
২০২৩ সালের ৬ নভেম্বর—শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটাই সাকিব আল হাসানের পেশাদার ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ। এরপর কেটে গেছে আড়াই মাস। বিপিএল দিয়ে ফিরেছেন তিনি। তবে ফেরাটা সুখকর হয়নি।
এবারের বিপিএলে আজই প্রথম ম্যাচ খেলতে নেমেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাটিং পেয়ে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় রংপুর। ইনিংসের প্রথম বলে ব্র্যান্ডন কিংকে বোল্ড করেন মোহাম্মদ ইমরান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। ওপেনার রনি তালুকদারের সঙ্গে সাকিব দারুণ খেলছিলেন। তবে জুটিটা ভেঙে গেছে দ্রুতই। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই জোড়া ধাক্কা দিয়েছেন খালেদ আহমেদ। ওভারের চতুর্থ বলে রনিকে ফিরিয়েছেন, এরপর একই ওভারের শেষ বলে তাঁর বলে বোল্ড হয়েছেন সাকিব। ৩ বলে ২ রান করেন সাকিব। রংপুরের স্কোর হয়ে যায় ২ ওভারে ৩ উইকেটে ১৫ রান।
এমন বিপর্যয় সামলে উঠতে না উঠতেই আবারও ধাক্কা খায় রংপুর। পঞ্চম ওভারের শেষ বলে আজমতউল্লাহ ওমরজাইকে কট অ্যান্ড বোল্ড করেন দুনিথ ভেল্লালাগে। তাতে রংপুরের স্কোর হয়ে যায় ৫ ওভারে ৪ উইকেটে ৩১ রান। ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন শামীম হোসেন পাটোয়ারী। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে রংপুরের হাল ধরেন শামীম। পঞ্চম উইকেট জুটিতে ৩০ বলে ৩৪ রান যোগ করেন শামীম ও সোহান। সোহানকে ফিরিয়ে জুটি ভেঙেছেন শোয়েব মালিক। দশম ওভারের শেষ বলে মালিককে লেট কাট করতে যান সোহান। বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ ধরেছেন বরিশালের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ২৩ বলে ২ ছক্কায় ২৩ রান করেন রংপুর অধিনায়ক সোহান। তাতে ১০ ওভার শেষে রংপুরের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৬৫ রান।
অর্ধেক ওভারে অর্ধেক উইকেট হারানোর পর সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন মোহাম্মদ নবী। ১২ বলে ১০ রান করেছেন তিনি। ১৪তম ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান মিরাজকে স্লগ সুইপ করতে যান নবী। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে সহজ ক্যাচ ধরেছেন মালিক। স্কোরবোর্ডে ৮৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে রংপুর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির স্কোর ১৫ ওভারে ৬ উইকেটে ৯৫ রান। শামীম ৩৩ রানে অপরাজিত আছেন। ৬ রানে ব্যাটিং করছেন শেখ মেহেদী হাসান।

২০২৩ সালের ৬ নভেম্বর—শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটাই সাকিব আল হাসানের পেশাদার ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ। এরপর কেটে গেছে আড়াই মাস। বিপিএল দিয়ে ফিরেছেন তিনি। তবে ফেরাটা সুখকর হয়নি।
এবারের বিপিএলে আজই প্রথম ম্যাচ খেলতে নেমেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাটিং পেয়ে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় রংপুর। ইনিংসের প্রথম বলে ব্র্যান্ডন কিংকে বোল্ড করেন মোহাম্মদ ইমরান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। ওপেনার রনি তালুকদারের সঙ্গে সাকিব দারুণ খেলছিলেন। তবে জুটিটা ভেঙে গেছে দ্রুতই। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই জোড়া ধাক্কা দিয়েছেন খালেদ আহমেদ। ওভারের চতুর্থ বলে রনিকে ফিরিয়েছেন, এরপর একই ওভারের শেষ বলে তাঁর বলে বোল্ড হয়েছেন সাকিব। ৩ বলে ২ রান করেন সাকিব। রংপুরের স্কোর হয়ে যায় ২ ওভারে ৩ উইকেটে ১৫ রান।
এমন বিপর্যয় সামলে উঠতে না উঠতেই আবারও ধাক্কা খায় রংপুর। পঞ্চম ওভারের শেষ বলে আজমতউল্লাহ ওমরজাইকে কট অ্যান্ড বোল্ড করেন দুনিথ ভেল্লালাগে। তাতে রংপুরের স্কোর হয়ে যায় ৫ ওভারে ৪ উইকেটে ৩১ রান। ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন শামীম হোসেন পাটোয়ারী। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে রংপুরের হাল ধরেন শামীম। পঞ্চম উইকেট জুটিতে ৩০ বলে ৩৪ রান যোগ করেন শামীম ও সোহান। সোহানকে ফিরিয়ে জুটি ভেঙেছেন শোয়েব মালিক। দশম ওভারের শেষ বলে মালিককে লেট কাট করতে যান সোহান। বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ ধরেছেন বরিশালের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ২৩ বলে ২ ছক্কায় ২৩ রান করেন রংপুর অধিনায়ক সোহান। তাতে ১০ ওভার শেষে রংপুরের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৬৫ রান।
অর্ধেক ওভারে অর্ধেক উইকেট হারানোর পর সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন মোহাম্মদ নবী। ১২ বলে ১০ রান করেছেন তিনি। ১৪তম ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান মিরাজকে স্লগ সুইপ করতে যান নবী। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে সহজ ক্যাচ ধরেছেন মালিক। স্কোরবোর্ডে ৮৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে রংপুর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির স্কোর ১৫ ওভারে ৬ উইকেটে ৯৫ রান। শামীম ৩৩ রানে অপরাজিত আছেন। ৬ রানে ব্যাটিং করছেন শেখ মেহেদী হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১১ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১৩ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৭ ঘণ্টা আগে