নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

কয়েক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। তবে বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। মাঝেমধ্যে মাইক্রোফোন হাতেও দেখা যায় তাঁকে। আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও আসা-যাওয়া। তাই তাঁর অবসরের পর থেকেই গুঞ্জন— ক্রিকেট প্রশাসন বা বিসিবিতে কি আসছেন তামিম?
হাজারও ক্রিকেটপ্রেমীর এমন জিজ্ঞাসার জবাব আজ দিয়েছেন তামিম ইকবাল। বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকাকে হারানোর পর সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের অধিনায়ক বললেন, ‘এই মুহূর্তে নয়। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। এখন তো অবসরে। প্রিমিয়ার লিগটা সময়মতো হলে সেটাও খেলব। যতটুকু সম্ভব খেলতে থাকব। আমার মনোযোগ থাকবে খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে। এসব নিয়েই ব্যস্ত থাকব।’
ছেলে আরহাম ইকবালের খেলা দেখতে মাঠে আসা নিয়েও কথা বলেছেন তামিম, ‘আমি যখন ব্যাট করছিলাম, তখন দেখার সুযোগ হয়নি আমার ছেলে কার সঙ্গে কথা বলছিল। তবে জানি, বাবার খেলা দেখতে সে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে। বিশেষ করে এই ম্যাচ দেখার জন্য। আমি খুশি যে, সে দারুণ একটি ম্যাচ উপভোগ করতে পেরেছে। আমরা যেভাবে ম্যাচ শেষ করেছি, ১৪ ওভারে শেষ করতে পারলে আরও ভালো হতো। এতে আমরা সবকিছুতে এগিয়ে থাকতে পারতাম।’
বরিশাল ৬ ম্যাচ খেলে ফেললেও এখনো ভালো একটা কম্বিনেশন দাঁড় করাতে পারেননি। এটা ভাবাচ্ছে তামিমকে, ‘সামনের ম্যাচগুলোয় কিছু পরিবর্তন আসতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যত তাড়াতাড়ি সম্ভব সঠিক কম্বিনেশন তৈরি করতে হবে। আমাদের প্রথম কয়েকটি ম্যাচে প্রায় একই একাদশ ছিল। আজকের কম্বিনেশনও বেশ ভালো ছিল।’
চট্টগ্রামের উইকেট নিয়ে সন্তুষ্ট তামিম। বললেন, ‘এবার বিপিএলের উইকেট খুবই ভালো। মিরপুর ও সিলেটের উইকেটও দারুণ ছিল। চট্টগ্রামের উইকেটের সঙ্গে বাউন্ডারির মাপও যথাযথ। এই ধরনের উইকেট এবং সঠিক সাইজের বাউন্ডারি থাকা উচিত।’ চট্টগ্রামের দর্শকদেরও প্রশংসা করেন তামিম, ‘এখানকার দর্শকেরা দারুণ। এবারের বিপিএলের বেশির ভাগ ম্যাচেই দর্শক উপস্থিতি ছিল ভালো। এটি আমাদের জন্য অনেক অনুপ্রেরণার।’

কয়েক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। তবে বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। মাঝেমধ্যে মাইক্রোফোন হাতেও দেখা যায় তাঁকে। আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও আসা-যাওয়া। তাই তাঁর অবসরের পর থেকেই গুঞ্জন— ক্রিকেট প্রশাসন বা বিসিবিতে কি আসছেন তামিম?
হাজারও ক্রিকেটপ্রেমীর এমন জিজ্ঞাসার জবাব আজ দিয়েছেন তামিম ইকবাল। বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকাকে হারানোর পর সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের অধিনায়ক বললেন, ‘এই মুহূর্তে নয়। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। এখন তো অবসরে। প্রিমিয়ার লিগটা সময়মতো হলে সেটাও খেলব। যতটুকু সম্ভব খেলতে থাকব। আমার মনোযোগ থাকবে খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে। এসব নিয়েই ব্যস্ত থাকব।’
ছেলে আরহাম ইকবালের খেলা দেখতে মাঠে আসা নিয়েও কথা বলেছেন তামিম, ‘আমি যখন ব্যাট করছিলাম, তখন দেখার সুযোগ হয়নি আমার ছেলে কার সঙ্গে কথা বলছিল। তবে জানি, বাবার খেলা দেখতে সে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে। বিশেষ করে এই ম্যাচ দেখার জন্য। আমি খুশি যে, সে দারুণ একটি ম্যাচ উপভোগ করতে পেরেছে। আমরা যেভাবে ম্যাচ শেষ করেছি, ১৪ ওভারে শেষ করতে পারলে আরও ভালো হতো। এতে আমরা সবকিছুতে এগিয়ে থাকতে পারতাম।’
বরিশাল ৬ ম্যাচ খেলে ফেললেও এখনো ভালো একটা কম্বিনেশন দাঁড় করাতে পারেননি। এটা ভাবাচ্ছে তামিমকে, ‘সামনের ম্যাচগুলোয় কিছু পরিবর্তন আসতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যত তাড়াতাড়ি সম্ভব সঠিক কম্বিনেশন তৈরি করতে হবে। আমাদের প্রথম কয়েকটি ম্যাচে প্রায় একই একাদশ ছিল। আজকের কম্বিনেশনও বেশ ভালো ছিল।’
চট্টগ্রামের উইকেট নিয়ে সন্তুষ্ট তামিম। বললেন, ‘এবার বিপিএলের উইকেট খুবই ভালো। মিরপুর ও সিলেটের উইকেটও দারুণ ছিল। চট্টগ্রামের উইকেটের সঙ্গে বাউন্ডারির মাপও যথাযথ। এই ধরনের উইকেট এবং সঠিক সাইজের বাউন্ডারি থাকা উচিত।’ চট্টগ্রামের দর্শকদেরও প্রশংসা করেন তামিম, ‘এখানকার দর্শকেরা দারুণ। এবারের বিপিএলের বেশির ভাগ ম্যাচেই দর্শক উপস্থিতি ছিল ভালো। এটি আমাদের জন্য অনেক অনুপ্রেরণার।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৫ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৭ ঘণ্টা আগে