ক্রীড়া ডেস্ক

কলম্বোয় কয়েকটি মাইলফলক হাতছানি দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের সামনে। আরেকটি ক্যাচ-স্ট্যাম্পিং করলেই উইকেটকিপার হিসেবে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে যাবেন লিটন দাস। ১৯ রান করলে টেস্টে সাকিব আল হাসানকে ছাড়িয়ে মুমিনুল হক হবেন বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এ ছাড়া আর আরও কয়েকটি মাইলফলক হতে পারে। দেখে নিতে পারেন সেগুলো।
১১৪
টেস্টে উইকেটকিপার হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ডিসমিসাল মুশফিকুর রহিমের। ৯৯ ইনিংসে ১১৩টি ডিসমিসাল তাঁর। গল টেস্টে তাঁর পাশে বসেন আরেক উইকেটকিপার লিটন দাস। মাত্র ৬৪ ইনিংসে মুশফিককে ছুঁয়ে ফেলেন তিনি। কলম্বো টেস্টে আরেকটি ডিসমিসাল (ক্যাচ-স্ট্যাম্পিং) করলেই সবার ওপরে বসবেন লিটন।
২
২ রান করলেই পাকিস্তানের কিংবদন্তি ইনাজামাম-উল হককে (১৫৫৯) ছাড়িয়ে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন মুশফিক (১৫৫৮)।
১৯
আর ১৯ রান করলে সাকিব আল হাসানকে (৪৬০৯) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন মুমিনুল হক (৪৫৯১)।
৩৪
কলম্বো টেস্টে ৩৪ রান করলে মাহমুদউল্লাহ রিয়াদকে (২৯১৪) ছাড়িয়ে যাবেন লিটন (২৮৮১)। আর ১৪৬ রান করতে পারলে হাবিবুল বাশারকে (৩০২৬) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে উঠবেন।
৫
৫ উইকেট পেলে টেস্টে বাংলাদেশের ৭ম ক্রিকেটার হিসেবে উইকেটের ফিফটি করবেন নাঈম হাসান। স্পিনার হিসেবে পঞ্চম হবেন।
৯
তাইজুল ইসলাম যদি ৯ উইকেট নিতে পারেন, সাকিবকে ছাড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হবেন তিনি। সাকিব নিয়েছেন ৪২ উইকেট, তাইজুলের এখন ৩৪ উইকেট।

কলম্বোয় কয়েকটি মাইলফলক হাতছানি দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের সামনে। আরেকটি ক্যাচ-স্ট্যাম্পিং করলেই উইকেটকিপার হিসেবে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে যাবেন লিটন দাস। ১৯ রান করলে টেস্টে সাকিব আল হাসানকে ছাড়িয়ে মুমিনুল হক হবেন বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এ ছাড়া আর আরও কয়েকটি মাইলফলক হতে পারে। দেখে নিতে পারেন সেগুলো।
১১৪
টেস্টে উইকেটকিপার হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ডিসমিসাল মুশফিকুর রহিমের। ৯৯ ইনিংসে ১১৩টি ডিসমিসাল তাঁর। গল টেস্টে তাঁর পাশে বসেন আরেক উইকেটকিপার লিটন দাস। মাত্র ৬৪ ইনিংসে মুশফিককে ছুঁয়ে ফেলেন তিনি। কলম্বো টেস্টে আরেকটি ডিসমিসাল (ক্যাচ-স্ট্যাম্পিং) করলেই সবার ওপরে বসবেন লিটন।
২
২ রান করলেই পাকিস্তানের কিংবদন্তি ইনাজামাম-উল হককে (১৫৫৯) ছাড়িয়ে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন মুশফিক (১৫৫৮)।
১৯
আর ১৯ রান করলে সাকিব আল হাসানকে (৪৬০৯) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন মুমিনুল হক (৪৫৯১)।
৩৪
কলম্বো টেস্টে ৩৪ রান করলে মাহমুদউল্লাহ রিয়াদকে (২৯১৪) ছাড়িয়ে যাবেন লিটন (২৮৮১)। আর ১৪৬ রান করতে পারলে হাবিবুল বাশারকে (৩০২৬) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে উঠবেন।
৫
৫ উইকেট পেলে টেস্টে বাংলাদেশের ৭ম ক্রিকেটার হিসেবে উইকেটের ফিফটি করবেন নাঈম হাসান। স্পিনার হিসেবে পঞ্চম হবেন।
৯
তাইজুল ইসলাম যদি ৯ উইকেট নিতে পারেন, সাকিবকে ছাড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হবেন তিনি। সাকিব নিয়েছেন ৪২ উইকেট, তাইজুলের এখন ৩৪ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৫ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৭ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১০ ঘণ্টা আগে