চ্যাম্পিয়নস ট্রফি

উপমহাদেশের ভক্ত-সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনা তো নতুন কিছু নয়। শারজায় ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের সেই সময়ের ঐতিহাসিক লড়াই থেকে শুরু। পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে। যার ফলে আইসিসি ইভেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান—উপমহাদেশের এই তিন দলের টিকিট নিয়ে চাহিদা থাকে তুঙ্গে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে টিকিট কেনাবেচার কথা শুনলেই বোঝা পাবে আইসিসির ইভেন্ট নিয়ে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ আগ্রহ থাকে! টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে গতকালের প্রচারিত সংবাদে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হতে লেগেছে কেবল এক ঘণ্টা। অন্যদিকে টিকিটের চাহিদা নিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ-ভারত, ভারত-নিউজিল্যান্ড এই দুই ম্যাচের টিকিট দুই ঘণ্টা পর্যন্ত টিকেছে। এমনকি ৪ মার্চ দুবাইয়ে হতে যাওয়া সেমিফাইনালের টিকিটও শেষ।
দুবাইয়ের স্থানীয় সময় গতকাল বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে টিকিটের এমন চাহিদা ভক্ত-সমর্থকদের রীতিমতো অবাক করেছে। দেড় লাখেরও বেশি মানুষ অনলাইনে টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছিলেন। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে কী অবস্থা হয়েছে, সেটার বর্ণনা ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসকে এক সমর্থক এভাবে দিয়েছেন, ‘টিকিটের জন্য মানুষের সারি যে দীর্ঘ হবে, সেটা আমিও বুঝেছি। কিন্তু যেভাবে এত তাড়াতাড়ি টিকিট শেষ হলো, সেটা অবাক করার মতো। যখনই লাইনে ঠিকমতো দাঁড়াতে পারলাম, দেখলাম মাত্র দুই ধরনের টিকিট বাকি। এগুলো ছিল আমার বাজেটের বাইরে।’ দুবাইয়ে প্ল্যাটিনাম ক্যাটেগরির টিকিটের দাম ২ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬৬ হাজার টাকা। আর গ্র্যান্ড লাউঞ্জের টিকিটের দাম ৫ হাজার দিরহাম (১ লাখ ৬৫ হাজার টাকা)।
আট দল নিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি পুরোপুরি হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে চাচ্ছে না বলে হাইব্রিড মডেলে সমাধান বের করেছে আইসিসি। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত মিলে আইসিসির ইভেন্টটি। ভারতের গ্রুপ পর্বের তিন ম্যাচ, একটি সেমিফাইনালসহ চার ম্যাচ হওয়ার কথা দুবাইয়ে। তবে ভারত ফাইনালে উঠলে ফাইনালও হবে দুবাইয়ে। সেক্ষেত্রে মরুর বুকে ম্যাচ হবে পাঁচটি। গ্রুপ পর্ব, দুই সেমিফাইনাল, ফাইনালসহ সব মিলে চ্যাম্পিয়নস ট্রফিতে হবে ১৫ ম্যাচ।
২০ মার্চ দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু হবে। ২৩ ফেব্রুয়ারি হবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত ২ মার্চ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

উপমহাদেশের ভক্ত-সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনা তো নতুন কিছু নয়। শারজায় ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের সেই সময়ের ঐতিহাসিক লড়াই থেকে শুরু। পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে। যার ফলে আইসিসি ইভেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান—উপমহাদেশের এই তিন দলের টিকিট নিয়ে চাহিদা থাকে তুঙ্গে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে টিকিট কেনাবেচার কথা শুনলেই বোঝা পাবে আইসিসির ইভেন্ট নিয়ে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ আগ্রহ থাকে! টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে গতকালের প্রচারিত সংবাদে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হতে লেগেছে কেবল এক ঘণ্টা। অন্যদিকে টিকিটের চাহিদা নিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ-ভারত, ভারত-নিউজিল্যান্ড এই দুই ম্যাচের টিকিট দুই ঘণ্টা পর্যন্ত টিকেছে। এমনকি ৪ মার্চ দুবাইয়ে হতে যাওয়া সেমিফাইনালের টিকিটও শেষ।
দুবাইয়ের স্থানীয় সময় গতকাল বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে টিকিটের এমন চাহিদা ভক্ত-সমর্থকদের রীতিমতো অবাক করেছে। দেড় লাখেরও বেশি মানুষ অনলাইনে টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছিলেন। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে কী অবস্থা হয়েছে, সেটার বর্ণনা ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসকে এক সমর্থক এভাবে দিয়েছেন, ‘টিকিটের জন্য মানুষের সারি যে দীর্ঘ হবে, সেটা আমিও বুঝেছি। কিন্তু যেভাবে এত তাড়াতাড়ি টিকিট শেষ হলো, সেটা অবাক করার মতো। যখনই লাইনে ঠিকমতো দাঁড়াতে পারলাম, দেখলাম মাত্র দুই ধরনের টিকিট বাকি। এগুলো ছিল আমার বাজেটের বাইরে।’ দুবাইয়ে প্ল্যাটিনাম ক্যাটেগরির টিকিটের দাম ২ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬৬ হাজার টাকা। আর গ্র্যান্ড লাউঞ্জের টিকিটের দাম ৫ হাজার দিরহাম (১ লাখ ৬৫ হাজার টাকা)।
আট দল নিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি পুরোপুরি হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে চাচ্ছে না বলে হাইব্রিড মডেলে সমাধান বের করেছে আইসিসি। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত মিলে আইসিসির ইভেন্টটি। ভারতের গ্রুপ পর্বের তিন ম্যাচ, একটি সেমিফাইনালসহ চার ম্যাচ হওয়ার কথা দুবাইয়ে। তবে ভারত ফাইনালে উঠলে ফাইনালও হবে দুবাইয়ে। সেক্ষেত্রে মরুর বুকে ম্যাচ হবে পাঁচটি। গ্রুপ পর্ব, দুই সেমিফাইনাল, ফাইনালসহ সব মিলে চ্যাম্পিয়নস ট্রফিতে হবে ১৫ ম্যাচ।
২০ মার্চ দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু হবে। ২৩ ফেব্রুয়ারি হবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত ২ মার্চ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৪ ঘণ্টা আগে