নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুঝে ওঠার আগেই যেন সরাসরি ফ্রিকিক গোল। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সমর্থকেরা। কী থেকে কী হয়ে গেল? এনামুল হক বিজয়ের ব্যাপারটিও যেন ওরকমই হয়ে গেল। কোনো আলোচনায় ছিলেন না। উপেক্ষিত এই ক্রিকেটারই হঠাৎ সুযোগ পেলেন বাংলাদেশ দলে। জ্বরে ভোগা লিটন দাস সেরে না ওঠায় এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় বিজয়কে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ৫৯.৫৭ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান করেছিলেন বিজয়। ৩ সেঞ্চুরির পাশাপাশি ছিল ৩ ফিফটি, যেখানে ব্যাটিং করেছিলেন ৯৭.৩১ স্ট্রাইক রেটে। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে এই মাসে হওয়া জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে রাখা হয়নি তাঁকে। তখন গুঞ্জনের ডালপালা মেলেছিল, শৃঙ্খলাভঙ্গের দায়ে ক্যাম্পে রাখা হয়নি বিজয়কে।
এশিয়া কাপ থেকে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন আগেই। দুই ওপেনার ও ব্যাক-আপ হিসেবে লিটন দাস, ডিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাঈম, ইমার্জিংয়ে উজ্জ্বল পারফরম্যান্স করা তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও জাকির হাসান ছিলেন টপ অর্ডারের বিবেচনায়। ৭ নম্বর পজিশনের কথা বলা হলেও সৌম্য সরকারের ওপেনিংয়ে খেলার অভিজ্ঞতা এই তালিকার সবার থেকেই বেশি। তিনিও ছিলেন আলোচনায়।
তামিমের পর এশিয়া কাপ থেকে লিটন ছিটকে গেছেন জ্বরের কারণে। স্বাভাবিকভাবেই জাতীয় দলের ক্যাম্পে যাঁদের এত দিন প্রস্তুত করা হচ্ছিল, তাঁদের থেকেই কেউ উইকেটরক্ষক ব্যাটারের জায়গায় সুযোগ পাওয়ার অগ্রাধিকার রাখেন। ১৭ জনের দলে না থাকলেও জাকির, সাইফ ও সৌম্য নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন নেটে।
কিন্তু বিসিবির মনও যেন রংধনুর মতো। বোঝা বেশ জটিল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, তাঁদের একজন টপ অর্ডার ব্যাটার দরকার, যিনি কিনা কিপিংও করতে পারেন। অথচ বিসিবির বিশেষ ক্যাম্পে থাকা জাকির হাসানও একজন টপ অর্ডার ব্যাটার ও কিপার। এখানে জাকিরকে না নেওয়ার একটাই ব্যাখ্যা হতে পারে, যেহেতু এই মুহূর্তে তামিম-নাঈম দুজনই বাঁহাতি, তাঁদের একজন ডানহাতি কিপার ব্যাটার দরকার। আরও মজার বিষয়, হঠাৎ সুযোগ পাওয়া বিজয় ক্যাম্পের শুরুর আগে থেকেই ছিলেন উপেক্ষিত। তিনিই হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে গেলেন।
কদিন আগেও বিজয়ের ঘরোয়া লিগের রানটা বেশ মূল্যায়ন পায়নি। কিন্তু আজ সকালে বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছে। আমরা বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে তাকে পর্যবেক্ষণে রেখেছি। সে সব সময় আমাদের বিবেচনায় ছিল। লিটনের পরিবর্তনে আমাদের একজন টপ অর্ডার ব্যাটার প্রয়োজন যে উইকেট কিপিং করতে পারে। এ জন্যই বিজয়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি।’
সর্বশেষ গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন বিজয়। ৩ ম্যাচে সব মিলিয়ে করেছিলেন ৩০ রান, যার ফলে বাদ পড়েছিলেন দল থেকে। এর আগের সিরিজে অবশ্য জিম্বাবুয়ে সফরে দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন। তবে ভারতের বিপক্ষে ভালো করতে না পারায় বাদ পড়তে হয়। গত বছর ডিপিএলকে রীতিমতো রানের ফোয়ারায় পরিণত করেছিলেন। ১১৩৮ রান করে লিস্ট ‘এ’ টুর্নামেন্টে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়েছিলেন বিজয়।

