
বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচে বৃষ্টির বাগড়া পরিচিত চিত্র। ছেলেদের ক্রিকেট, মেয়েদের ক্রিকেট—ম্যাচ যেখানেই হোক, বৃষ্টি হানা দেয় নিয়ম করেই। এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজের শুরুর ম্যাচটাই ভেসে গেল বৃষ্টিতে।
পানাগোডার আর্মি গ্রাউন্ডে আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের প্রথম ওয়ানডে। তবে খেলা হওয়া তো দূরে থাক, বৃষ্টি তো ম্যাচের টসই হতে দেয়নি। তিন ঘণ্টার মতো সময় অপেক্ষা করা হয়েছিল মাঠের আউটফিল্ড ঠিক হওয়ার জন্য। শেষ পর্যন্ত ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ বাতিল করা হয়েছে।
‘এ’ দলের ম্যাচ হলেও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সংখ্যাই বেশি। নিগার সুলতানা জ্যোতি, রাবেয়া খান, মুর্শিদা খাতুন, নাহিদা আকতার ও স্বর্ণা আকতারের মতো ক্রিকেটাররা আছেন শ্রীলঙ্কার বিপক্ষে ‘এ’ দলের সিরিজে। এখানে জ্যোতি খেলবেন রাবেয়ার অধীনে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের কোনো দ্বিপক্ষীয় সিরিজ।
১০ সেপ্টেম্বর কলম্বোর থুরস্তানে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে। কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। ১৭ ও ১৯ সেপ্টেম্বর থুরস্তান এবং কলম্বো কোল্টসে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে।
শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আবার সংযুক্ত আরব আমিরাত চলে যাবেন জ্যোতি-মারুফারা। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। শারজায় হবে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচটি। একই মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। ১০ দলের টুর্নামেন্টের ফাইনাল ২০ অক্টোবর হবে দুবাইয়ে।

বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচে বৃষ্টির বাগড়া পরিচিত চিত্র। ছেলেদের ক্রিকেট, মেয়েদের ক্রিকেট—ম্যাচ যেখানেই হোক, বৃষ্টি হানা দেয় নিয়ম করেই। এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজের শুরুর ম্যাচটাই ভেসে গেল বৃষ্টিতে।
পানাগোডার আর্মি গ্রাউন্ডে আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের প্রথম ওয়ানডে। তবে খেলা হওয়া তো দূরে থাক, বৃষ্টি তো ম্যাচের টসই হতে দেয়নি। তিন ঘণ্টার মতো সময় অপেক্ষা করা হয়েছিল মাঠের আউটফিল্ড ঠিক হওয়ার জন্য। শেষ পর্যন্ত ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ বাতিল করা হয়েছে।
‘এ’ দলের ম্যাচ হলেও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সংখ্যাই বেশি। নিগার সুলতানা জ্যোতি, রাবেয়া খান, মুর্শিদা খাতুন, নাহিদা আকতার ও স্বর্ণা আকতারের মতো ক্রিকেটাররা আছেন শ্রীলঙ্কার বিপক্ষে ‘এ’ দলের সিরিজে। এখানে জ্যোতি খেলবেন রাবেয়ার অধীনে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের কোনো দ্বিপক্ষীয় সিরিজ।
১০ সেপ্টেম্বর কলম্বোর থুরস্তানে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে। কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। ১৭ ও ১৯ সেপ্টেম্বর থুরস্তান এবং কলম্বো কোল্টসে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে।
শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আবার সংযুক্ত আরব আমিরাত চলে যাবেন জ্যোতি-মারুফারা। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। শারজায় হবে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচটি। একই মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। ১০ দলের টুর্নামেন্টের ফাইনাল ২০ অক্টোবর হবে দুবাইয়ে।

বিপিএলের শেষভাগে এসে বিদেশি ক্রিকেটার উড়িয়ে নিয়ে আসা একেবারে নতুন কিছু নয়। বিশেষ করে প্লে-অফ পর্ব উতড়ে কীভাবে শিরোপা জেতা যায়, সেই লক্ষ্যে তারকা বিদেশি দলে ভেড়ানোর চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজিগুলো।
১৪ মিনিট আগে
ভারতের বিপক্ষে গতকাল বুলাওয়েতে জয়ের দারুণ সুবাস পাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হাতে ৮ উইকেট নিয়ে ৭০ বলে ৭৫ রানের সমীকরণ মেলানো তেমন একটা কঠিন কাজ নয়। কিন্তু ক্রিকেটকে কেন গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, সেটা আরও একবার প্রমাণ হয়েছে।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, সূচি দুই মাস আগেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তত বেশি। এমনকি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। তবে এমন কিছুতে রাজি নয় আয়ারল্যান্ড।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১৩ ঘণ্টা আগে