
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ২০২১-এর মনোনয়ন পেলেন সাকিব আল হাসান। তালিকায় সাকিবের সঙ্গে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, দক্ষিণ আফ্রিকান ব্যাটার ইয়ানেমান মালান ও আয়ারল্যান্ড ওপেনার পল স্টার্লিং।
টেস্ট আর টি-টোয়েন্টিতে ব্যর্থতার মধ্য দিয়ে গেলেও ওয়ানডেতে মোটামুটি সফল আরেকটি বছর কাটিয়েছে বাংলাদেশ। এ বছর ৫০ ওভারের সংস্করণে সবচেয়ে সফল দলও তারা, যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা সাকিবের। বছরজুড়ে এই সংস্করণে ব্যাটে-বলে আলো ছড়ানোর পুরস্কার পেলেন এই বাঁহাতি অলরাউন্ডার।
এ বছর সাকিব মোট ৯টি ওয়ানডে খেলেছেন। ব্যাটিংয়ে ৪০ ছুঁই ছুঁই গড়ে করেছেন ২৭৭ রান। এর মধ্যে রয়েছে দুটি ফিফটি। সর্বোচ্চ জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ম্যাচজয়ী অপরাজিত ৯৬ রানের ইনিংসটি। বোলিংয়েও মনে রাখার মতো একটি বছর কাটিয়েছেন তিনি। ৯ ম্যাচে ৩.৬৭ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়েছেন সাকিব। এর মধ্যে ৫ উইকেট আছে একবার।
এ বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলেছেন সাকিব। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে সিরিজ-সেরার পুরস্কারও নিজের দখলে নেন। বর্ষসেরার মনোনয়নে সাকিবের সঙ্গী বাবর এ বছর ছয় ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে করেছেন ৪০৫ রান। দুটি সেঞ্চুরি আর একটি ফিফটি করেছেন তিনি।
এ বছরই অভিষিক্ত মালান প্রোটিয়াদের হয়ে ৮ ম্যাচে ৮৪.৮৩ গড়ে করেছেন ৫০৯ রান। দুটি করে সেঞ্চুরির সঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে একটি ফিফটি। চারজনের মধ্যে এ বছর সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন স্টার্লিং। আইরিশ ওপেনার ১৪ ম্যাচে ৭৯.৬৬ গড়ে করেছেন ৭০৫ রান। তিনটি সেঞ্চুরির সঙ্গে তাঁর রয়েছে দুটি ফিফটি। আগামী ১৭-১৮ জানুয়ারি এই পুরস্কার দেওয়া হবে।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ২০২১-এর মনোনয়ন পেলেন সাকিব আল হাসান। তালিকায় সাকিবের সঙ্গে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, দক্ষিণ আফ্রিকান ব্যাটার ইয়ানেমান মালান ও আয়ারল্যান্ড ওপেনার পল স্টার্লিং।
টেস্ট আর টি-টোয়েন্টিতে ব্যর্থতার মধ্য দিয়ে গেলেও ওয়ানডেতে মোটামুটি সফল আরেকটি বছর কাটিয়েছে বাংলাদেশ। এ বছর ৫০ ওভারের সংস্করণে সবচেয়ে সফল দলও তারা, যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা সাকিবের। বছরজুড়ে এই সংস্করণে ব্যাটে-বলে আলো ছড়ানোর পুরস্কার পেলেন এই বাঁহাতি অলরাউন্ডার।
এ বছর সাকিব মোট ৯টি ওয়ানডে খেলেছেন। ব্যাটিংয়ে ৪০ ছুঁই ছুঁই গড়ে করেছেন ২৭৭ রান। এর মধ্যে রয়েছে দুটি ফিফটি। সর্বোচ্চ জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ম্যাচজয়ী অপরাজিত ৯৬ রানের ইনিংসটি। বোলিংয়েও মনে রাখার মতো একটি বছর কাটিয়েছেন তিনি। ৯ ম্যাচে ৩.৬৭ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়েছেন সাকিব। এর মধ্যে ৫ উইকেট আছে একবার।
এ বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলেছেন সাকিব। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে সিরিজ-সেরার পুরস্কারও নিজের দখলে নেন। বর্ষসেরার মনোনয়নে সাকিবের সঙ্গী বাবর এ বছর ছয় ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে করেছেন ৪০৫ রান। দুটি সেঞ্চুরি আর একটি ফিফটি করেছেন তিনি।
এ বছরই অভিষিক্ত মালান প্রোটিয়াদের হয়ে ৮ ম্যাচে ৮৪.৮৩ গড়ে করেছেন ৫০৯ রান। দুটি করে সেঞ্চুরির সঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে একটি ফিফটি। চারজনের মধ্যে এ বছর সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন স্টার্লিং। আইরিশ ওপেনার ১৪ ম্যাচে ৭৯.৬৬ গড়ে করেছেন ৭০৫ রান। তিনটি সেঞ্চুরির সঙ্গে তাঁর রয়েছে দুটি ফিফটি। আগামী ১৭-১৮ জানুয়ারি এই পুরস্কার দেওয়া হবে।

২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম খুশির বার্তা নিয়ে হাজির হয়েছিল মোস্তাফিজুর রহমানের জন্য। নিলাম থেকে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল পেলেও কোটি টাকার টুর্নামেন্টে কাটার মাস্টারের খেলা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে।
২৯ মিনিট আগে
রংপুর রাইডার্সের প্রতিনিধি ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেককে একটা ধন্যবাদ দিতেই পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে শুরুতে তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে সম্মান দেখিয়ে এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেয় রংপুর।
৩৯ মিনিট আগে
২৪ ঘণ্টার ব্যবধানে দেখা গেল দুই রকম মাহমুদউল্লাহ রিয়াদকে। বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) গত পরশু রাতে ব্যাট হাতে হতাশ করেছিলেন রংপুর রাইডার্সের ভক্তদের। পরের ম্যাচেই নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী জান্নাতুল কাওসা
১ ঘণ্টা আগে
বিপিএলের শুরুটা হয়েছিল ধুন্ধুমার। সিলেট স্ট্রাইকার্সের করা ১৯১ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে পাড়ি দেয় রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু সকালের সূর্য সব সময় দিনের পূর্বাভাস দেয় না। বিপিএলের ক্ষেত্রে যেন সেটাই হচ্ছে। অথচ কিছুদিনের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। এ সময়ে রানখরায় কতটা ভালো প্রস্তুতি হচ্ছে, সেই
২ ঘণ্টা আগে