Ajker Patrika

বাংলাদেশের অধিনায়ক আকবর, সুযোগ পেলেন নাইম-শামীমও

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৯: ৩৮
বাংলাদেশের অধিনায়ক আকবর, সুযোগ পেলেন নাইম-শামীমও

টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আকবর আলী অধিনায়কত্ব করবেন বাংলাদেশ ‘এ’ দলের। 

ওমানে আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে ২০২৪ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ। দলের রাখা হয়েছে জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড়। তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারি, রেজাউর রহমান রাজা, আবু হায়দার রনির মতো ক্রিকেটাররা আছেন দলে। সাইফ হাসান দলের সহ-অধিনায়ক।

এ ছাড়া তরুণ ওপেনার জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, লেগ স্পিনার ওয়াসি সিদ্দিক, মারুফ মৃধা, স্পিনার রাকিবুল হাসান বাংলাদেশের ইমার্জিং দলে। রহস্য স্পিনার আলিস আল ইসলাম, পেসার রিপন মন্ডলকে রাখা হয়েছে দলে। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ দলই বলা যায় তাদের। 

আগামী ১৯ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বেন আকবররা। রিজার্ভে রাখা হয়েছে তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদকে।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল: পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), জিসান আলম, নাইম শেখ, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি, সাইফ হাসান (সহ-অধিনায়ক), আবু হায়দার রনি, রাকিবুল হাসান, মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা ও রিপন মন্ডল।

রিজার্ভ: তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত