ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচকে ‘হাইভোল্টেজ ম্যাচ’ বললে অনেকেই যে এখন হাসবেন। বেশির ভাগ সময় ভারত যখন একতরফাভাবে জেতে, তখন আর কী অর্থ থাকে হাইভোল্টেজ ম্যাচের! কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই ছাপিয়ে অন্যান্য ঘটনায় বেশি উত্তপ্ত থাকে।
সুপার ফোরে ২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের কর্মকাণ্ড নিয়ে বেশ সমালোচনা হয়েছে। এই ঘটনা গড়িয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) পর্যন্ত। রউফ-ফারহানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে আইসিসির কাছে। ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে, বিসিসিআই ইমেইলে অভিযোগ দায়ের করেছে এবং ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সেটা গ্রহণ করেছে।
ফারহান-রউফের যদি স্বপক্ষে কিছু বলার থাকে, সেই সুযোগও থাকছে। লিখিতভাবে তাঁরা অভিযোগ অস্বীকার করলে আইসিসির শুনানি হতে পারে। শুনানিতে হয়তো আইসিসির দুই অভিজ্ঞ ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ও অ্যান্ডি পাইক্রফটের সামনে হাজিরা দিতে হবে। যে অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ দায়ের করেছিল আইসিসিতে। কারণ হিসেবে বলা হয়েছিল ১৪ সেপ্টেম্বর দু্বাইয়ে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে পাকিস্তান দলপতি সালমান আলী আঘাকে করমর্দন করতে নিষেধ করেছিলেন পাইক্রফট। তবে পিসিবির অভিযোগ আমলে নেয়নি আইসিসি। পরবর্তীতে গ্রুপ পর্বের পাকিস্তান-আরব আমিরাত, সুপার ফোরের ভারত-পাকিস্তান এই দুই ম্যাচে পাইক্রফট ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন।
২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছিলেন ফারহান। ফিফটির পর নিজের ব্যাটকে বন্দুকের মতো বানিয়ে উদযাপন করেছিলেন তিনি। যেটা পরিচিতি পেয়েছে ‘একে ৪৭ উদযাপন’ নামে। রউফ ইঙ্গিতপূর্ণ উদযাপন করেছিলেন ফিল্ডিংয়ের সময়। হারিস ভারতীয় দর্শকদের উদ্দেশে বিমান ধসের ইঙ্গিত দিয়েছিলেন ৬ আঙুল বের করে। মে মাসে হওয়া সামরিক সংঘাতে ভারতের ছয়টি বিমান পাকিস্তানের আক্রমণে ভূপাতিত হয়েছিল বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছিল। সেই বিমানগুলো ফরাসি রাফায়েল জেট বলে উল্লেখ করা হয়েছিল। ফারহান-রউফের উদযাপন নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান কড়া সমালোচনা করেছিলেন।
এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহতের পরই ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। এটার প্রভাব পড়েছে ক্রিকেটের ওপর। এই বৈরিতার মধ্যেই এবারের এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এমনকি মুখোমুখি লড়াইটা তিনবারও হতে পারে। দুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ভারত উঠে গেছে ফাইনালে। দুবাইয়ে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত সেমিফাইনাল। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ভারত-পাকিস্তান ম্যাচকে ‘হাইভোল্টেজ ম্যাচ’ বললে অনেকেই যে এখন হাসবেন। বেশির ভাগ সময় ভারত যখন একতরফাভাবে জেতে, তখন আর কী অর্থ থাকে হাইভোল্টেজ ম্যাচের! কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই ছাপিয়ে অন্যান্য ঘটনায় বেশি উত্তপ্ত থাকে।
সুপার ফোরে ২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের কর্মকাণ্ড নিয়ে বেশ সমালোচনা হয়েছে। এই ঘটনা গড়িয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) পর্যন্ত। রউফ-ফারহানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে আইসিসির কাছে। ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে, বিসিসিআই ইমেইলে অভিযোগ দায়ের করেছে এবং ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সেটা গ্রহণ করেছে।
ফারহান-রউফের যদি স্বপক্ষে কিছু বলার থাকে, সেই সুযোগও থাকছে। লিখিতভাবে তাঁরা অভিযোগ অস্বীকার করলে আইসিসির শুনানি হতে পারে। শুনানিতে হয়তো আইসিসির দুই অভিজ্ঞ ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ও অ্যান্ডি পাইক্রফটের সামনে হাজিরা দিতে হবে। যে অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ দায়ের করেছিল আইসিসিতে। কারণ হিসেবে বলা হয়েছিল ১৪ সেপ্টেম্বর দু্বাইয়ে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে পাকিস্তান দলপতি সালমান আলী আঘাকে করমর্দন করতে নিষেধ করেছিলেন পাইক্রফট। তবে পিসিবির অভিযোগ আমলে নেয়নি আইসিসি। পরবর্তীতে গ্রুপ পর্বের পাকিস্তান-আরব আমিরাত, সুপার ফোরের ভারত-পাকিস্তান এই দুই ম্যাচে পাইক্রফট ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন।
২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছিলেন ফারহান। ফিফটির পর নিজের ব্যাটকে বন্দুকের মতো বানিয়ে উদযাপন করেছিলেন তিনি। যেটা পরিচিতি পেয়েছে ‘একে ৪৭ উদযাপন’ নামে। রউফ ইঙ্গিতপূর্ণ উদযাপন করেছিলেন ফিল্ডিংয়ের সময়। হারিস ভারতীয় দর্শকদের উদ্দেশে বিমান ধসের ইঙ্গিত দিয়েছিলেন ৬ আঙুল বের করে। মে মাসে হওয়া সামরিক সংঘাতে ভারতের ছয়টি বিমান পাকিস্তানের আক্রমণে ভূপাতিত হয়েছিল বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছিল। সেই বিমানগুলো ফরাসি রাফায়েল জেট বলে উল্লেখ করা হয়েছিল। ফারহান-রউফের উদযাপন নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান কড়া সমালোচনা করেছিলেন।
এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহতের পরই ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। এটার প্রভাব পড়েছে ক্রিকেটের ওপর। এই বৈরিতার মধ্যেই এবারের এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এমনকি মুখোমুখি লড়াইটা তিনবারও হতে পারে। দুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ভারত উঠে গেছে ফাইনালে। দুবাইয়ে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত সেমিফাইনাল। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৬ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৮ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১০ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১০ ঘণ্টা আগে