
ম্যাচ শেষে সাধারণত সংবাদ সম্মেলনে নিজ দলের পারফরম্যান্স নিয়েই প্রশ্ন-উত্তর হয়। তবে গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স উড়িয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে দেখা গেল ভিন্ন কিছু।
সংবাদ সম্মেলনে এসে কুমিল্লার কোচ সালাহ উদ্দিনকে উত্তর দিতে হচ্ছে তাঁর দলের পারফরম্যান্সের চেয়ে বাইরের বিষয় নিয়েই। তেমনি এক প্রশ্নের উত্তরে সালাহ উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশের ৯০ ভাগ ক্রিকেটারের ম্যাচিউরিটি আসেনি।
বিপিএল শুরুর সময় টুর্নামেন্টকে খেলোয়াড় তৈরির বড় উপলক্ষ হিসেবে দেখা হয়েছিল। তবে সেটা কাজে লাগাতে পারেননি দেশীয় ক্রিকেটাররা। সেভাবে কোনো ক্রিকেটার এই টুর্নামেন্ট থেকে উঠে আসেনি। ক্রিকেটার উঠে না আসার কারণ এভাবে ব্যাখ্যা করেছেন সালাহ উদ্দিন, ‘এ ধরনের উইকেটে আমাদের খেলার অভ্যাস আছে। আমরা যদি উইকেটের দোষ দিই, ভালো না। এরপর যদি ভালো না খেলে তখন মনে করি, বড় সমস্যা আছে। সব সময় মনে করি, উইকেট যদি ১২০ রানের হয়, তুমি ১২০ রানের মতো খেলো। উইকেট ২০০ রানের হলে ২০০ এর মতো খেলো। যদিও মনে করি, আমাদের ৯০ ভাগ ব্যাটারেরই পরিণতবোধটা আসেনি। সেটা কবে হবে জানি না।’
ক্রিকেটারদের ইতিবাচকভাবে চেষ্টা করা উচিত বলে মনে করেন সালাহ উদ্দিন। জাতীয় দলের সাবেক সহকারী কোচ বলেছেন, ‘একটু গভীরভাবে চিন্তা করলে তারা হয়তো এটা কাটিয়ে উঠতে পারবে। তারা যদি চেষ্টা করে, তাহলে হয়তো আস্তে আস্তে কাটিয়ে উঠবে। অনেক সময় উইকেট খারাপ দেখলে দ্রুত নেতিবাচক মানসিকতায় চলে যায় বেশির ভাগ ছেলে। সেটাকে ইতিবাচকভাবে কীভাবে দেখতে হয়, সেটা তারা দেখতে পারে না। তার দোষ দিয়ে লাভ নেই। এটাতেও একটা শিক্ষার ব্যাপার আছে। এটা নিয়ে আমিও খুব হতাশ। এটা কবে হবে, এটা নিয়ে আমি, সোহেল ইসলাম খুব চিন্তা করি। কীভাবে তাদের মানসিক দিকটা আরও ভালো করা যায়। ছোটবেলা থেকে হয়তো ওইভাবে গড়ে ওঠেনি।’

ম্যাচ শেষে সাধারণত সংবাদ সম্মেলনে নিজ দলের পারফরম্যান্স নিয়েই প্রশ্ন-উত্তর হয়। তবে গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স উড়িয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে দেখা গেল ভিন্ন কিছু।
সংবাদ সম্মেলনে এসে কুমিল্লার কোচ সালাহ উদ্দিনকে উত্তর দিতে হচ্ছে তাঁর দলের পারফরম্যান্সের চেয়ে বাইরের বিষয় নিয়েই। তেমনি এক প্রশ্নের উত্তরে সালাহ উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশের ৯০ ভাগ ক্রিকেটারের ম্যাচিউরিটি আসেনি।
বিপিএল শুরুর সময় টুর্নামেন্টকে খেলোয়াড় তৈরির বড় উপলক্ষ হিসেবে দেখা হয়েছিল। তবে সেটা কাজে লাগাতে পারেননি দেশীয় ক্রিকেটাররা। সেভাবে কোনো ক্রিকেটার এই টুর্নামেন্ট থেকে উঠে আসেনি। ক্রিকেটার উঠে না আসার কারণ এভাবে ব্যাখ্যা করেছেন সালাহ উদ্দিন, ‘এ ধরনের উইকেটে আমাদের খেলার অভ্যাস আছে। আমরা যদি উইকেটের দোষ দিই, ভালো না। এরপর যদি ভালো না খেলে তখন মনে করি, বড় সমস্যা আছে। সব সময় মনে করি, উইকেট যদি ১২০ রানের হয়, তুমি ১২০ রানের মতো খেলো। উইকেট ২০০ রানের হলে ২০০ এর মতো খেলো। যদিও মনে করি, আমাদের ৯০ ভাগ ব্যাটারেরই পরিণতবোধটা আসেনি। সেটা কবে হবে জানি না।’
ক্রিকেটারদের ইতিবাচকভাবে চেষ্টা করা উচিত বলে মনে করেন সালাহ উদ্দিন। জাতীয় দলের সাবেক সহকারী কোচ বলেছেন, ‘একটু গভীরভাবে চিন্তা করলে তারা হয়তো এটা কাটিয়ে উঠতে পারবে। তারা যদি চেষ্টা করে, তাহলে হয়তো আস্তে আস্তে কাটিয়ে উঠবে। অনেক সময় উইকেট খারাপ দেখলে দ্রুত নেতিবাচক মানসিকতায় চলে যায় বেশির ভাগ ছেলে। সেটাকে ইতিবাচকভাবে কীভাবে দেখতে হয়, সেটা তারা দেখতে পারে না। তার দোষ দিয়ে লাভ নেই। এটাতেও একটা শিক্ষার ব্যাপার আছে। এটা নিয়ে আমিও খুব হতাশ। এটা কবে হবে, এটা নিয়ে আমি, সোহেল ইসলাম খুব চিন্তা করি। কীভাবে তাদের মানসিক দিকটা আরও ভালো করা যায়। ছোটবেলা থেকে হয়তো ওইভাবে গড়ে ওঠেনি।’

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
২ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে