
আন্তর্জাতিক ক্রিকেটে সাদমান ইসলাম একরকম ব্রাত্যই হয়ে পড়েছিলেন। অবশেষে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে বাংলাদেশের জার্সি পরেছেন তিনি। দুই বছর পর ফিরেই ফিফটি করলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার।
সাদমানের আন্তর্জাতিক ক্যারিয়ার বলতে শুধু টেস্ট সংস্করণই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবশেষ ম্যাচ খেলেন ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে। রাওয়ালপিন্ডিতে ফিরেই তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। নাসিম শাহকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে তুলে নিলেন ফিফটি। একই সঙ্গে মধ্যাহ্নভোজে চলে যায় বাংলাদেশ-পাকিস্তান। ওপেনিংয়ে নেমে ১২৩ বলে ৬ চারে ৫৩ রানে অপরাজিত সাদমান।
সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে টেস্টের খেলার ধরন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মারমুখী ব্যাটিংয়ের আধুনিক ধরন ‘বাজবল’ চলে এসেছে। সেখানে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ খেলছে পুরোনো ঘরানার টেস্ট ক্রিকেট। প্রথম ইনিংসে ৪৮ ওভারে ২ উইকেটে ১৩৪ রান করে আজ তৃতীয় দিনের প্রথম সেশন কাটিয়ে দিল বাংলাদেশ। ২.৭৯ রানরেটই বলে দিচ্ছে নাজমুল হোসেন শান্তর দলের ব্যাটিং কতটা রক্ষণাত্মক। সাদমানের সঙ্গে ব্যাটিং করছেন মুমিনুল হক।
১২ ওভারে বিনা উইকেটে ২৭ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বেশি রক্ষণাত্মক খেলতে গিয়েই দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ১৭তম ওভারের পঞ্চম বলে নাসিম শাহকে পয়েন্ট দিয়ে কাট করতে যান জাকির। এজ হওয়া বল বাঁদিকে ঝাঁপিয়ে দারুণভাবে লুফে নিয়েছেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৫৮ বলে ১ চারে ১২ রান করেন জাকির।
৩১ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক শান্ত। ওপেনার সাদমান ও শান্তও দ্বিতীয় উইকেট জুটিতে খেলতে থাকেন রক্ষণাত্মক ভঙ্গিতে। তবু বাংলাদেশের দ্বিতীয় উইকেট পড়তে খুব একটা সময় লাগেনি। ২৭তম ওভারের শেষ বলে খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে ফেরেন শান্ত। যেখানে শেহজাদের ভেতরে ঢোকা বল সামনের পায়ে ডিফেন্স করতে গিয়ে উইকেট খুইয়েছেন শান্ত। ৪২ বলে ২ চারে ১৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
জাকির-শান্তর উইকেট হারানোর পর উইকেটে আসেন মুমিনুল হক। চার নম্বরে নেমে মুমিনুল তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করছেন। ৬৬ বলে ৪ চারে করেন ৪৫ রান, যেখানে ৪৬তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে নাসিমকে পরপর দুটি চার মারেন মুমিনুল।
রাওয়ালপিন্ডি টেস্টসহ এখন পর্যন্ত টেস্টে ১৪ ম্যাচ খেলছেন সাদমান। ২৫.৫০ গড়ে করেছেন ৬১২ রান। ৩ ফিফটির পাশাপাশি ক্রিকেটের রাজকীয় সংস্করণে একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। নাসিমকে পুল করে যে ফিফটি তুলে নিয়েছেন সাদমান, সেটার জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন। একমাত্র টেস্ট সেঞ্চুরি সাদমান ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে করেছেন। তিন বছর পর পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসটি খেলছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে সাদমান ইসলাম একরকম ব্রাত্যই হয়ে পড়েছিলেন। অবশেষে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে বাংলাদেশের জার্সি পরেছেন তিনি। দুই বছর পর ফিরেই ফিফটি করলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার।
সাদমানের আন্তর্জাতিক ক্যারিয়ার বলতে শুধু টেস্ট সংস্করণই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবশেষ ম্যাচ খেলেন ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে। রাওয়ালপিন্ডিতে ফিরেই তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। নাসিম শাহকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে তুলে নিলেন ফিফটি। একই সঙ্গে মধ্যাহ্নভোজে চলে যায় বাংলাদেশ-পাকিস্তান। ওপেনিংয়ে নেমে ১২৩ বলে ৬ চারে ৫৩ রানে অপরাজিত সাদমান।
সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে টেস্টের খেলার ধরন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মারমুখী ব্যাটিংয়ের আধুনিক ধরন ‘বাজবল’ চলে এসেছে। সেখানে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ খেলছে পুরোনো ঘরানার টেস্ট ক্রিকেট। প্রথম ইনিংসে ৪৮ ওভারে ২ উইকেটে ১৩৪ রান করে আজ তৃতীয় দিনের প্রথম সেশন কাটিয়ে দিল বাংলাদেশ। ২.৭৯ রানরেটই বলে দিচ্ছে নাজমুল হোসেন শান্তর দলের ব্যাটিং কতটা রক্ষণাত্মক। সাদমানের সঙ্গে ব্যাটিং করছেন মুমিনুল হক।
১২ ওভারে বিনা উইকেটে ২৭ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বেশি রক্ষণাত্মক খেলতে গিয়েই দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ১৭তম ওভারের পঞ্চম বলে নাসিম শাহকে পয়েন্ট দিয়ে কাট করতে যান জাকির। এজ হওয়া বল বাঁদিকে ঝাঁপিয়ে দারুণভাবে লুফে নিয়েছেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৫৮ বলে ১ চারে ১২ রান করেন জাকির।
৩১ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক শান্ত। ওপেনার সাদমান ও শান্তও দ্বিতীয় উইকেট জুটিতে খেলতে থাকেন রক্ষণাত্মক ভঙ্গিতে। তবু বাংলাদেশের দ্বিতীয় উইকেট পড়তে খুব একটা সময় লাগেনি। ২৭তম ওভারের শেষ বলে খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে ফেরেন শান্ত। যেখানে শেহজাদের ভেতরে ঢোকা বল সামনের পায়ে ডিফেন্স করতে গিয়ে উইকেট খুইয়েছেন শান্ত। ৪২ বলে ২ চারে ১৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
জাকির-শান্তর উইকেট হারানোর পর উইকেটে আসেন মুমিনুল হক। চার নম্বরে নেমে মুমিনুল তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করছেন। ৬৬ বলে ৪ চারে করেন ৪৫ রান, যেখানে ৪৬তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে নাসিমকে পরপর দুটি চার মারেন মুমিনুল।
রাওয়ালপিন্ডি টেস্টসহ এখন পর্যন্ত টেস্টে ১৪ ম্যাচ খেলছেন সাদমান। ২৫.৫০ গড়ে করেছেন ৬১২ রান। ৩ ফিফটির পাশাপাশি ক্রিকেটের রাজকীয় সংস্করণে একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। নাসিমকে পুল করে যে ফিফটি তুলে নিয়েছেন সাদমান, সেটার জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন। একমাত্র টেস্ট সেঞ্চুরি সাদমান ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে করেছেন। তিন বছর পর পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসটি খেলছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১১ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১৩ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৭ ঘণ্টা আগে