Ajker Patrika

ভারতের খেলা দেখে ভনের খোঁচা, জবাবে কী বললেন ওয়াসিম

ক্রীড়া ডেস্ক    
মাইকেল ভনের খোঁচার পর জবাব দিয়েছেন ওয়াসিম জাফর।  ছবি: সংগৃহীত
মাইকেল ভনের খোঁচার পর জবাব দিয়েছেন ওয়াসিম জাফর। ছবি: সংগৃহীত

ওয়াসিম জাফর আর মাইকেল ভনের মধ্যে যে দারুণ খুনসুটি রয়েছে, সেটা তো সবারই জানা। আর যখন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলছে, তখন দুজনে কি চুপ করে থাকতে পারেন? লর্ডসে ভারত-ইংল্যান্ড রোমাঞ্চকর টেস্ট নিয়ে সামাজিক মাধ্যমে দুজনের মধ্যে চলেছে মজার গল্প।

১৯৩ রানের লক্ষ্যে নেমে পরশু চতুর্থ দিনে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। সেদিনই ওয়াশিংটন সুন্দর বলেছিলেন, ‘আগামীকাল (পঞ্চম দিন) ভারত অবশ্যই লাঞ্চের পরে জিততে যাচ্ছে।’ কিন্তু গতকাল শেষ দিনের প্রথম সেশনে ইংল্যান্ডের আগুনে বোলিংয়ে হঠাৎই ভারতের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৮২ রান। এমন অবস্থায় নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বিকেলে ভন লিখেছেন, ‘আপনার এখন কেমন লাগছে ওয়াসিম জাফর?’ ভারতের গুটিয়ে যাওয়া তখন সময়ের ব্যাপার হলেও এই ম্যাচ শেষ হয়েছে বাংলাদেশ সময় ১০টার কাছাকাছি সময়ে। শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত ম্যাচ হেরেছে ২২ রানে। ভনকে মেনশন করে এরপর রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ওয়াসিম লিখেছেন, ‘দুই দলের খেলা দেখেই গর্ব হচ্ছে মাইকেল। টেস্ট ক্রিকেট এত ভালো।’

সাত নম্বরে নামা রবীন্দ্র জাদেজা ১৮১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। নিতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজদের নিয়ে লড়াই করতে থাকেন জাদেজা। অবশেষে ৭৫তম ওভারের পঞ্চম বলে সিরাজকে বোল্ড করে ভারতের ইনিংসের ইতি টানেন শোয়েব বশির। রোমাঞ্চকর এই টেস্ট নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শচীন লিখেছেন, ‘এত কাছে এসেও পথটা দূরের মনে হচ্ছে। জাদেজা, বুমরা ও সিরাজ শেষ পর্যন্ত লড়াই করেছে। দারুণ খেলেছে ভারত। ইংল্যান্ড পাল্টা চাপ তৈরি করেছে এই ম্যাচে। যে ফল প্রাপ্য, সেটাই তারা পেয়েছে। এমন দারুণ জয়ের জন্য অভিনন্দন।’

লর্ডসে ২০০২ সালে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারত ন্যাটওয়েস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ২ উইকেটের রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছিল। সেবার এই লর্ডসের ব্যালকনিতে জামা উড়িয়ে উদযাপন করেছিলেন সৌরভ। ২৩ বছর পর এবার একই ভেন্যুতে প্রাণপণে লড়েও কাছাকাছি গিয়ে হারল ভারত। ম্যাচ শেষে সৌরভ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘কী দারুণ টেস্ট ম্যাচ। ভারত খুবই হতাশা নিয়ে লর্ডস ছাড়ছে। তারা তিনটা ম্যাচই দারুণ খেলেছে। তবে এখন তারা ২-১ ব্যবধানে পিছিয়ে। এই টেস্ট জেতা উচিত ছিল। জাদেজার লড়াইয়ে বোঝা গেছে ১৯৩ রান বড় কোনো স্কোর নয়।’

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে ২৩ জুলাই। পঞ্চম তথা শেষ টেস্টের ভেন্যু লন্ডনের দ্য ওভাল। এই টেস্ট ৩১ জুলাই শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত