Ajker Patrika

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের মাঝেই গ্লোবাল সুপার লিগ, কেমন দল দিল রংপুর

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ জুন ২০২৫, ১৬: ৫৯
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের মাঝেই গ্লোবাল সুপার লিগ, কেমন দল দিল রংপুর
এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামছে রংপুর রাইডার্স। ছবি: এএফপি

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরেই গত বছর শিরোপা জেতে রংপুর রাইডার্স। দলটি এবার নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। এবারও রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স জিএসএলের জন্য গত রাতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সোহানের নেতৃত্বাধীন দলে আছেন দুই বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখ। সৌম্য গতবার রংপুরকে চ্যাম্পিয়ন করাতে অসাধারণ অবদান রেখেছিলেন। ফাইনালসেরা, টুর্নামেন্টসেরা—দুটি পুরস্কারই জিতেছিলেন তিনি। ৫ ম্যাচে ২ ফিফটিতে ১৮৮ রান করেছিলেন সৌম্য। তবে এই দলে জায়গা হয়নি শেখ মেহেদী হাসানের। জিএসএলের প্রথম আসরে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

মেহেদীকে জিএসএলের দলে না রাখার কারণ হতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। কারণ, ১০ থেকে ১৮ জুলাই গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে হবে জিএসএল। অন্যদিকে ১০, ১৩ ও ১৬ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিন টি-টোয়েন্টি। সেক্ষেত্রে সৌম্য রংপুর দলে থাকলেও জিএসএল বাদ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে। সূত্রে জানা গেছে, বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের কারণে রংপুরের দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

সোহানের নেতৃত্বাধীন রংপুরে জিএসএলে দেশিদের মধ্যে আরও আছেন মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, আবু হায়দার রনি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সাইফ হাসান ও রাকিবুল হাসান। ২০২৪-২৫ বিপিএলে অঙ্কন, রাব্বি টি-টোয়েন্টির চাহিদাসম্পন্ন ইনিংস খেলেছিলেন। রাকিবুল হাসান বাঁহাতের ঘূর্ণিতে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন।

২০২৫ জিএসএলে রংপুরে সাত বিদেশির মধ্যে তিন বিদেশিই পাকিস্তানের। সেই তিন পাকিস্তানি হলেন ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ ও খাজা নাফে। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান আছেন সুপার লিগের দলে। ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, দক্ষিণ আফ্রিকার তাবরেইজ শামসি ও যুক্তরাষ্ট্র থেকে হারমিত সিং আছেন রংপুরের দলে।

তিন পাকিস্তানি রংপুরের জিএসএল শিরোপা ধরে রাখার মিশনে থাকলেও অলরাউন্ডার খুশদিল শাহর জায়গা হয়নি। ২০২৪-২৫ বিপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ে রংপুরকে অনেক ম্যাচ জিতিয়েছিলেন। পাশাপাশি তাঁর বাঁ হাতের ঘূর্ণিজাদু তো ছিলই। সবশেষ বিপিএলে ইফতিখার আহমেদ, আকিফ জাভেদও খেলেছিলেন রংপুরের হয়ে। খাজার দল ছিল চিটাগং কিংস।

২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুরের দল

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাইল মায়ার্স, তাবরেইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাজা নাফে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত