
প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়ে গতকাল ইতিহাস সৃষ্টি করেছে উগান্ডা। আফ্রিকা অঞ্চলের এই দলের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে আগামী বিশ্বকাপের ২০ দলও। এই ২০ দলকে নিয়ে আগামী ৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টুর্নামেন্ট।
কিন্তু টুর্নামেন্ট শুরুর ছয় মাস আগে ছোট একটা দুঃসংবাদ এসেছে ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপরাষ্ট্র ডমিনিকা থেকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজন করবে না বলে জানিয়েছে তারা। আয়োজন করতে না পারার কারণ হিসেবে তারা জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন ও ম্যাচের ভেন্যুর কাজ শেষ করতে পারবে না।
ডমিনিকা সরকারের বিবৃতি বলেছে, ‘উইন্ডসর পার্ক স্টেডিয়াম ও বেঞ্জামিন পার্কে অনুশীলন এবং ম্যাচ আয়োজন হবে বলে ভেন্যুগুলোর উন্নয়ন ও বর্ধিতকরণ, বিভিন্ন মূল্যায়ন এবং যেখানে অতিরিক্ত পিচ দরকার সেটাসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু ঠিকাদারেরা কাজ শেষ করার যে সীমারেখা দিয়েছে, তাতে বোঝা যায়, টুর্নামেন্ট শুরুর আগে কাজ শেষ হবে না। এ কারণে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সাতটি দেশে বিশ্বকাপ আয়োজন করার কথা। সে অনুযায়ী জ্যামাইকা, গ্রেনাডা ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস বাদে ওয়েস্ট ইন্ডিজের প্রধান ক্রিকেট খেলুড়ে দেশগুলো বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দরপত্র জমা দিয়েছিল। সেই তালিকা থেকে ডমিনিকায় ম্যাচ দিয়েছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ডমিনিকায় গ্রুপ পর্বের একটি এবং সুপার পর্বের দুটি ম্যাচ আয়োজনের কথা ছিল। তাদের পরিবর্তে কোথায় আয়োজন করা হবে, তা আইসিসির সঙ্গে আলোচনা করে শিগগির জানাবে সিডব্লিউআই।

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়ে গতকাল ইতিহাস সৃষ্টি করেছে উগান্ডা। আফ্রিকা অঞ্চলের এই দলের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে আগামী বিশ্বকাপের ২০ দলও। এই ২০ দলকে নিয়ে আগামী ৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টুর্নামেন্ট।
কিন্তু টুর্নামেন্ট শুরুর ছয় মাস আগে ছোট একটা দুঃসংবাদ এসেছে ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপরাষ্ট্র ডমিনিকা থেকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজন করবে না বলে জানিয়েছে তারা। আয়োজন করতে না পারার কারণ হিসেবে তারা জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন ও ম্যাচের ভেন্যুর কাজ শেষ করতে পারবে না।
ডমিনিকা সরকারের বিবৃতি বলেছে, ‘উইন্ডসর পার্ক স্টেডিয়াম ও বেঞ্জামিন পার্কে অনুশীলন এবং ম্যাচ আয়োজন হবে বলে ভেন্যুগুলোর উন্নয়ন ও বর্ধিতকরণ, বিভিন্ন মূল্যায়ন এবং যেখানে অতিরিক্ত পিচ দরকার সেটাসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু ঠিকাদারেরা কাজ শেষ করার যে সীমারেখা দিয়েছে, তাতে বোঝা যায়, টুর্নামেন্ট শুরুর আগে কাজ শেষ হবে না। এ কারণে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সাতটি দেশে বিশ্বকাপ আয়োজন করার কথা। সে অনুযায়ী জ্যামাইকা, গ্রেনাডা ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস বাদে ওয়েস্ট ইন্ডিজের প্রধান ক্রিকেট খেলুড়ে দেশগুলো বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দরপত্র জমা দিয়েছিল। সেই তালিকা থেকে ডমিনিকায় ম্যাচ দিয়েছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ডমিনিকায় গ্রুপ পর্বের একটি এবং সুপার পর্বের দুটি ম্যাচ আয়োজনের কথা ছিল। তাদের পরিবর্তে কোথায় আয়োজন করা হবে, তা আইসিসির সঙ্গে আলোচনা করে শিগগির জানাবে সিডব্লিউআই।

২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩৬ মিনিট আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
৩৯ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগে