
বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচে বৃষ্টির বাগড়া পরিচিত চিত্র। ছেলেদের ক্রিকেট, মেয়েদের ক্রিকেট—ম্যাচ যেখানেই হোক, বৃষ্টি হানা দেয় নিয়ম করেই। এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজের শুরুর ম্যাচটাই ভেসে গেল বৃষ্টিতে।
পানাগোডার আর্মি গ্রাউন্ডে আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের প্রথম ওয়ানডে। তবে খেলা হওয়া তো দূরে থাক, বৃষ্টি তো ম্যাচের টসই হতে দেয়নি। তিন ঘণ্টার মতো সময় অপেক্ষা করা হয়েছিল মাঠের আউটফিল্ড ঠিক হওয়ার জন্য। শেষ পর্যন্ত ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ বাতিল করা হয়েছে।
‘এ’ দলের ম্যাচ হলেও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সংখ্যাই বেশি। নিগার সুলতানা জ্যোতি, রাবেয়া খান, মুর্শিদা খাতুন, নাহিদা আকতার ও স্বর্ণা আকতারের মতো ক্রিকেটাররা আছেন শ্রীলঙ্কার বিপক্ষে ‘এ’ দলের সিরিজে। এখানে জ্যোতি খেলবেন রাবেয়ার অধীনে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের কোনো দ্বিপক্ষীয় সিরিজ।
১০ সেপ্টেম্বর কলম্বোর থুরস্তানে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে। কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। ১৭ ও ১৯ সেপ্টেম্বর থুরস্তান এবং কলম্বো কোল্টসে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে।
শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আবার সংযুক্ত আরব আমিরাত চলে যাবেন জ্যোতি-মারুফারা। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। শারজায় হবে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচটি। একই মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। ১০ দলের টুর্নামেন্টের ফাইনাল ২০ অক্টোবর হবে দুবাইয়ে।

বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচে বৃষ্টির বাগড়া পরিচিত চিত্র। ছেলেদের ক্রিকেট, মেয়েদের ক্রিকেট—ম্যাচ যেখানেই হোক, বৃষ্টি হানা দেয় নিয়ম করেই। এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজের শুরুর ম্যাচটাই ভেসে গেল বৃষ্টিতে।
পানাগোডার আর্মি গ্রাউন্ডে আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের প্রথম ওয়ানডে। তবে খেলা হওয়া তো দূরে থাক, বৃষ্টি তো ম্যাচের টসই হতে দেয়নি। তিন ঘণ্টার মতো সময় অপেক্ষা করা হয়েছিল মাঠের আউটফিল্ড ঠিক হওয়ার জন্য। শেষ পর্যন্ত ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ বাতিল করা হয়েছে।
‘এ’ দলের ম্যাচ হলেও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সংখ্যাই বেশি। নিগার সুলতানা জ্যোতি, রাবেয়া খান, মুর্শিদা খাতুন, নাহিদা আকতার ও স্বর্ণা আকতারের মতো ক্রিকেটাররা আছেন শ্রীলঙ্কার বিপক্ষে ‘এ’ দলের সিরিজে। এখানে জ্যোতি খেলবেন রাবেয়ার অধীনে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের কোনো দ্বিপক্ষীয় সিরিজ।
১০ সেপ্টেম্বর কলম্বোর থুরস্তানে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে। কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। ১৭ ও ১৯ সেপ্টেম্বর থুরস্তান এবং কলম্বো কোল্টসে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে।
শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আবার সংযুক্ত আরব আমিরাত চলে যাবেন জ্যোতি-মারুফারা। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। শারজায় হবে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচটি। একই মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। ১০ দলের টুর্নামেন্টের ফাইনাল ২০ অক্টোবর হবে দুবাইয়ে।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৩ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৩ ঘণ্টা আগে