Ajker Patrika

ছেলেদের দুঃসময়ে মেয়েদের সিরিজ জয়

ছেলেদের দুঃসময়ে মেয়েদের সিরিজ জয়

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও পরের চার ম্যাচে হেরেছে বাংলাদেশ। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন সাকিব আল হাসান। 

বাংলাদেশের ক্রিকেটের দুঃসময়ে অবশ্য সুখবর দিলেন নিগার সুলতানা জ্যোতিরা। আজ এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জ্যোতিরা সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতেছিল ৫ উইকেটে। আজ জিতল ২০ রানে। বাংলাদেশের দেওয়া ১২১ লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়ে পাকিস্তানের মেয়েরা করতে পারে ৭ উইকেটে ১০০ রান। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন বিসমা মারুফ। 

ইরাম জাভেদ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান। উম্মে-ই-এলাহি অপরাজিত ছিলেন ১৪ রানে। এ ছাড়া আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। বাংলাদেশের হয়ে সমান দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও রাবেয়া খান। 

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১২০ রান করে বাংলাদেশের মেয়েরা। দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারালেও বাংলাদেশের ওপরের ছয় ব্যাটার—শামীমা সুলতানা (১৮), মুরশিদা খাতুন (২০), শবনম মোস্তারি (১৬), নিগার সুলতানা (১০), স্বর্ণা আক্তার (২৭ *), রিতু মনি (১৯) ছুঁয়েছেন দুই অঙ্কের রান। নাহিদা আক্তার করেন ৪,১ রানে অপরাজিত ছিলেন শরীফা খাতুন। পাকিস্তানের হয়ে হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন ডায়ানা বেগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত