ক্রীড়া ডেস্ক
শারজায় প্রথম টি-টোয়েন্টিতে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। সেঞ্চুরিতে ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ডও। তবে সেঞ্চুরি করার পরের ম্যাচেই একাদশে নেই এই বাঁহাতি ব্যাটার। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ ঘোষণার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়—সেই ইমনকে তালিকায় না দেখে। একটু দেরি হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চোটের ঝুঁকি এড়াতে মূলত ইমন দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই। কুঁচকিতে অস্বস্তি অনুভব করছিলেন এই ওপেনার।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তিটা ছিল শুধু তামিম ইকবালের। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার তিন অঙ্ক ছুঁয়েছিলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে। ৯ বছর পর ইমনের ব্যাটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পারভেজ হোসেন ইমন আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ব্যাটিং করার সময় বাঁ কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেননি।
ইমনের জায়গায় সে ম্যাচে ফিল্ডিং করেছিলেন নাজমুল হোসেন শান্ত। আজ একাদশেও ফিরছেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক। বিসিবি আরও জানায়, আজ ইমন একটি ফিটনেস পরীক্ষা দেন এবং ম্যাচে খেলতে ছাড়পত্রও পেয়েছেন তিনি। তবে সতর্কভাবে পর্যালোচনার পর, টিম ম্যানেজমেন্ট ঝুঁকি না নিয়ে, সিদ্ধান্ত নিয়েছে তাঁকে সম্পূর্ণ ফিট হওয়ার জন্য আরও সময় দেওয়া হবে। এ আজকের ম্যাচের দলে রাখা হয়নি।
আগের ম্যাচে ৯ ছক্কা ও ৫ চারে ৫৩ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে তিন অঙ্ক ছোঁয়ার রেকর্ড গড়েন ইমন। এমনকি বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির কীর্তিটাও। ইমন এই কীর্তি গড়েছেন ২২ বছর বয়সে। ধর্মশালায় ২০১৬ সালে তামিম ইকবাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন। ওমানের বিপক্ষে সে ম্যাচে ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০৩ রান করে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন সাবেক অধিনায়ক।
শারজায় প্রথম টি-টোয়েন্টিতে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। সেঞ্চুরিতে ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ডও। তবে সেঞ্চুরি করার পরের ম্যাচেই একাদশে নেই এই বাঁহাতি ব্যাটার। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ ঘোষণার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়—সেই ইমনকে তালিকায় না দেখে। একটু দেরি হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চোটের ঝুঁকি এড়াতে মূলত ইমন দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই। কুঁচকিতে অস্বস্তি অনুভব করছিলেন এই ওপেনার।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তিটা ছিল শুধু তামিম ইকবালের। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার তিন অঙ্ক ছুঁয়েছিলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে। ৯ বছর পর ইমনের ব্যাটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পারভেজ হোসেন ইমন আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ব্যাটিং করার সময় বাঁ কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেননি।
ইমনের জায়গায় সে ম্যাচে ফিল্ডিং করেছিলেন নাজমুল হোসেন শান্ত। আজ একাদশেও ফিরছেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক। বিসিবি আরও জানায়, আজ ইমন একটি ফিটনেস পরীক্ষা দেন এবং ম্যাচে খেলতে ছাড়পত্রও পেয়েছেন তিনি। তবে সতর্কভাবে পর্যালোচনার পর, টিম ম্যানেজমেন্ট ঝুঁকি না নিয়ে, সিদ্ধান্ত নিয়েছে তাঁকে সম্পূর্ণ ফিট হওয়ার জন্য আরও সময় দেওয়া হবে। এ আজকের ম্যাচের দলে রাখা হয়নি।
আগের ম্যাচে ৯ ছক্কা ও ৫ চারে ৫৩ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে তিন অঙ্ক ছোঁয়ার রেকর্ড গড়েন ইমন। এমনকি বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির কীর্তিটাও। ইমন এই কীর্তি গড়েছেন ২২ বছর বয়সে। ধর্মশালায় ২০১৬ সালে তামিম ইকবাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন। ওমানের বিপক্ষে সে ম্যাচে ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০৩ রান করে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন সাবেক অধিনায়ক।
আঞ্চলিক ক্রিকেট বোর্ড বা ক্রিকেট কাঠামো তৈরির আলোচনা বেশ দীর্ঘ। যদিও সেভাবে আলোরমুখ দেখেনি বললেই চলে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান তিনি।
১ ঘণ্টা আগেছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কানাডা ক্রিকেট দল। গতকাল কিং সিটিতে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে আমেরিকার প্রতিনিধিরা। আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক কানাডা টানা পঞ্চম জয় তুলে নিয়েছে।
৩ ঘণ্টা আগেঘুমিয়ে পড়া বাংলাদেশ ফুটবল জেগে ওঠার স্বপ্ন দেখছে প্রবাসী ফুটবলারদের ঘিরে। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শুরুর একাদশে ৫ জনই ছিলেন প্রবাসী। যদিও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে ২-১ গোলে। শুরুতে ধাক্কা খেলেও সফলতার খোঁজে বাংলাদেশ চোখ রাখতে পারে সুরিনামের দিকে।
৪ ঘণ্টা আগেক্লাব বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। রাত ১টায় রিয়াল খেলকে পাচুয়ার বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ড্র করেছে তারা। কাল সকাল ৭টায় ম্যানসিটি মাঠে নামবে সৌদির ক্লাব আল আইনের বিপক্ষে।
৪ ঘণ্টা আগে