নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সাকিব আল হাসানকে হঠাৎ দেখে যে কেউ ধন্ধে পড়তে পারেন! মনে হতে পারে সুইমিংপুল থেকে গোসল করে এসেছেন। কেউ এমনটা মনে করলে অবশ্য দোষও দেওয়া যাবে না! আজ মিরপুর শেরেবাংলার ইনডোর থেকে সাকিব যখন ফিরছিলেন তখন তাঁর পুরো শরীর ভিজে জবুথবু। অবশ্য পানিতে নয়, এই ভেজা ঘামে।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কাল সাকিবের দল মোহামেডানের খেলা ছিল না। দলের অন্যদেরও অনুশীলন করতে দেখা যায়নি। তবে কয়েকজন নেট বোলারকে নিয়ে সাকিব চলে এসেছিলেন মিরপুরে।
দুপুরে তখন শেখ জামাল ধানমন্ডি ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের খেলা চলছিল। শেখ জামালের ইনিংসের শুরুতে হঠাৎ দেখা গেল বাউন্ডারি দড়ির পাশ ঘেঁষে সাকিব কয়েকজনকে নিয়ে এগিয়ে যাচ্ছেন ইনডোরের দিকে। জ্যৈষ্ঠর খরতাপ উপেক্ষা করে এক ঘণ্টার ওপর সেখানে বোলিং–ব্যাটিংয়ে ঘাম ঝরান তিনি। শেখ জামালের ইনিংসের একেবারে শেষে রদিকে ফেরেন ইনডোর থেকে। সে সময় সাকিবকে দেখে মনে হচ্ছিল গোসল করে ফিরছেন।
ইনডোর থেকে ফিরেই মাঠ ছাড়েননি সাকিব। দিনের শেষ ম্যাচটা ছিল গাজী গ্রুপ আর প্রাইম দোলেশ্বরের। ততক্ষণে দুই দল মাঠে। ইনডোর থেকে ফেরার পথে সাকিবের সঙ্গে দেখা হয় গাজী গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহর। দুই জন মিলে বেশ কিছুক্ষণ আড্ডাও দেন। মাহমুদউল্লার সঙ্গে আড্ডা শেষ হতেই দেখা টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গেও। লাল বলের অধিনায়কের সঙ্গে বেশ কিছুক্ষণ খুনসুটি করার পর মাঠ ছাড়েন সাকিব।
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এখনো ছন্দে ফিরতে পারেননি সাকিব। সব মিলিয়ে গত ৯ ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছেন ৯৭ রান। উইকেট পেয়েছেন ম্যাচ সমান। ফর্মহীনতা দূর করে স্বরূপে ফিরতে এখন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সাকিব। পরিশ্রম নামের সেই চাবিকাঠির সঙ্গে নিয়মিত দেখা তো দিচ্ছেন, এবার কি তবে সাফল্যের দেখা পাবেন?

ঢাকা: সাকিব আল হাসানকে হঠাৎ দেখে যে কেউ ধন্ধে পড়তে পারেন! মনে হতে পারে সুইমিংপুল থেকে গোসল করে এসেছেন। কেউ এমনটা মনে করলে অবশ্য দোষও দেওয়া যাবে না! আজ মিরপুর শেরেবাংলার ইনডোর থেকে সাকিব যখন ফিরছিলেন তখন তাঁর পুরো শরীর ভিজে জবুথবু। অবশ্য পানিতে নয়, এই ভেজা ঘামে।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কাল সাকিবের দল মোহামেডানের খেলা ছিল না। দলের অন্যদেরও অনুশীলন করতে দেখা যায়নি। তবে কয়েকজন নেট বোলারকে নিয়ে সাকিব চলে এসেছিলেন মিরপুরে।
দুপুরে তখন শেখ জামাল ধানমন্ডি ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের খেলা চলছিল। শেখ জামালের ইনিংসের শুরুতে হঠাৎ দেখা গেল বাউন্ডারি দড়ির পাশ ঘেঁষে সাকিব কয়েকজনকে নিয়ে এগিয়ে যাচ্ছেন ইনডোরের দিকে। জ্যৈষ্ঠর খরতাপ উপেক্ষা করে এক ঘণ্টার ওপর সেখানে বোলিং–ব্যাটিংয়ে ঘাম ঝরান তিনি। শেখ জামালের ইনিংসের একেবারে শেষে রদিকে ফেরেন ইনডোর থেকে। সে সময় সাকিবকে দেখে মনে হচ্ছিল গোসল করে ফিরছেন।
ইনডোর থেকে ফিরেই মাঠ ছাড়েননি সাকিব। দিনের শেষ ম্যাচটা ছিল গাজী গ্রুপ আর প্রাইম দোলেশ্বরের। ততক্ষণে দুই দল মাঠে। ইনডোর থেকে ফেরার পথে সাকিবের সঙ্গে দেখা হয় গাজী গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহর। দুই জন মিলে বেশ কিছুক্ষণ আড্ডাও দেন। মাহমুদউল্লার সঙ্গে আড্ডা শেষ হতেই দেখা টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গেও। লাল বলের অধিনায়কের সঙ্গে বেশ কিছুক্ষণ খুনসুটি করার পর মাঠ ছাড়েন সাকিব।
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এখনো ছন্দে ফিরতে পারেননি সাকিব। সব মিলিয়ে গত ৯ ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছেন ৯৭ রান। উইকেট পেয়েছেন ম্যাচ সমান। ফর্মহীনতা দূর করে স্বরূপে ফিরতে এখন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সাকিব। পরিশ্রম নামের সেই চাবিকাঠির সঙ্গে নিয়মিত দেখা তো দিচ্ছেন, এবার কি তবে সাফল্যের দেখা পাবেন?

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৩৮ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
২ ঘণ্টা আগে