নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে

সকাল থেকে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। টানা বৃষ্টিতে পানি জমে থাকায় মাঠের ভেতরের কিছু জায়গা ভেজা রয়েছে। শুকাতে সময় লাগার কারণে আজ বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে একটা বলও মাঠে গড়ায়নি।
গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ সকাল থেকে এখন পর্যন্ত দুই দফা মাঠ পর্যবেক্ষণ করেছেন ম্যাচ কর্মকর্তারা। সবশেষ পরিদর্শনে মাঠের ভেজা জায়গা শুকালেও এখন আলোকস্বল্পতায় ম্যাচ শুরু করা যাচ্ছে না। ম্যাচ কর্মকর্তারা সময় নিয়েছেন স্থানীয় সময় বেলা ২টা পর্যন্ত। তারপর সিদ্ধান্ত জানাবেন ম্যাচ কখন শুরু করা যাবে।
এদিকে গত দিনের মতো আজও কয়েক হাজার দর্শক মাঠে এসেছেন বৃষ্টিবিঘ্নিত বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা দেখতে। সকাল থেকে গ্যালারিতে বসে ভুভুজেলা, বাঁশি ও আড্ডায় গ্যালারি মাতিয়ে রাখছেন। মাঝেমধ্যে ড্রেসিংরুমে কোনো ক্রিকেটারকে একঝলক দেখতে পেলে ঢাকঢোল আর ভুভুজেলার আওয়াজ তুলছেন।
আজ বৃষ্টির সম্ভবনা ৬২ শতাংশ থাকলেও এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে আকাশ মেঘলা রয়েছে। আগের দিনের মতো কোনো বল না গড়িয়ে খেলা পরিত্যক্ত হওয়ার সুযোগ নেই। মাঠ প্রস্তুতিতে কিছু সময় লাগায় বাংলাদেশ-ভারত দুই দলই কিছুটা দেরিতে মাঠে এসেছে। স্থানীয় সময় দুপুর ১২টায় দ্বিতীয় দফা ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করেন।
উল্লেখ্য, কানপুরে টেস্টে বেরসিক বৃষ্টিতে প্রথম ও দ্বিতীয় দিনের ছয় সেশনের প্রায় পাঁচ সেশনের পুরোটা নষ্ট হয়েছে। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তাতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ১০৭ রান। উইকেটে মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬* নিয়ে অপরাজিত রয়েছেন।

সকাল থেকে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। টানা বৃষ্টিতে পানি জমে থাকায় মাঠের ভেতরের কিছু জায়গা ভেজা রয়েছে। শুকাতে সময় লাগার কারণে আজ বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে একটা বলও মাঠে গড়ায়নি।
গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ সকাল থেকে এখন পর্যন্ত দুই দফা মাঠ পর্যবেক্ষণ করেছেন ম্যাচ কর্মকর্তারা। সবশেষ পরিদর্শনে মাঠের ভেজা জায়গা শুকালেও এখন আলোকস্বল্পতায় ম্যাচ শুরু করা যাচ্ছে না। ম্যাচ কর্মকর্তারা সময় নিয়েছেন স্থানীয় সময় বেলা ২টা পর্যন্ত। তারপর সিদ্ধান্ত জানাবেন ম্যাচ কখন শুরু করা যাবে।
এদিকে গত দিনের মতো আজও কয়েক হাজার দর্শক মাঠে এসেছেন বৃষ্টিবিঘ্নিত বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা দেখতে। সকাল থেকে গ্যালারিতে বসে ভুভুজেলা, বাঁশি ও আড্ডায় গ্যালারি মাতিয়ে রাখছেন। মাঝেমধ্যে ড্রেসিংরুমে কোনো ক্রিকেটারকে একঝলক দেখতে পেলে ঢাকঢোল আর ভুভুজেলার আওয়াজ তুলছেন।
আজ বৃষ্টির সম্ভবনা ৬২ শতাংশ থাকলেও এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে আকাশ মেঘলা রয়েছে। আগের দিনের মতো কোনো বল না গড়িয়ে খেলা পরিত্যক্ত হওয়ার সুযোগ নেই। মাঠ প্রস্তুতিতে কিছু সময় লাগায় বাংলাদেশ-ভারত দুই দলই কিছুটা দেরিতে মাঠে এসেছে। স্থানীয় সময় দুপুর ১২টায় দ্বিতীয় দফা ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করেন।
উল্লেখ্য, কানপুরে টেস্টে বেরসিক বৃষ্টিতে প্রথম ও দ্বিতীয় দিনের ছয় সেশনের প্রায় পাঁচ সেশনের পুরোটা নষ্ট হয়েছে। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তাতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ১০৭ রান। উইকেটে মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬* নিয়ে অপরাজিত রয়েছেন।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৬ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৫ ঘণ্টা আগে