চ্যাম্পিয়নস ট্রফি

উপমহাদেশের ভক্ত-সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনা তো নতুন কিছু নয়। শারজায় ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের সেই সময়ের ঐতিহাসিক লড়াই থেকে শুরু। পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে। যার ফলে আইসিসি ইভেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান—উপমহাদেশের এই তিন দলের টিকিট নিয়ে চাহিদা থাকে তুঙ্গে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে টিকিট কেনাবেচার কথা শুনলেই বোঝা পাবে আইসিসির ইভেন্ট নিয়ে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ আগ্রহ থাকে! টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে গতকালের প্রচারিত সংবাদে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হতে লেগেছে কেবল এক ঘণ্টা। অন্যদিকে টিকিটের চাহিদা নিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ-ভারত, ভারত-নিউজিল্যান্ড এই দুই ম্যাচের টিকিট দুই ঘণ্টা পর্যন্ত টিকেছে। এমনকি ৪ মার্চ দুবাইয়ে হতে যাওয়া সেমিফাইনালের টিকিটও শেষ।
দুবাইয়ের স্থানীয় সময় গতকাল বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে টিকিটের এমন চাহিদা ভক্ত-সমর্থকদের রীতিমতো অবাক করেছে। দেড় লাখেরও বেশি মানুষ অনলাইনে টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছিলেন। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে কী অবস্থা হয়েছে, সেটার বর্ণনা ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসকে এক সমর্থক এভাবে দিয়েছেন, ‘টিকিটের জন্য মানুষের সারি যে দীর্ঘ হবে, সেটা আমিও বুঝেছি। কিন্তু যেভাবে এত তাড়াতাড়ি টিকিট শেষ হলো, সেটা অবাক করার মতো। যখনই লাইনে ঠিকমতো দাঁড়াতে পারলাম, দেখলাম মাত্র দুই ধরনের টিকিট বাকি। এগুলো ছিল আমার বাজেটের বাইরে।’ দুবাইয়ে প্ল্যাটিনাম ক্যাটেগরির টিকিটের দাম ২ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬৬ হাজার টাকা। আর গ্র্যান্ড লাউঞ্জের টিকিটের দাম ৫ হাজার দিরহাম (১ লাখ ৬৫ হাজার টাকা)।
আট দল নিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি পুরোপুরি হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে চাচ্ছে না বলে হাইব্রিড মডেলে সমাধান বের করেছে আইসিসি। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত মিলে আইসিসির ইভেন্টটি। ভারতের গ্রুপ পর্বের তিন ম্যাচ, একটি সেমিফাইনালসহ চার ম্যাচ হওয়ার কথা দুবাইয়ে। তবে ভারত ফাইনালে উঠলে ফাইনালও হবে দুবাইয়ে। সেক্ষেত্রে মরুর বুকে ম্যাচ হবে পাঁচটি। গ্রুপ পর্ব, দুই সেমিফাইনাল, ফাইনালসহ সব মিলে চ্যাম্পিয়নস ট্রফিতে হবে ১৫ ম্যাচ।
২০ মার্চ দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু হবে। ২৩ ফেব্রুয়ারি হবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত ২ মার্চ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

উপমহাদেশের ভক্ত-সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনা তো নতুন কিছু নয়। শারজায় ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের সেই সময়ের ঐতিহাসিক লড়াই থেকে শুরু। পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে। যার ফলে আইসিসি ইভেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান—উপমহাদেশের এই তিন দলের টিকিট নিয়ে চাহিদা থাকে তুঙ্গে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে টিকিট কেনাবেচার কথা শুনলেই বোঝা পাবে আইসিসির ইভেন্ট নিয়ে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ আগ্রহ থাকে! টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে গতকালের প্রচারিত সংবাদে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হতে লেগেছে কেবল এক ঘণ্টা। অন্যদিকে টিকিটের চাহিদা নিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ-ভারত, ভারত-নিউজিল্যান্ড এই দুই ম্যাচের টিকিট দুই ঘণ্টা পর্যন্ত টিকেছে। এমনকি ৪ মার্চ দুবাইয়ে হতে যাওয়া সেমিফাইনালের টিকিটও শেষ।
দুবাইয়ের স্থানীয় সময় গতকাল বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে টিকিটের এমন চাহিদা ভক্ত-সমর্থকদের রীতিমতো অবাক করেছে। দেড় লাখেরও বেশি মানুষ অনলাইনে টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছিলেন। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে কী অবস্থা হয়েছে, সেটার বর্ণনা ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসকে এক সমর্থক এভাবে দিয়েছেন, ‘টিকিটের জন্য মানুষের সারি যে দীর্ঘ হবে, সেটা আমিও বুঝেছি। কিন্তু যেভাবে এত তাড়াতাড়ি টিকিট শেষ হলো, সেটা অবাক করার মতো। যখনই লাইনে ঠিকমতো দাঁড়াতে পারলাম, দেখলাম মাত্র দুই ধরনের টিকিট বাকি। এগুলো ছিল আমার বাজেটের বাইরে।’ দুবাইয়ে প্ল্যাটিনাম ক্যাটেগরির টিকিটের দাম ২ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬৬ হাজার টাকা। আর গ্র্যান্ড লাউঞ্জের টিকিটের দাম ৫ হাজার দিরহাম (১ লাখ ৬৫ হাজার টাকা)।
আট দল নিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি পুরোপুরি হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে চাচ্ছে না বলে হাইব্রিড মডেলে সমাধান বের করেছে আইসিসি। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত মিলে আইসিসির ইভেন্টটি। ভারতের গ্রুপ পর্বের তিন ম্যাচ, একটি সেমিফাইনালসহ চার ম্যাচ হওয়ার কথা দুবাইয়ে। তবে ভারত ফাইনালে উঠলে ফাইনালও হবে দুবাইয়ে। সেক্ষেত্রে মরুর বুকে ম্যাচ হবে পাঁচটি। গ্রুপ পর্ব, দুই সেমিফাইনাল, ফাইনালসহ সব মিলে চ্যাম্পিয়নস ট্রফিতে হবে ১৫ ম্যাচ।
২০ মার্চ দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু হবে। ২৩ ফেব্রুয়ারি হবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত ২ মার্চ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে