ক্রীড়া ডেস্ক

শারজায় গত রাতে বাংলাদেশের ২৭ রানের জয় ছাপিয়ে আলোচনায় পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তো বটেই। এই সেঞ্চুরি করার পথে ইমন ভেঙে দিয়েছেন অনেক রেকর্ড। এমন ইনিংস তিনি মনে রাখবেন দীর্ঘদিন।
আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইমন গত রাতে সেঞ্চুরি করেছেন ৫৩ বলে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা দ্রুততম সেঞ্চুরি। ৯ ছক্কায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তিটাও নিজের করে নিলেন ইমন। বাংলাদেশের ২৭ রানের জয়ে তাঁর হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য বিশেষ (সেঞ্চুরি)। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। তাই আমার কাছে এটা বিশেষ।’
ইমন শারজায় গত রাতে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেছেন। ২৮ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন দুর্দান্ত এক চারে। রেকর্ড গড়া সেঞ্চুরির পথে ইমনের সঙ্গে অদ্ভুতুড়ে এক ঘটনা ঘটেছে। ৮৪ রানে আউট হয়ে ড্রেসিংরুমে প্রায় চলেই যান। তবে আম্পায়ার নো বল ডেকে আবার ফিরিয়ে আনেন ইমনকে। সুযোগটা কাজে লাগিয়ে ৫৪ বলে ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ইমন। ৫ চার ও ৯ ছক্কা মেরেছেন তিনি।
কীভাবে বিধ্বংসী ইনিংস খেলেছেন, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খোলাসা করেন ইমন। ২২ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘উইকেটটা মূল্যায়ন করছিলাম ঠিকমতো। আমার প্রক্রিয়া, পরিকল্পনায় লেগে থাকার চেষ্টা করেছি এবং এভাবেই এগিয়েছি।’ ইমনের ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘ইমনের ব্যাটিংটা দেখতে সত্যিই দারুণ লেগেছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি তামিম করেন ২০১৬ সালে ধর্মশালায়। ওমানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন ৬০ বলে। তামিমের তখন বয়স ছিল ২৭ বছর। আর গত রাতে শারজায় ইমন ২২ বছর বয়সে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বনে গেলেন। বিধ্বংসী সেঞ্চুরি করার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তিটাও গড়লেন ইমন। তাতে পেছনে পড়ে গেলেন রিশাদ হোসেন। সিলেটে গত বছর টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ মেরেছিলেন ৭ ছক্কা।

শারজায় গত রাতে বাংলাদেশের ২৭ রানের জয় ছাপিয়ে আলোচনায় পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তো বটেই। এই সেঞ্চুরি করার পথে ইমন ভেঙে দিয়েছেন অনেক রেকর্ড। এমন ইনিংস তিনি মনে রাখবেন দীর্ঘদিন।
আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইমন গত রাতে সেঞ্চুরি করেছেন ৫৩ বলে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা দ্রুততম সেঞ্চুরি। ৯ ছক্কায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তিটাও নিজের করে নিলেন ইমন। বাংলাদেশের ২৭ রানের জয়ে তাঁর হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য বিশেষ (সেঞ্চুরি)। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। তাই আমার কাছে এটা বিশেষ।’
ইমন শারজায় গত রাতে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেছেন। ২৮ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন দুর্দান্ত এক চারে। রেকর্ড গড়া সেঞ্চুরির পথে ইমনের সঙ্গে অদ্ভুতুড়ে এক ঘটনা ঘটেছে। ৮৪ রানে আউট হয়ে ড্রেসিংরুমে প্রায় চলেই যান। তবে আম্পায়ার নো বল ডেকে আবার ফিরিয়ে আনেন ইমনকে। সুযোগটা কাজে লাগিয়ে ৫৪ বলে ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ইমন। ৫ চার ও ৯ ছক্কা মেরেছেন তিনি।
কীভাবে বিধ্বংসী ইনিংস খেলেছেন, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খোলাসা করেন ইমন। ২২ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘উইকেটটা মূল্যায়ন করছিলাম ঠিকমতো। আমার প্রক্রিয়া, পরিকল্পনায় লেগে থাকার চেষ্টা করেছি এবং এভাবেই এগিয়েছি।’ ইমনের ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘ইমনের ব্যাটিংটা দেখতে সত্যিই দারুণ লেগেছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি তামিম করেন ২০১৬ সালে ধর্মশালায়। ওমানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন ৬০ বলে। তামিমের তখন বয়স ছিল ২৭ বছর। আর গত রাতে শারজায় ইমন ২২ বছর বয়সে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বনে গেলেন। বিধ্বংসী সেঞ্চুরি করার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তিটাও গড়লেন ইমন। তাতে পেছনে পড়ে গেলেন রিশাদ হোসেন। সিলেটে গত বছর টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ মেরেছিলেন ৭ ছক্কা।

রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১৯ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে