
ক্রিকেটীয় দক্ষতার সঙ্গে মেধার সমন্বয় ঘটানোর কাজে দারুণ পটু মাহেন্দ্র সিং ধোনি। বহুবার তা মাঠে দেখিয়েছেন তিনি। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে আরেকবার দেখালেন ভারতের সাবেক অধিনায়ক।
গতকাল চিপকে গুজরাট টাইটানসকে ১৫ রানে হারিয়ে চেন্নাই সুপার কিংসকে ফাইনালে তোলার ম্যাচে দুর্দান্ত এক বুদ্ধির পরিচয় দিয়েছেন ধোনি। ফিল্ডিংয়ের সময় নিজের সেরা অস্ত্র মাথিশা পাথিরানাকে দিয়ে বোলিং করানোর জন্য ম্যাচের চার মিনিট সময় নষ্ট করেছেন তিনি। এতে করে শেষ ওভারে ৩০ গজের বাইরে একজন কম ফিল্ডার নিয়ে বোলিং করলেও নিজের কাজটা আগেই হাসিল করে নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক।
বরাবরের মতোই ডেড ওভারে পাথিরানাকে দিয়ে বোলিং করাতে শ্রীলঙ্কান পেসারের ওভার রেখে দিয়েছিলেন ধোনি। কিন্তু গতকাল ১৬তম ওভার করাতে এসে বিপদে পড়েন তিনি। ওভারটি করার আগে কিছু সময় মাঠের বাইরে থাকায় আইসিসির নিয়মে পাথিরানার বোলিং করার কোনো সুযোগ ছিল না। নিয়ম হচ্ছে, একজন বোলার যত সময় বাইরে থাকবেন, ঠিক তত সময় মাঠে থাকার পর বোলিংয়ে আসতে পারবেন।
এই নিয়মেই তখন চার মিনিট সময় অতিক্রান্ত হওয়ার বাকি ছিল পাথিরানার। সময়টা অতিবাহিত করার জন্যই ১৬তম ওভারটির আগে আম্পায়ারদের সঙ্গে গল্পে মাতেন ধোনি। আর এতে উইকেটরক্ষক ব্যাটারের পরিকল্পনাও সফল হয়। শেষ ৫ ওভারে ৭১ রানের প্রয়োজন ছিল গুজরাটের। এ সময় ৩ ওভার বোলিং করে ২৭ রানে ২ উইকেট নেন লাসিথ মালিঙ্গার মতো বোলিং করা এই পেসার। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে ১৫ রানের জয় পায় চেন্নাই।
কোনো কারণ ছাড়াই সে সময় আম্পায়ারদের সঙ্গে ধোনির কী এমন আলোচনা হচ্ছিল তা নিয়ে প্রেস বক্সে কথা উঠেছিল। সে সময় জানা না গেলেও ম্যাচ শেষে জানা যায়, সময় নষ্ট করাই উদ্দেশে ছিল ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের। সেই সময় ক্রিজে থাকা গুজরাটের ব্যাটার বিজয় শঙ্কর বলেছেন, ‘পাথিরানা যেহেতু মাঠের বাইরে ছিল, তার কিছু সময় প্রয়োজন ছিল। মনে হয় সে জন্যই সময় নেওয়া হচ্ছিল।’

ক্রিকেটীয় দক্ষতার সঙ্গে মেধার সমন্বয় ঘটানোর কাজে দারুণ পটু মাহেন্দ্র সিং ধোনি। বহুবার তা মাঠে দেখিয়েছেন তিনি। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে আরেকবার দেখালেন ভারতের সাবেক অধিনায়ক।
গতকাল চিপকে গুজরাট টাইটানসকে ১৫ রানে হারিয়ে চেন্নাই সুপার কিংসকে ফাইনালে তোলার ম্যাচে দুর্দান্ত এক বুদ্ধির পরিচয় দিয়েছেন ধোনি। ফিল্ডিংয়ের সময় নিজের সেরা অস্ত্র মাথিশা পাথিরানাকে দিয়ে বোলিং করানোর জন্য ম্যাচের চার মিনিট সময় নষ্ট করেছেন তিনি। এতে করে শেষ ওভারে ৩০ গজের বাইরে একজন কম ফিল্ডার নিয়ে বোলিং করলেও নিজের কাজটা আগেই হাসিল করে নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক।
বরাবরের মতোই ডেড ওভারে পাথিরানাকে দিয়ে বোলিং করাতে শ্রীলঙ্কান পেসারের ওভার রেখে দিয়েছিলেন ধোনি। কিন্তু গতকাল ১৬তম ওভার করাতে এসে বিপদে পড়েন তিনি। ওভারটি করার আগে কিছু সময় মাঠের বাইরে থাকায় আইসিসির নিয়মে পাথিরানার বোলিং করার কোনো সুযোগ ছিল না। নিয়ম হচ্ছে, একজন বোলার যত সময় বাইরে থাকবেন, ঠিক তত সময় মাঠে থাকার পর বোলিংয়ে আসতে পারবেন।
এই নিয়মেই তখন চার মিনিট সময় অতিক্রান্ত হওয়ার বাকি ছিল পাথিরানার। সময়টা অতিবাহিত করার জন্যই ১৬তম ওভারটির আগে আম্পায়ারদের সঙ্গে গল্পে মাতেন ধোনি। আর এতে উইকেটরক্ষক ব্যাটারের পরিকল্পনাও সফল হয়। শেষ ৫ ওভারে ৭১ রানের প্রয়োজন ছিল গুজরাটের। এ সময় ৩ ওভার বোলিং করে ২৭ রানে ২ উইকেট নেন লাসিথ মালিঙ্গার মতো বোলিং করা এই পেসার। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে ১৫ রানের জয় পায় চেন্নাই।
কোনো কারণ ছাড়াই সে সময় আম্পায়ারদের সঙ্গে ধোনির কী এমন আলোচনা হচ্ছিল তা নিয়ে প্রেস বক্সে কথা উঠেছিল। সে সময় জানা না গেলেও ম্যাচ শেষে জানা যায়, সময় নষ্ট করাই উদ্দেশে ছিল ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের। সেই সময় ক্রিজে থাকা গুজরাটের ব্যাটার বিজয় শঙ্কর বলেছেন, ‘পাথিরানা যেহেতু মাঠের বাইরে ছিল, তার কিছু সময় প্রয়োজন ছিল। মনে হয় সে জন্যই সময় নেওয়া হচ্ছিল।’

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
২ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে