েন্টি সংস্করণে নিজের প্রথম সেঞ্চুরি। এশিয়া কাপে তিনি এই সংস্করণে প্রথম ক্রিকেটার হিসেবে গড়েছেন সেঞ্চুরির কীর্তি। আবার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে গড়েছেন সেঞ্চুরির রেকর্ড। এ সেঞ্চুরি দিয়ে আবার সব সংস্করণে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংয়ের ৭১টি সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়েছেন। পন্টিংকে ছাড়িয়ে যাবেন এতে সন্দেহ নেই। তবে সবার ওপরে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরি নিয়ে আছেন শীর্ষে। ছন্দ ফিরে পাওয়ায় নিশ্চয়ই তাঁকেও ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য থাকবে কোহলির।

অবশেষে বহু প্রতীক্ষিত সেঞ্চুরিটা পেয়েছেন বিরাট কোহলি। ১০২০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে গতকাল আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করার পর ভারতীয় ব্যাটার দর্শকদের মাথা নিচু করে একবার অভিবাদনও দিয়েছেন। এরপর চুমু খেয়েছেন গলার চেইনে থাকা বিয়ের আংটিতে। আংটিতে চুমু খাওয়ার একটা বিশেষ কারণ ছিল তাঁর।
২০১৯ সালের নভেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন কোহলি। টি-টোয়েন্টি সংস্করণে এটি আবার প্রথম সেঞ্চুরি তাঁর। সেঞ্চুরিটি করেছেন আবার রাজকীয় ঢঙে। ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি। সেঞ্চুরি করার সময় মুখে ছিল তাঁর তৃপ্তির হাসি। সেঞ্চুরি করার পর গলার চেইনে থাকা বিয়ের আংটিতে চুমু খেয়েছেন তিনি। নিজেদের ইনিংস শেষে চুমু খাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক। তিনি বলেছেন, ‘গত আড়াই বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে। এক মাসের মধ্যে ৩৪ বছর পূর্ণ হবে আমার। বুনো যে উদ্যাপন (সেঞ্চুরির পর), সেগুলো এখন অতীত। আসলে আমি অবাকই হয়েছি। এই সংস্করণে সেঞ্চুরি পাব, কল্পনায়ও আসেনি। সেঞ্চুরির পর লকেটে চুমু খেয়েছি। কারণ, সবাই আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছে শুধু একজনের জন্য। সে আমাকে অনেক কিছুই অন্যভাবে দেখতে শিখিয়েছে। সে আনুশকা। আমার এই সেঞ্চুরি ওর জন্য, আমাদের ছোট্ট মেয়ে ভামিকার জন্যও। খারাপ খেললে মানুষ নানা রকম মন্তব্য করবে। কিন্তু আপনার মনের ভাষা কেউ বুঝতে চেষ্টা করবে না। ছয় সপ্তাহের বিরতি আমাকে আবার খেলাটা উপভোগ করাতে শেখাচ্ছে।’
৬১ বলে অপরাজিত ১২২ রানের বিধ্বংসী ইনিংসে অনেক রেকর্ড গড়েছেন কোহলি। টি-টোয়েন্টি সংস্করণে নিজের প্রথম সেঞ্চুরি। এশিয়া কাপে তিনি এই সংস্করণে প্রথম ক্রিকেটার হিসেবে গড়েছেন সেঞ্চুরির কীর্তি। আবার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে গড়েছেন সেঞ্চুরির রেকর্ড। এ সেঞ্চুরি দিয়ে আবার সব সংস্করণে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংয়ের ৭১টি সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়েছেন। পন্টিংকে ছাড়িয়ে যাবেন এতে সন্দেহ নেই। তবে সবার ওপরে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরি নিয়ে আছেন শীর্ষে। ছন্দ ফিরে পাওয়ায় নিশ্চয়ই তাঁকেও ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য থাকবে কোহলির।

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১৩ মিনিট আগে
সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট খেলতেই যেন বেশি পছন্দ করেন ট্রাভিস হেড। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—যে সংস্করণই হোক, প্রতিপক্ষ দলের কাছে মূর্তিমান এক আতঙ্ক তিনি। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার আজ ভেঙে দিলেন স্যার ডন ব্র্যাডম্যানের ৯৬ বছরের পুরোনো এক রেকর্ড।
১ ঘণ্টা আগে
মিসরের হয়ে সময়টা ভালোই যাচ্ছে মোহাম্মদ সালাহর। দলের প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠছেন মিসরীয় এই ফরোয়ার্ড। ছন্দে থাকা সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) কোয়ার্টার ফাইনালে উঠে গেল মিসর।
৩ ঘণ্টা আগে
তিন দিন পেরিয়ে গেলেও মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যু নিয়ে কথাবার্তা চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর তোপ দেগেছেন দেশি-বিদেশি ক্রিকেটাররা। এবার সামনে এল চমকপ্রদ এক তথ্য।
৩ ঘণ্টা আগে