Ajker Patrika

‘টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইংল্যান্ডে হওয়া উচিত নয়’

আপডেট : ২২ জুন ২০২১, ১৪: ৪১
‘টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইংল্যান্ডে হওয়া উচিত নয়’

ঢাকা: সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেন খেলছে বৃষ্টিই। এখন পর্যন্ত ফাইনালের অর্ধেকও খেলা হয়নি। অধিকাংশই চলে গিয়েছে বৃষ্টির পেটে। সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন কেভিন পিটারসেন। এমন আবহাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হওয়া নিয়ে মোটেও খুশি নন সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান।

সাউদাম্পটনে গত শুক্রবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি বাধায় প্রথম দিন খেলা তো দূরে থাক, টস পর্যন্ত হয়নি। ২৩ জুন রিজার্ভ ডে ঘোষণা করে আইসিসি। শনিবার থেকে ম্যাচ শুরু হয়েছে ঠিকই। কিন্তু নিউজিল্যান্ড-ভারতের চেয়ে এখানে আসল খেলাটা দেখাচ্ছে বৃষ্টি। দ্বিতীয়, তৃতীয় দিনের পুরো খেলা মাঠে গড়ায়নি আর চতুর্থ দিন পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে। টুইটারে এক ক্রিকেট ভক্ত এই আবহাওয়া ক্রিকেট খেলার উপযোগী কি না সেই প্রশ্ন তুললে পিটারসেন বলেছেন, ‘ইংল্যান্ডের আবহাওয়া আগে থেকে বোঝা যায় না। এমন আবহাওয়ায় খেলা হওয়ার পুরোপুরি নিশ্চয়তা দেওয়া খুব কঠিন।’

এমন অবস্থায় পিটারসেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দুবাইকে আদর্শ মনে করছেন। সাবেক ইংলিশ ব্যাটসম্যান বলেছেন, ‘যদি আমার হাতে ক্ষমতা থাকত, তাহলে দুবাইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতাম। দুবাইয়ের আবহাওয়া খেলার উপযোগী। এছাড়া দুবাই স্টেডিয়াম অনেক সুন্দর। এখানে প্রশিক্ষণ সুবিধাও ভালো।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত