নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টিতে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ১-০ তে পিছিয়ে গেল সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেছে।
ওয়েস্ট ইন্ডিজের বড় লক্ষ্য তাড়া নেমে নতুন ওপেনিং জুটি বাংলাদেশের। পিঠের চোটে মুনিম শাহরিয়ার ছিটকে যাওয়ায় ৬ ম্যাচ পর ওপেনিংয়ে ফেরেন লিটন। তাঁর সঙ্গী আনামুল হক বিজয়।
ওবেদ ম্যাকয়ের করা ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে ফেরেন লিটন (৫) ও বিজয় (৪)। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আরেকবার ব্যর্থ হয়েছেন(১১) ২৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
এখান থেকে আফিফ হোসেনকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। পাওয়ার প্লেতে বাংলাদেশ স্কোরবোর্ডে ৩ উইকেটে ৪৪ রান। ১০ম ওভারে দুজনের জুটির ফিফটি পূর্ণ হয়। রোমারিও শেফার্ডের করা পরের ওভারে আফিফ ৩৪ রানে আউট হলে জুটি থামে ৫৫ রানে।
শুরুতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ম্যাচে আর ফিরতে পারেনি বাংলাদেশ। সাকিবের ৬৮ রানের অপরাজিত ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৪৫ বলে ক্যারিয়ারের ১০ম ফিফটি ছুঁয়ে সাকিব অপরাজিত ছিলেন ৫২ বলে ৫ চার ৩ ছক্কায় ৬৮ রানে।
ওবেদ ম্যাকয়ের করা ১৯তম ওভারে ২ ছক্কা ১ চার হাঁকিয়ে ২০ রান নেন সাকিব। শেষ বলে হাঁকানো ছক্কায় ছুঁয়েন মাহমুদউল্লাহ রিয়াদের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ২ হাজার রানের মাইলফলক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার (২০০৫) রান ও ১০০ (১২০) উইকেটের মাইলফলক স্পর্শ করেন এ অলরাউন্ডার। তবে দলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাকিবকে। ২৮ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার রোভম্যান পাওয়েল।

ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টিতে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ১-০ তে পিছিয়ে গেল সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেছে।
ওয়েস্ট ইন্ডিজের বড় লক্ষ্য তাড়া নেমে নতুন ওপেনিং জুটি বাংলাদেশের। পিঠের চোটে মুনিম শাহরিয়ার ছিটকে যাওয়ায় ৬ ম্যাচ পর ওপেনিংয়ে ফেরেন লিটন। তাঁর সঙ্গী আনামুল হক বিজয়।
ওবেদ ম্যাকয়ের করা ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে ফেরেন লিটন (৫) ও বিজয় (৪)। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আরেকবার ব্যর্থ হয়েছেন(১১) ২৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
এখান থেকে আফিফ হোসেনকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। পাওয়ার প্লেতে বাংলাদেশ স্কোরবোর্ডে ৩ উইকেটে ৪৪ রান। ১০ম ওভারে দুজনের জুটির ফিফটি পূর্ণ হয়। রোমারিও শেফার্ডের করা পরের ওভারে আফিফ ৩৪ রানে আউট হলে জুটি থামে ৫৫ রানে।
শুরুতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ম্যাচে আর ফিরতে পারেনি বাংলাদেশ। সাকিবের ৬৮ রানের অপরাজিত ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৪৫ বলে ক্যারিয়ারের ১০ম ফিফটি ছুঁয়ে সাকিব অপরাজিত ছিলেন ৫২ বলে ৫ চার ৩ ছক্কায় ৬৮ রানে।
ওবেদ ম্যাকয়ের করা ১৯তম ওভারে ২ ছক্কা ১ চার হাঁকিয়ে ২০ রান নেন সাকিব। শেষ বলে হাঁকানো ছক্কায় ছুঁয়েন মাহমুদউল্লাহ রিয়াদের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ২ হাজার রানের মাইলফলক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার (২০০৫) রান ও ১০০ (১২০) উইকেটের মাইলফলক স্পর্শ করেন এ অলরাউন্ডার। তবে দলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাকিবকে। ২৮ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার রোভম্যান পাওয়েল।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে