
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরুর প্রায় ৫০ দিন আগে অবসর ভেঙে ফিরেছেন বেন স্টোকস। তাঁকে ফেরানোর ব্যাপারে অনেক চেষ্টা করা হচ্ছিল। তবে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার বলছেন ভিন্ন কথা।
গত বছরের ১৮ জুলাই ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। এরপর টেস্ট ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করে আসছিলেন তিনি। আর বিশ্বকাপ কাছাকাছি এসে পড়তেই তাঁর (স্টোকস) ভেঙে ওয়ানডে দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে গত মঙ্গলবার জানা গিয়েছিল, যদি জস বাটলার অনুরোধ করেন, তাহলে তিনি (স্টোকস) বিশ্বকাপ খেলতে আগ্রহী। এর আগে দলটির সীমিত ওভারের ক্রিকেট কোচ ম্যাথ্যু মটও জানিয়েছিলেন, বাটলার সম্ভবত স্টোকসের সঙ্গে যোগাযোগ করবেন। এ ব্যাপারে বাটলার আজ বলেন, ‘বেন নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। তার সঙ্গে অনেক দিন আমি খেলেছি। তাকে যে বারবার বলতাম ‘চলে আসো, চলে আসো’ সত্যি বলতে বেনের ক্ষেত্রে এভাবে এটা হয়নি। সে নিজেই মনস্থির করেছে।’
২০১৯ বিশ্বকাপে স্টোকসের বীরত্বে শিরোপা জেতে ইংল্যান্ড। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৯৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আর বিশ্বকাপে ১১ ম্যাচে ৬৬.৪২ গড় ও ৯৩.১৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৬৫ রান। পাঁচটা ফিফটি করেন সেই বিশ্বকাপে। বাটলার বলেন, ‘আমাদের নিজের মধ্যে কথাবার্তা হয়েছে। বিশ্বকাপের মতো প্রতিযোগিতামূলক মঞ্চে খেলতেই তাকে অনুপ্রাণিত করেছে। ইংল্যান্ডের জার্সি পরতে এটাই তাকে উদ্বুদ্ধ করেছে। আমি খুশি যে সে এটা বুঝেছে।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরুর প্রায় ৫০ দিন আগে অবসর ভেঙে ফিরেছেন বেন স্টোকস। তাঁকে ফেরানোর ব্যাপারে অনেক চেষ্টা করা হচ্ছিল। তবে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার বলছেন ভিন্ন কথা।
গত বছরের ১৮ জুলাই ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। এরপর টেস্ট ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করে আসছিলেন তিনি। আর বিশ্বকাপ কাছাকাছি এসে পড়তেই তাঁর (স্টোকস) ভেঙে ওয়ানডে দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে গত মঙ্গলবার জানা গিয়েছিল, যদি জস বাটলার অনুরোধ করেন, তাহলে তিনি (স্টোকস) বিশ্বকাপ খেলতে আগ্রহী। এর আগে দলটির সীমিত ওভারের ক্রিকেট কোচ ম্যাথ্যু মটও জানিয়েছিলেন, বাটলার সম্ভবত স্টোকসের সঙ্গে যোগাযোগ করবেন। এ ব্যাপারে বাটলার আজ বলেন, ‘বেন নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। তার সঙ্গে অনেক দিন আমি খেলেছি। তাকে যে বারবার বলতাম ‘চলে আসো, চলে আসো’ সত্যি বলতে বেনের ক্ষেত্রে এভাবে এটা হয়নি। সে নিজেই মনস্থির করেছে।’
২০১৯ বিশ্বকাপে স্টোকসের বীরত্বে শিরোপা জেতে ইংল্যান্ড। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৯৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আর বিশ্বকাপে ১১ ম্যাচে ৬৬.৪২ গড় ও ৯৩.১৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৬৫ রান। পাঁচটা ফিফটি করেন সেই বিশ্বকাপে। বাটলার বলেন, ‘আমাদের নিজের মধ্যে কথাবার্তা হয়েছে। বিশ্বকাপের মতো প্রতিযোগিতামূলক মঞ্চে খেলতেই তাকে অনুপ্রাণিত করেছে। ইংল্যান্ডের জার্সি পরতে এটাই তাকে উদ্বুদ্ধ করেছে। আমি খুশি যে সে এটা বুঝেছে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে