ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ব্যাটিংয়ে নামতেই যেন কেপটাউনের উইকেট হয়ে গেল বোলিং স্বর্গ! দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে যেখানে ৬১৫ রান করেছিল, সেখানে ২০ রানেই ৩ উইকেট হারিয়েছিল সফরকারীরা। আজ তৃতীয় দিন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান কিছুক্ষণ টিকলেও পাকিস্তানের স্কোর ২০০ পেরোয়নি প্রথম ইনিংসে। কাগিসো রাবাদা-কোয়ানা মাফাকাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯৪ রানেই গুটিয়ে গেছে অতিথিরা। ফলোঅনের লজ্জাও তাই পেতে হলো শান মাসুদের দলকে।
উঁকি দিচ্ছে ইনিংস ব্যবধানের হার। ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। ছন্দে খুঁজে পাওয়া বাবর ও মাসুদের দৃঢ়তায় তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার কয়েক ওভার বাকি ছিল, তারা দ্বিতীয় ইনিংসে জমা করেছে ১ উইকেটে ২০৫ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে তখনো পিছিয়ে ২১৬ রানে। দলের বিপর্যয়ের মধ্যেও এ সফরে পাকিস্তানের স্বস্তি বাবরের রানে ফেরা।
রানখরায় থাকা মাসুদ টেস্টে ৮ ইনিংস পর দেখে পেয়েছেন টেস্টে নিজের ষষ্ঠ সেঞ্চুরি। পাকিস্তান অধিনায়ক অপরাজিত আছেন ১০২ রানে। প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে টানা তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন বাবর। তবে লাল বলে দুই বছর ধরে সেঞ্চুরি না পাওয়ার খরা কাটাতে পারেননি। আজ তিন অঙ্ক ছোঁয়ার সম্ভাবনা জাগিয়েও মার্কো ইয়ানসেনের বলে ফিরেছেন ৮১ রানে। সব মিলিয়ে নিজের শেষ ৬ ইনিংসে বাবরের ৫ ফিফটি।
তার আগে প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয়ে যায় ১৯৪ রানে। আগের দিনের ৩ উইকেটে ৬৪ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটার বাবর ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে গড়ে তুলেছিলেন দারুণ প্রতিরোধ। দলীয় ১১৮ রানে বাবর আউট হলেই ধস নামে পাকিস্তানের ব্যাটিংয়ে। মাফাকার শিকার হওয়ার আগে ১২৭ বলে ৫৮ করেন তিনি। তারপর রিজওয়ানও ফেরেন ৪৬ রানে। রাবাদা ৩ টি, মাফাকা ও কেশব মহারাজ ২টি করে উইকেট নিয়েছেন।
পাকিস্তান ব্যাটিংয়ে নামতেই যেন কেপটাউনের উইকেট হয়ে গেল বোলিং স্বর্গ! দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে যেখানে ৬১৫ রান করেছিল, সেখানে ২০ রানেই ৩ উইকেট হারিয়েছিল সফরকারীরা। আজ তৃতীয় দিন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান কিছুক্ষণ টিকলেও পাকিস্তানের স্কোর ২০০ পেরোয়নি প্রথম ইনিংসে। কাগিসো রাবাদা-কোয়ানা মাফাকাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯৪ রানেই গুটিয়ে গেছে অতিথিরা। ফলোঅনের লজ্জাও তাই পেতে হলো শান মাসুদের দলকে।
উঁকি দিচ্ছে ইনিংস ব্যবধানের হার। ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। ছন্দে খুঁজে পাওয়া বাবর ও মাসুদের দৃঢ়তায় তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার কয়েক ওভার বাকি ছিল, তারা দ্বিতীয় ইনিংসে জমা করেছে ১ উইকেটে ২০৫ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে তখনো পিছিয়ে ২১৬ রানে। দলের বিপর্যয়ের মধ্যেও এ সফরে পাকিস্তানের স্বস্তি বাবরের রানে ফেরা।
রানখরায় থাকা মাসুদ টেস্টে ৮ ইনিংস পর দেখে পেয়েছেন টেস্টে নিজের ষষ্ঠ সেঞ্চুরি। পাকিস্তান অধিনায়ক অপরাজিত আছেন ১০২ রানে। প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে টানা তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন বাবর। তবে লাল বলে দুই বছর ধরে সেঞ্চুরি না পাওয়ার খরা কাটাতে পারেননি। আজ তিন অঙ্ক ছোঁয়ার সম্ভাবনা জাগিয়েও মার্কো ইয়ানসেনের বলে ফিরেছেন ৮১ রানে। সব মিলিয়ে নিজের শেষ ৬ ইনিংসে বাবরের ৫ ফিফটি।
তার আগে প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয়ে যায় ১৯৪ রানে। আগের দিনের ৩ উইকেটে ৬৪ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটার বাবর ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে গড়ে তুলেছিলেন দারুণ প্রতিরোধ। দলীয় ১১৮ রানে বাবর আউট হলেই ধস নামে পাকিস্তানের ব্যাটিংয়ে। মাফাকার শিকার হওয়ার আগে ১২৭ বলে ৫৮ করেন তিনি। তারপর রিজওয়ানও ফেরেন ৪৬ রানে। রাবাদা ৩ টি, মাফাকা ও কেশব মহারাজ ২টি করে উইকেট নিয়েছেন।
ব্যাটিংয়ে লিটন-তামিমের তাণ্ডবের পর বোলিংয়ে মুগ্ধ-রাহিদের ছন্দ। ঢাকা ক্যাপিটালের দেওয়া ২৫৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫.২ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় রাজশাহী। রেকর্ডের ছড়াছড়ির ম্যাচে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডও গড়ল ঢাকা। টানা ছয় হারের পর ১৪৯ রানের বড় জয় পেয়েছে খালেদ মাহমুদ সুজনের দল। রাজশাহীর রায়ান বার্ল
৯ ঘণ্টা আগেএকই ইনিংসে রেকর্ড দুই সেঞ্চুরি, রেকর্ড ২৫০ পেরোনো স্কোর। সিলেটে দুর্বার রাজশাহী-ঢাকার ম্যাচে আর কি কি রেকর্ড দেখল বিপিএল, জেনে নেওয়া যাক
৯ ঘণ্টা আগেলিটন দাস নাকি লিটন ঠাস ঠাস! সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত লিটনের ব্যাট তো ঠাস ঠাসই করেছে আজ। সেটিও আবার অস্বস্তিকর এক দিনে! কয়েক দিন ধরে আলোচনায় লিটন, দুপুরেই শুনেছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়নি তাঁকে। ভেঙে পড়ার চেয়ে ফেরার পথটাই বেছে নিলেন এই উইকেটরক্ষক ব্যাটার
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আরও কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু দল ঘোষণার আগে তাদের বড় দুশ্চিন্তায় ফেলেছেন জসপ্রীত বুমরা!
১২ ঘণ্টা আগে