বুঝে ওঠার আগেই যেন সরাসরি ফ্রিকিক গোল। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সমর্থকেরা। কী থেকে কী হয়ে গেল? এনামুল হক বিজয়ের ব্যাপারটিও যেন ওরকমই হয়ে গেল। কোনো আলোচনায় ছিলেন না। উপেক্ষিত এই ক্রিকেটারই হঠাৎ সুযোগ পেলেন বাংলাদেশ দলে। জ্বরে ভোগা লিটন দাস সেরে না ওঠায় এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় বিজয়কে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ৫৯.৫৭ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান করেছিলেন বিজয়। ৩ সেঞ্চুরির পাশাপাশি ছিল ৩ ফিফটি, যেখানে ব্যাটিং করেছিলেন ৯৭.৩১ স্ট্রাইক রেটে। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে এই মাসে হওয়া জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে রাখা হয়নি তাঁকে। তখন গুঞ্জনের ডালপালা মেলেছিল, শৃঙ্খলাভঙ্গের দায়ে ক্যাম্পে রাখা হয়নি বিজয়কে।
এশিয়া কাপ থেকে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন আগেই। দুই ওপেনার ও ব্যাক-আপ হিসেবে লিটন দাস, ডিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাঈম, ইমার্জিংয়ে উজ্জ্বল পারফরম্যান্স করা তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও জাকির হাসান ছিলেন টপ অর্ডারের বিবেচনায়। ৭ নম্বর পজিশনের কথা বলা হলেও সৌম্য সরকারের ওপেনিংয়ে খেলার অভিজ্ঞতা এই তালিকার সবার থেকেই বেশি। তিনিও ছিলেন আলোচনায়।
তামিমের পর এশিয়া কাপ থেকে লিটন ছিটকে গেছেন জ্বরের কারণে। স্বাভাবিকভাবেই জাতীয় দলের ক্যাম্পে যাঁদের এত দিন প্রস্তুত করা হচ্ছিল, তাঁদের থেকেই কেউ উইকেটরক্ষক ব্যাটারের জায়গায় সুযোগ পাওয়ার অগ্রাধিকার রাখেন। ১৭ জনের দলে না থাকলেও জাকির, সাইফ ও সৌম্য নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন নেটে।
কিন্তু বিসিবির মনও যেন রংধনুর মতো। বোঝা বেশ জটিল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, তাঁদের একজন টপ অর্ডার ব্যাটার দরকার, যিনি কিনা কিপিংও করতে পারেন। অথচ বিসিবির বিশেষ ক্যাম্পে থাকা জাকির হাসানও একজন টপ অর্ডার ব্যাটার ও কিপার। এখানে জাকিরকে না নেওয়ার একটাই ব্যাখ্যা হতে পারে, যেহেতু এই মুহূর্তে তামিম-নাঈম দুজনই বাঁহাতি, তাঁদের একজন ডানহাতি কিপার ব্যাটার দরকার। আরও মজার বিষয়, হঠাৎ সুযোগ পাওয়া বিজয় ক্যাম্পের শুরুর আগে থেকেই ছিলেন উপেক্ষিত। তিনিই হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে গেলেন।
কদিন আগেও বিজয়ের ঘরোয়া লিগের রানটা বেশ মূল্যায়ন পায়নি। কিন্তু আজ সকালে বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছে। আমরা বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে তাকে পর্যবেক্ষণে রেখেছি। সে সব সময় আমাদের বিবেচনায় ছিল। লিটনের পরিবর্তনে আমাদের একজন টপ অর্ডার ব্যাটার প্রয়োজন যে উইকেট কিপিং করতে পারে। এ জন্যই বিজয়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি।’
সর্বশেষ গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন বিজয়। ৩ ম্যাচে সব মিলিয়ে করেছিলেন ৩০ রান, যার ফলে বাদ পড়েছিলেন দল থেকে। এর আগের সিরিজে অবশ্য জিম্বাবুয়ে সফরে দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন। তবে ভারতের বিপক্ষে ভালো করতে না পারায় বাদ পড়তে হয়। গত বছর ডিপিএলকে রীতিমতো রানের ফোয়ারায় পরিণত করেছিলেন। ১১৩৮ রান করে লিস্ট ‘এ’ টুর্নামেন্টে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়েছিলেন বিজয়।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
১০ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
১১ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
১২ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
১৩ ঘণ্টা আগে