ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই দেখা গেল ঝামেলা। দুই দলই শুনেছে দুঃসংবাদ। ওয়ানডে সিরিজ শুরুর আগে তারকা খেলোয়াড়দের হারিয়েছে দল দুটি।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর পরিবর্তে সিরিজে ডাক পেয়েছেন দুশান হেমন্ত। তিনিও লেগ স্পিনিং অলরাউন্ডার। ওয়ানডেতে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে হেমন্ত নিয়েছেন ২ উইকেট। ইকোনমি ৫.৫১। ব্যাটিংয়ে ১৯.৫ গড়ে করেছেন ৩৯ রান। ওয়ানডে সিরিজে কিউইরা পাচ্ছে না লকি ফার্গুসনকে। তিনি কাফ ইঞ্জুরিতে পড়ে বাদ পড়েছেন। কিউই তারকা পেসারের পরিবর্তে ওয়ানডে দলে এসেছেন অ্যাডাম মিলনে।
হাসারাঙ্গা বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পরশু রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ডাম্বুলায় সেদিন বোলিংয়ের সময়ই কাতড়াতে দেখা যায় শ্রীলঙ্কার এই লেগস্পিনারকে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন তিনি। ৪.৬২ ইকোনমিই প্রমাণ করে তাঁকে খেলতে কিউইদের কতটা বেগ পেতে হয়েছে। ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন দ্বিতীয় ম্যাচেই। ফার্গুসন হ্যাটট্রিক করেছেন এই ম্যাচে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে করেছেন হ্যাটট্রিক। তাঁর কীর্তি গড়ার দিনই ৫ রানে জিতে নিউজিল্যান্ড দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। ২ ওভারে ৭ রানে ৩ উইকেট নেওয়া ফার্গুসনের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।
হাসারাঙ্গার পরিবর্তে ডাক পাওয়া হেমন্ত নজর কাড়েন কদিন আগে শেষ হওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপে।টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫ উইকেট হেমন্ত নিয়েছিলেন ইমার্জিং টিমসের টুর্নামেন্টটিতে। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ৬.৫০ ইকোনমিতে বোলিং করেছিলেন। যেখানে ওমানের আল আমেরাতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ইমার্জিং টিমস এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানরা। অন্যদিকে ফার্গুসনের পরিবর্তে ডাক পাওয়া মিলনে নিউজিল্যান্ডের সবশেষ ওয়ানডে ম্যাচের একাদশেও ছিলেন। কিউইরা সবশেষ ওয়ানডে খেলেছে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর। নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে কিউইরা হেরেছিল ৯ উইকেটে।
ডাম্বুলায় আগামীকাল শুরু হচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দুই ম্যাচ ১৭ ও ১৯ নভেম্বর হবে পাল্লেকেলেতে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই দেখা গেল ঝামেলা। দুই দলই শুনেছে দুঃসংবাদ। ওয়ানডে সিরিজ শুরুর আগে তারকা খেলোয়াড়দের হারিয়েছে দল দুটি।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর পরিবর্তে সিরিজে ডাক পেয়েছেন দুশান হেমন্ত। তিনিও লেগ স্পিনিং অলরাউন্ডার। ওয়ানডেতে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে হেমন্ত নিয়েছেন ২ উইকেট। ইকোনমি ৫.৫১। ব্যাটিংয়ে ১৯.৫ গড়ে করেছেন ৩৯ রান। ওয়ানডে সিরিজে কিউইরা পাচ্ছে না লকি ফার্গুসনকে। তিনি কাফ ইঞ্জুরিতে পড়ে বাদ পড়েছেন। কিউই তারকা পেসারের পরিবর্তে ওয়ানডে দলে এসেছেন অ্যাডাম মিলনে।
হাসারাঙ্গা বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পরশু রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ডাম্বুলায় সেদিন বোলিংয়ের সময়ই কাতড়াতে দেখা যায় শ্রীলঙ্কার এই লেগস্পিনারকে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন তিনি। ৪.৬২ ইকোনমিই প্রমাণ করে তাঁকে খেলতে কিউইদের কতটা বেগ পেতে হয়েছে। ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন দ্বিতীয় ম্যাচেই। ফার্গুসন হ্যাটট্রিক করেছেন এই ম্যাচে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে করেছেন হ্যাটট্রিক। তাঁর কীর্তি গড়ার দিনই ৫ রানে জিতে নিউজিল্যান্ড দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। ২ ওভারে ৭ রানে ৩ উইকেট নেওয়া ফার্গুসনের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।
হাসারাঙ্গার পরিবর্তে ডাক পাওয়া হেমন্ত নজর কাড়েন কদিন আগে শেষ হওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপে।টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫ উইকেট হেমন্ত নিয়েছিলেন ইমার্জিং টিমসের টুর্নামেন্টটিতে। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ৬.৫০ ইকোনমিতে বোলিং করেছিলেন। যেখানে ওমানের আল আমেরাতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ইমার্জিং টিমস এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানরা। অন্যদিকে ফার্গুসনের পরিবর্তে ডাক পাওয়া মিলনে নিউজিল্যান্ডের সবশেষ ওয়ানডে ম্যাচের একাদশেও ছিলেন। কিউইরা সবশেষ ওয়ানডে খেলেছে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর। নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে কিউইরা হেরেছিল ৯ উইকেটে।
ডাম্বুলায় আগামীকাল শুরু হচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দুই ম্যাচ ১৭ ও ১৯ নভেম্বর হবে পাল্লেকেলেতে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
২ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে